আবার ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো। শনিবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটে খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি গ্রামের বিন পাড়া এলাকায়।

পাবলিক নিউজঃ পশ্চিম বর্ধমান….আবার ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়ো। শনিবার রাত্রি নটা নাগাদ ঘটনাটি ঘটে খান্দরা গ্রাম পঞ্চায়েতের সিদুলি গ্রামের বিন পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা রামপ্রবেশ ভূঁইয়া সমর ভূঁইয়ারা রবিবার সকালে জানান শনিবার রাত্রি ৯ টা নাগাদ হঠাৎ মাটি ধসে কুয়োটি মাটির নিচে তলিয়ে যায়। বিন পাড়াতে দুটি সরকারি কুয়ো রয়েছে।‌ নতুন একটি কুয়ো হয়েছে কিছুদিন আগে। তবে সেটার জল পানযোগ্য নয়। ক্ষতিগ্রস্ত কূয়োটি প্রায় ৭০ বছরের পুরনো। পাড়ার লোকেরা এই কুয়োর জল ব্যবহার করত। তবে এটা প্রথম নয়, গত দু মাসের মধ্যে খনি অঞ্চলে এইরকম ঘটনা এটি নিয়ে তৃতীয়বার ঘটলো। প্রথম ঘটনাটি ঘটেছিল খান্দরা পঞ্চায়েতের মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়াতে। অতিসম্প্রতি কূয়োর পাতাল প্রবেশের ঘটনা ঘটে কুমারডিহি গ্রামে। বারবার ঘটনার পুনরাবৃত্তি ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts