কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার গেট বন্ধ করে চালকদের বিক্ষোভের জেরে বন্ধ পরিবহন

পাবলিক নিউজঃ কাঁকসা:-ট্যাঙ্কার চালকদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ালো কাঁকসার রাজবাঁধ এলাকার রাষ্ট্রয়ত্ত তেল সংস্থার গেটের সামনে। শনিবার সকাল ১১টা নাগাদ সংস্থার ভেতরে একটি ট্যাংকার প্রবেশ করার খবর পাওয়ার পরই। ট্যাঙ্করের চালকরা গেট বন্ধ করে বিক্ষোভ বসেন। চালকদের বিক্ষোভের জেরে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোতে কোনো ট্যাঙ্কার তেল লোডিং করার জন্য ঢুকতে পারেনি। এদিন শতাধিক ট্যাংকারের চালক বিক্ষোভে সামিল হয়। এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে ঘটনাস্থলে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। চালকদের অভিযোগ সংস্থার কয়েকজন আধিকারিক বেশ কিছু বেসরকারি পরিবহন সংস্থার সাথে যোগ সাজস করে বেআইনিভাবে ট্যাঙ্কারে করে তেল পরিবহন করার কাজ করছে। অন্যদিকে একের পর এক ট্যাংকারের ফিটনেস ঠিক নেই বলে ট্যাংকার বাতিল করে দেওয়ার ফলে বহু চালকের রোজগার বন্ধ হয়ে গেছে। তাদের অভিযোগ সংস্থার উচ্চ আধিকারিকদের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোন সুরাহা মেলেনি। তাই যতক্ষণ না সংস্থার আধিকারিকরা তাদের সমস্যার সমাধান করছে ততক্ষণ ওই রাষ্ট্রায়ত্ত্ব তেল সংস্থার ভেতরে কোনো ট্যাঙ্কার প্রবেশ করতে তারা দেবেন না বলে হুঁশিয়ারি দেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts