
পাবলিক নিউজঃ পান্ডেভেস্বর:–পান্ডবেশ্বরে সোমবার থেকে শুরু হয়েছে বাকলেশ্বরী কালির ” বাৎসরিক পুজো ও তৃণাঙ্কুর উৎসব ” অনুষ্ঠান । স্বেচ্ছাসেবী সংগঠন “তৃণাঙ্কুর” এর উদ্যোগে এই উৎসব চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত । উৎসবের বিভিন্ন দিন রয়েছে ধার্মিক, সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে এই উৎসবে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। সেই শিবিরের সূচনা করেন পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । শিবিরে রক্ত দান করেন ৫০ জন মুসলিম পুরুষ ও মহিলা । হিন্দু সম্প্রদায়ের কোন ধার্মিক অনুষ্ঠানে দৃষ্টান্ত হয়ে থাকলো মুসলিম পুরুষ, মহিলাদের স্বেচ্ছাই রক্তদানের ঘটনা । রক্তদাতারা বলেন, ধর্ম নিজের নিজের, উৎসব কিন্তু সবার । তাছাড়া রক্তের কোন ধর্ম হয় না। রক্তদান একটি মহান কাজ। সেই কাজে অংশ নিতে পেরে গর্ববোধ করছি বলে জানান তারা।












































