আইসিএসই “তে ৯৯.২ শতাংশ নম্বর আসানসোলের প্রত্যুষের / পুষ্পস্তবক পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা………..… আসানসোল,

পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলের প্রত্যুষ রায় মিশ্র ২০২৫ আইসিএসইতে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তার এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছেন। আসানসোলের সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্র প্রত্যুষ রাশ মিশ্র ২০২৫ সালের আইসিএসই বোর্ড পরীক্ষায় ৯৯.২% নম্বর পেয়ে দুর্দান্ত ফল করেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। বুধবার শিক্ষা বিভাগের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা ও পুষ্পস্তবক নিয়ে তার বাসভবনে পৌঁছে তাঁকে অভিনন্দন জানান।
প্রত্যুষ তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পরিচিত।
তিনি বলেন, আমি খুবই খুশি। আমি আমার স্কুল কতৃপক্ষ, শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেছেন। আমার লক্ষ্য ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা।
প্রত্যুষের বাবা ডাঃ প্রবীণ রায় আসানসোলের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। তিনি আসানসোলের একটি চক্ষু হাসপাতালের কর্ণধার । ছেলের কৃতিত্বে গর্ব প্রকাশ করে ডাঃ প্রবীণ রায় বলেন, প্রত্যূষের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা প্রমাণ করেছে যে সঠিক লক্ষ্যে যাওয়ার চেষ্টা কখনও বৃথা যায় না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts