Tag: NH19

  • ১৯ নং জাতীয় সড়কে বেহাল সার্ভিস রোডে পথ দূর্ঘটনা, অভিযোগ / রানিগঞ্জে ট্যাঙ্কারে ধাক্কায় মৃত্যু দিনমজুরের

    ১৯ নং জাতীয় সড়কে বেহাল সার্ভিস রোডে পথ দূর্ঘটনা, অভিযোগ / রানিগঞ্জে ট্যাঙ্কারে ধাক্কায় মৃত্যু দিনমজুরের

    পাবলিক নিউজঃ আসানসোল:– ১৯ নম্বর জাতীয় সড়কের বেহাল সার্ভিস রোডে এক ট্যাঙ্করের ধাক্কায় মৃত্যু হল এক দিনমজুরের। মঙ্গলবার সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে আসানসোলের রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড়ের কাছে। রানিগঞ্জ থানার রাজারবাঁধের বাসিন্দা মৃত দিনমজুরের নাম মহঃ শামিম (৪৮)। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দিনমজুরের মৃতদেহ ময়নাতদন্ত হয়। জানা গেছে, রানিগঞ্জের রাজারবাঁধ বাসিন্দা মহঃ শামিম অন্যদিনের মতো এদিন সকালে কাজের যোগ দেওয়ার জন্য ১৯ নং জাতীয় সড়কে সার্ভিস রোড ধরে সাইকেল করে কর্মস্থলে যাচ্ছিলেন। সেই সময় পাঞ্জাবি মোড়ের কাছে সার্ভিস রোডে একটি ইন্ডিয়ান অয়েলের তেলের ট্যাঙ্কার সামনের দিক থেকে এসে মুখোমুখী ঐ সাইকেল আরোহী ঐ ব্যক্তিকে চাপা দেয়। ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর জখম হন। এলাকার বাসিন্দাদের কাছ থেকে এই ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ ও রানিগঞ্জের ট্রাফিক গার্ড পুলিশ।

    আহত সাইকেল আরোহীকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।
    এলাকার বাসিন্দাদের অভিযোগ, ১৯ নং জাতীয় সড়কের এই অংশের সার্ভিস রোড একেবারে বেহাল হয়ে পড়েছে। কোন রক্ষণাবেক্ষণ করা হয় না। যে কারণে এদিনের এই পথ দূর্ঘটনা ঘটেছে।
    এই ঘটনার পরে অবরুদ্ধ হয়ে পড়ে সার্ভিস রোড। ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ দ্রুত যানজট সরিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। এরপরে শুরু হয় আবারও গাড়ি চলাচল।

  • सिसिटीवी कैमरे मे कैद हुई हैरान कर देने वाली सड़क हादसे की यह खौफनाक मंजर

    सिसिटीवी कैमरे मे कैद हुई हैरान कर देने वाली सड़क हादसे की यह खौफनाक मंजर

    पब्लिक न्यूज़ आसनसोल, :– पश्चिम बंगाल आसनसोल के चांदा मोड़ स्थित दिल्ली और कोलकाता को जोड़ने वाली राष्ट्रीय राज्य मार्ग के चौ माथा मोड़ पर एक दिल दहला देने वाली सड़क हादसे की घटना सामने आई है, जिस सड़क हादसे की घटना वहाँ लगे एक सिसिटीवी कैमरे मे कैद हो गई है, जिस कैमरे का विडिओ भी सोसल मिडिया पर जमकर वायरल हो रहा है, जिस विडिओ को देख हर किसी का दिल दहल जा रहा है, सड़क हादसे की वायरल वीडियो मे यह साफ देखा जा सकता है की चांदा मोड़ पर एक ट्रक और एक बस ट्रेफिक सिगनल पर खड़े होते हैं, ठीक उनके बिच मे एक बाईक सवार है, बाईक सवार एक काले रंग का हेलमेट भी पहना हुआ है, जैसे ही ट्रेफिक सिगनल खुलती है, ट्रक से अहले बस खुल जाती है और तेजी से आगे बढ़ने के क्रम मे बाईक स्वार को भी अपने साथ कुछ इस कदर घसीटते हुए ले जाती है की बाईक सवार बस के आगे वाले चक्के मे फंस जाता है और उसका सर बस के चक्के से बुरी तरह कुचल भी जाता है, घटना के बाद इलाके के सैकड़ों लोगों ने सड़क जाम कर बस चालक के ऊपर लापरवाही का आरोप लगाकर मृतक के परिजनों को मुवावजा दिलाने की मांग कर घंटों जमकर प्रदर्शन किया है, घटना की खबर सुन मौके पर भारी संख्या मे पुलिस बल की तैनाती कर दि गई है साथ ही प्रदर्शन कारीयों को सड़क खाली करने की अपील की जा रही है।

  • পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ে তাড়া করার অভিযোগ / ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যুতে দূর্গাপুরে ধুন্ধুমার, ক্যাম্প ভাঙচুর

    পুলিশের বিরুদ্ধে তোলা আদায়ে তাড়া করার অভিযোগ / ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মহিলার মৃত্যুতে দূর্গাপুরে ধুন্ধুমার, ক্যাম্প ভাঙচুর

    পাবলিক নিউজঃ আসানসোল:– ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে ঘিরে শনিবার ধুন্ধুমার কান্ড ঘটলো ইস্পাত নগরী দূর্গাপুরে। ঘটনাটি ঘটে দুর্গাপুরের মেনগেট এলাকার নিউ স্টিল পার্ক মোড়ের সামনে। ঘটনার পরে এলাকায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। এলাকায় থাকা পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প ভাঙচুর চালানো হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি, ইট বোঝাই টাক্টর চালকের কাছে তোলা আদায়ের জন্য পুলিশ গাড়িটি ধাওয়া করেছিলো। আর সেই কারণেই ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয় বেশ কয়েক ঘন্টার চেষ্টায়। মৃত মহিলার নাম রনেত পরভিন (২৫)। মোটরবাইক চালক স্বামী ও শিশু সন্তানকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ।
    জানা গেছে, শেখ সাবির নামে এক ব্যক্তি তার স্ত্রী রনেত পরভীন ও সন্তানকে সঙ্গে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। তিনি দূর্গাপুর থানার মেনগেট এলাকার নিউ স্টিল রোডে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। তখন পুলিশের তাড়া খাওয়া ট্র্যাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের উপর উল্টে যায়। তাতে তিনজনই গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রনেত পরভীনকে মৃত ঘোষণা করেন।
    শেখ সাবির এবং তার শিশু সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়।

    ঘটনার পর এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন। তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন । একইসঙ্গে তারা সেখানে থাকা পুলিশের অস্থায়ী ক্যাম্প ভাঙচুর করেন। গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দূর্গাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে, পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠে। পুলিশের সঙ্গে এলাকার বাসিন্দাদের সংঘর্ষ বেঁধে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

    ঘটনার এক প্রত্যক্ষদর্শী শেখ রশিদ বলেন, পুলিশ এই রাস্তায় নজরদারির নামে দিন-রাত তোলা আদায় করছে। এদিন পুলিশের তাড়া খাওয়ার কারণেই ট্র্যাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। আর তাতে একজন মহিলার মৃত্যু হয়েছে। পরে ঘটনাস্থলে দুর্গাপুর থানা থেকে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়।

    পুলিশ জানায়, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ অবশ্য ঐ ট্রাক্টরকে তাড়া করার অভিযোগ অস্বীকার করেছে।

  • আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর।

    আসানসোলে ১৯ নং জাতীয় সড়কে উলটানো চারচাকা গাড়ি, অল্পের জন্যে রক্ষা চালক ও যাত্রীর।

    পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোলে ১৯ নং জাতীয় সড়কের শীতলা এলাকায় একটি পথ দুর্ঘটনায় একটি চারচাকা গাড়ি উল্টে যায়। শনিবার দুপুরে হওয়া এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দূর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্যে রক্ষা পান গাড়ির চালক ও যাত্রী। তারা কেউই আহত হননি। খবর পেয়ে আসানসোল উত্তর থানার ট্রাফিক গার্ড পুলিশ ঘটনাস্থলে আসে।
    এই ব্যাপারে গাড়ির মালিক মহঃ আজহার বলেন, জামুরিয়া থেকে আসানসোলের আড্ডা এলাকায় বাড়িতে যাচ্ছিলাম। গাড়িতে আমার সাথে ছোট ভাই ছিলো। আমার গাড়ির সামনে একটি টাটাসুমো গাড়ি যাচ্ছিলো। আসানসোলের ১৯ নং জাতীয় সড়কে শীতলা এলাকায় ঐ টাটাসুমোর সামনে একটা গরু চলে আসে। সেই গরুটিকে বাঁচানোর চেষ্টায় টাটা সুমোর চালক তার গাড়িটি বাঁ দিকে বাঁক নেয়। তখন টাটা সুমোর সঙ্গে আমার গাড়ির ধাক্কা লাগে। তাতে আমার গাড়ি উল্টে যায়। তিনি এও জানান, এই ঘটনায় তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও তার ভাই নিরাপদ আছেন। তাদের কোন কিছু হয়নি।
    পরে পুলিশের উপস্থিতিতে ক্রেন দিয়ে গাড়িটি সরানো হয়।

  • राष्ट्रीय राजमार्ग 19 पर शीतला इलाके में एक सड़क दुर्घटना में एक कार पलट गई जिसमें कार को तो नुकसान पहुंचा

    राष्ट्रीय राजमार्ग 19 पर शीतला इलाके में एक सड़क दुर्घटना में एक कार पलट गई जिसमें कार को तो नुकसान पहुंचा

    पब्लिक न्यूज आसनसोल :– आज राष्ट्रीय राजमार्ग 19 पर शीतला इलाके में एक सड़क दुर्घटना में एक कार पलट गई जिसमें कार को तो नुकसान पहुंचा लेकिन सौभाग्य से कार चालक और कार सवार को चोट नहीं आई इस बारे में कार के मलिक मोहम्मद अजहर ने कहा कि वह जमुरिया से एडीडीए की तरफ अपने घर जा रहे थे गाड़ी में उनके साथ उनके छोटे भाई थे उन्होंने बताया कि उनकी गाड़ी के सामने एक टाटा सुमो जा रही थी अचानक टाटा सुमो के सामने एक गाय आ गई गाय को बचाने की कोशिश में टाटा सुमो के चालक ने अपनी गाड़ी को बाएं तरफ मोड़ा जिससे टाटा सुमो उनकी गाड़ी से टकरा गई और उनकी गाड़ी पलट गई उन्होंने कहा कि घटना में उनकी गाड़ी को नुकसान पहुंचा लेकिन वह और उनके भाई सुरक्षित हैं।