

পাবলিক নিউজঃ দুর্গাপুর:– তৃতীয় বর্ষ দুর্গাপুরে দূর্গা পূজা কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 অক্টোবর। বিগত দু বছরের মতো এবছরও দুর্গা পুজোর কার্নিভাল যথেষ্টই সারা ফেলবে বলে আশা বাদী রাজ্য সরকারের মন্ত্রী প্রদীপ মজুমদার। শনিবার বিকেলে দুর্গাপুর নগর নিগমের কনফারেন্স হলে দুর্গাপুরের দুর্গা পুজো গুলির প্রশাসনিক নিরাপত্তা ও কার্নিভাল সংক্রান্ত বিষয়ক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি পূর্ব অভিষেক গুপ্ত সহ অন্যান্য সরকারি ও প্রশাসনের আধিকারিকরা। বিগত দু’বছরের মত এবছরও প্রতিদ্বন্দ্বিতা মূলক কার্নিভালে বিভিন্ন দুর্গাপুরের বড় পূজো কমিটিগুলি অংশগ্রহণ করবে বলে জানান মন্ত্রী।




Leave a Reply