দূর্গাপুরে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মজয়ন্তী পালন

পাবলিক নিউজঃ দুর্গাপুর:– দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মবার্ষিকী পালন করা হলো মঙ্গলবার। সেই উপলক্ষ্যে এদিন দুর্গাপুরের বিধান নগর হাউসিং কলোনির ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন করলেন কংগ্রেসের কর্মীরা। ইন্দিরা গান্ধীর ছবিতে পুষ্পস্তবক অর্পণ করেন ৩ নম্বর ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুদীপ্ত কর্মকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের তিন নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল, পিনাকী রঞ্জন মিত্র ও কংগ্রেসের কর্মীরা। এই প্রসঙ্গে সুদীপ্ত কর্মকার বলেন, ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে দু’দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্য দান করা হয়েছে। এরপর দুপুর নরনারায়ণ সেবা হয়। আর সন্ধ্যায় হয় শীত বস্ত্র বিতরণ। বুধবার যাত্রাপালার আয়োজন করা হয়েছে ইন্দিরা রাজীব মঞ্চের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts