গত রবিবার (06/10/2024) সন্ধ্যায়, বার্ণপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা 2023-24’ অনুষ্ঠিত হয়।

পাবলিক নিউজঃ বার্নপুর :– গত রবিবার (06/10/2024) সন্ধ্যায়, বার্ণপুর স্টেডিয়ামের বিইউসি কনফারেন্স হলে বার্নপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ‘বার্ষিক সাধারণ সভা 2023-24’ অনুষ্ঠিত হয়। প্রথমে অভ‍্যর্থনা কমিটির তরফে অ্যাসোসিয়েশনের সভাপতি  সোমনাথ মাজী, প্রাক্তন সভাপতি অশোক চরণ, প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত বন্দ্যোপাধ্যায় ও সাধারণ সম্পাদক লব কুমার মান্নাকে স্বাগত জানানো হয় । তারপর সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের বিগত আর্থিক বছরে হয়ে যাওয়া কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন। ডেফির সদস্য মীর মুশাররফ আলী ‘পদনাম’ থেকে শুরু করে ডেফির বিভিন্ন কর্মসূচি সম্পর্কে তথ্য দেন। গত 2023-24 আর্থিক বছরের বার্ষিক অর্থনৈতিক আয়-ব্যায় প্রতিবেদন পেশ করেন অর্থ সচিব সুরজিত চৌধুরী।
         এই বৈঠকে অর্থ সচিব আয়-ব্যায়ের প্রতিবেদন নিয়ে অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যদের উত্থাপিত প্রশ্নগুলোর জবাব দিয়ে সন্তুষ্ট করেন। পরে অ্যাসোসিয়েশনের জোনাল সেক্রেটারি বুদ্ধেশ্বর ভগৎ এবং প্রবীণ কুমার নিজেদের বক্তব্য রাখেন। সভায় উপস্থিত সাধারণ সদস্যরা কিছু পরামর্শ ও প্রস্তাবনা দেন যা সভার কার্যবিবরণীতে লিপিবদ্ধ করা হয়। বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি পুনরায় নির্বাচিত হয়।
     বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি অশোক চরণ ও প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত বন্দোপাধ্যায় মহাশয়। অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম রায়, দীপক কুমার, রঘুবংশ কুমার, অনুরাগ প্রকাশ, বুদ্ধেশ্বর ভগৎ, প্রবীণ কুমার, সূর্যকান্ত দলাই, লালু শুক্লা, অনিরুদ্ধ ধীবর প্রমুখ এবং সেইল ইসকো স্টিল প্ল্যান্টের অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি সোমনাথ মাজি সাধারণ সভায় অংশগ্রহণকারী অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের ধন্যবাদ জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts