
পাবলিক নিউজঃ বুদবুদ:-বুদবুদের কোটা গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে দুদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। সেই খেলায় মঞ্চে উপস্থিত ছিলেন আউসগ্রাম ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ আবদুল লালন, এছাড়াও ছিলেন তৃণমূল নেতা তথা কোটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলাউদ্দিন মন্ডল সহ কোটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এই অনুষ্ঠান মঞ্চে ব্লক সভাপতিকে বরণ করে নেওয়ার সময় বুদবুদ থানার এক পুলিশ অফিসার হেমন্ত দত্তকে হাততালি দিতে দেখা যায়। সোমবার সমাজ মাধ্যমে সেই ভিডিও পোস্ট করে ঘটনার তীব্র নিন্দা জানান বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। সমাজ মাধ্যমে তিনি লেখেন বেঙ্গল পুলিশের আরও এক নিদান। এবার তৃণমূল কংগ্রেস আউসগ্রাম ২ নম্বর ব্লকের ফুটবল টুর্নামেন্টে দেখা যাচ্ছে এবং তৃণমূল নেতা শেখ লালনকে সম্বর্ধনা জানানোর সময় হাততালি দিচ্ছেন পুলিশ আধিকারিক। পশ্চিমবঙ্গের পুলিশের প্রতি বাংলার মানুষের কোন আস্থা নেই, যারা তৃণমূল কংগ্রেসের নিছক রাজনৈতিক পাদদেশে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তিনি।সমাজ মাধ্যমে এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।






Leave a Reply