

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার থেকে শুরু হিন্দু ধর্মের পবিত্র উৎসব ছট পূজা গোটা বাংলার সাথে আসানসোল শিল্পাঞ্চলে ছট পূজার ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার আসানসোল দক্ষিণ থানার রামগোলাম সিং রোডের পুকুরে ছট পূজার ভার্চ্যুয়াল উদ্বোধন করলেন মমতা ব্যানার্জী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক, জেলা শাসক এস পন্নাহবলম, আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী, মানস দাস, আসানসোল পৌরনিগমের কমিশনার রাজু মিশ্র সহ বিভিন্ন পুলিশ আধিকারিক এবং আসানসোল পৌরনিগমের কাউন্সিলররা। ভার্চ্যুয়াল উদ্বোধন করতে গিয়ে মমতা ব্যানার্জী জানান পশ্চিম বাংলায় সর্ব্ব ধর্মের জনগণ একসাথে বসবাস করে এবং তাদের উৎসব সব ধর্মের জনগণ একসাথে আনন্দ উপভোগ করেন। বৃহস্পতিবার ছট পূজা সারা বাংলায় অনুষ্ঠিত হবে এই পূজায় সব ধর্মের জনগণ একসাথে আনন্দ উপভোগ করবে সবাইকে শুভেচ্ছা জানান মূখ্যমন্ত্রী।




