Tag: CPIM

  • সালানপুর বিডিও অফিসে সারা ভারত কৃষক সভার গণ অবস্থান / মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ

    সালানপুর বিডিও অফিসে সারা ভারত কৃষক সভার গণ অবস্থান / মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষোভ

    পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলে সালানপুর ব্লকের বিডিও অফিসে মঙ্গলবার সারা ভারত কৃষক সভার সালানপুর ব্লক কমিটির পক্ষ থেকে গণ অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে ১৩ দফা দাবির সমর্থনে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এই বিক্ষোভ সিপিএমের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এই সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। তারা ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি, নিজেদের দাবির সমর্থনে আওয়াজ তোলেন।

    এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, গরীব ও দুঃস্থ মানুষের সমস্যা সরকারের কানে পৌঁছে দেওয়ার জন্য বামপন্থী সংগঠনগুলি সমগ্র রাজ্যের বিভিন্ন সরকারি অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করছে। তিনি বলেন, গরীব মানুষরা সরকারি প্রকল্পের সুবিধা পান না। তারা সরকারি অফিসে যাতায়াত করতে থাকেন। কিন্তু তারা কোনও সুবিধা পান না। এই সমস্ত সমস্যা নিয়ে সমগ্র রাজ্যের বামপন্থী সংগঠনগুলি এই বিক্ষোভ প্রদর্শন করছে। এরপরের যদি সরকারের হুঁশ না ফেরে, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে।

    এই প্রসঙ্গে সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন, এদিন আমার কাছে সারা ভারত কৃষক সভার তরফে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ১৩ দফা দাবির সমর্থনে এই স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাদের দাবির এমন অনেক কিছু রয়েছে যার কাজ শুরু হয়েছে। অনেক রাস্তার জরাজীর্ণ অবস্থা নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তার অনেক রাস্তার মেরামতের কাজ শুরু হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে কাজ বন্ধ রয়েছে। দুর্গাপূজার পরে সেই কাজও সম্পন্ন হবে। এ ছাড়াও, তাদের দাবির মধ্যে রয়েছে রেশনের সমস্যা। তিনি বলেন, রেশন সামগ্রীর মান উন্নত করা হয়েছে । আর যে সব দাবির কথা বলা হয়েছে তা খতিয়ে দেখা হবে ও আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

  • ৬ দফা দাবি / আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি ডিওয়াইএফআইয়ের আসানসোল,

    ৬ দফা দাবি / আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি ডিওয়াইএফআইয়ের আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:- ৬ দফা দাবিতে ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন বা ডিওয়াইএফআইয়ের আসানসোল ১ নং লোকাল কমিটির তরফে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাসকে একটি স্মারক লিপি দেওয়া হয়। সুপারকে স্মারক লিপি দেওয়ার আগে ডিওয়াইএফআইয়ের কর্মী ও সমর্থকেরা দাবির সমর্থনে হাসপাতাল গেটে বিক্ষোভ দেখান। ছিলেন ডিওয়াইএফআইয়ের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি ভিক্টর আচার্য, অতনু মুখোপাধ্যায়, বিনোদ রজক, চন্দ্রনাথ রায়, কৃষ্ণেন্দু রায়, রাহুল রায়, নাসিম আখতার ও ঝুমা রায়।


    এই প্রসঙ্গে জেলা সভাপতি বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, আসানসোল ১ নং লোকাল কমিটি থেকে এর আগে একাধিক দাবি নিয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপারকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। কিন্তু কোন সদর্থক উত্তর ও ভূমিকা আমরা পাইনি। তাই এদিন আবার স্মারক লিপি দেওয়া হয়েছে।
    দাবির মধ্যে রয়েছে, (১) দ্রুত হাসপাতালের সামনের রাস্তায় হওয়া যানজট মুক্ত করতে হবে। পাশাপাশি, যানজট মুক্ত করার নামে কদিন ধরে শুরু হওয়া পুলিশি হয়রানি বন্ধ হোক। (২) ইমারজেন্সি থেকে ওয়ার্ডে রুগী নিয়ে যাওয়া, সহ রোগী পরিষেবাকে সামনে রেখে অন্যান্য ব্যবস্থায় চরম গাফিলতি রয়েছে। এইসব কিছু অবিলম্বে দুর করতে হবে। (৩) এমআরআই ও স্ক্যান ব্যবস্থা অবিলম্বে জেলা হাসপাতালে চালু করতে হবে। (৪) এমারজেন্সি বিভাগে অবিলম্বে অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থা করতে হবে। বিশেষ করে হার্ট, কিডনি, নিউরো বিভাগ চালু করতে হবে। (৫) ওপিডি বা আউটডোর বিভাগকে অভিজ্ঞ ডাক্তার দিয়ে চালানোর ব্যবস্থা করতে হবে। (৬) রোগী পরিবারের লোকজনের থাকার সুবন্দোবস্তু বা বিকল্প ব্যবস্থার সুযোগ রাখতে হবে।
    জেলা সভাপতি আরো বলেন যে, আমরা আশা করি এবার এইসব দাবিগুলো নিয়ে হাসপাতাল কতৃপক্ষ সদর্থক ভূমিকা পালন করবে।
    ডিওয়াইএফআইয়ের স্মারকলিপি দেওয়া প্রসঙ্গে সুপার বলেন, হাসপাতালে আরো ভালো পরিসেবা দেওয়ার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর হাসপাতালের গেট ও রাস্তায় যানজট সমস্যা সমাধানে ইতিমধ্যেই পুলিশ, জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের তরফে পদক্ষেপ নেওয়া হয়েছে।

  • ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    ১০ দফা দাবিতে স্মারকলিপি / সালানপুরে তিন বাম সংগঠনের ডাকে বিক্ষোভ মিছিল, বিডিও অফিস অভিযান……………….সালানপুর, ১৭ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের সালানপুর থানার ডাবর মোড় থেকে তিনটি বামপন্থী সংগঠন সিটু, এআইকেএস ও এআইএডব্লুইউের সালানপুর ব্লক কমিটির ডাকে একটি প্রতিবাদ মিছিল হয়। ” বিডিও অফিস চলো ” ডাক দেওয়া সেই মিছিল সালানপুর বিডিও অফিসে গিয়ে শেষ হয়। পরে তিন বাম সংগঠনের পাশাপাশি বামেদের যুব, কৃষক, মহিলা সহ অন্য সংগঠনের নেতা, নেত্রী ও কর্মীরা ছিলেন। সবশেষে ১০ দফা দাবির একটি স্মারক লিপি দেওয়া হয় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসকে ।

    দাবি গুলির মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকের নামের তালিকা বেনিয়মে অভিযোগ উঠেছে। তার তদন্ত করে বেআইনি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আদিবাসী সহ যে সমস্ত গরীব মানুষদের নাম তালিকায় নেই তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।সালানপুর ব্লক এলাকায় বেআইনি ভাবে পাট্টা দেওয়া বন্ধ করতে হবে। হিন্দুস্তান কেবলসের দখল হওয়া জমি দখল মুক্ত করতে হবে। ১০০ দিনের কাজ দ্রুত চালু করতে হবে।১০০ দিনের কাজকে ২০০ দিন ও মজুরি ৬০০টাকা করতে হবে। সালানপুর ব্লকে আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে হবে। চুরি ছিনতাইের মতো অপরাধ বন্ধ করতে পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন রাস্তায় যানজট মুক্ত ও ট্রাফিক ব্যবস্থা চালু করতে হবে। বয়স্কদের বন্ধ হয়ে যাওয়া পেনশন চালু করতে হবে। সালানপুর ব্লকের বন্ধ কারখানা গুলি খোলার উদ্যোগ নিতে হবে। বন্ধ কারখানায় জমিতে নতুন শিল্প গড়তে হবে। এলাকার বেকার যুবকদের এলাকাতেই কর্মস্থানের ব্যবস্থা করতে হবে।

    এই প্রসঙ্গে সিপিএম নেত্রী শিপ্রা মুখোপাধ্যায় বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতি ও এলাকার সাধারণ মানুষদের সমস্যা গুলি নিয়ে এদিন বিডিও অফিস চলো অভিযান করা হয়েছে। এর পাশাপাশি ১০ দফা দাবির একটি স্মারক লিপি বিডিওকে দেওয়া হয়েছে।

  • 2016 के एसएससी पैनल को सुप्रीम कोर्ट द्वारा हाल हीमें खारिज कर दिया गया था इसे लेकर शिक्षकों द्वारा लगातार  प्रदर्शन किया जा रहा है।

    2016 के एसएससी पैनल को सुप्रीम कोर्ट द्वारा हाल हीमें खारिज कर दिया गया था इसे लेकर शिक्षकों द्वारा लगातार  प्रदर्शन किया जा रहा है।

    पब्लिक न्यूज आसनसोल :–2016 के एसएससी पैनल को सुप्रीम कोर्ट द्वारा हाल हीमें खारिज कर दिया गया था इसे लेकर शिक्षकों द्वारा लगातार  प्रदर्शन किया जा रहा है। कल कस्बा में जब योग्य शिक्षक डीआई कार्यालय मैं ज्ञापन सौंपने गए थे तब उन पर पुलिस द्वारालाठीचार्ज किया गया था इन सब मुद्दों को लेकर आज नियामतपुर बाजार इलाके में मार्क्सवादी कम्युनिस्ट पार्टी कुल्टी एरिया कमेटी की तरफ से विरोध सभा का आयोजन किया गया इस मौके पर यहां कई वामपंथी नेता और कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर वामपंथी नेता देवानंद प्रसाद ने कहा कि वर्तमान राज्य सरकार बिना भ्रष्टाचार के कोई काम नहीं कर पाती है इनके कार्यकाल में सिर्फ एक बार 2016 में एसएससी के जरिए नियुक्ति हुई थी लेकिन उसमें भी इतनी गड़बड़ियां पाई गई की अदालतों को सरकार को बताना पड़ा कि जो योग्य है और जो अयोग्य हैं उनको अलग-अलग किया जाए लेकिन ना तो एसएससी न राज्य सरकार और ना ही शिक्षा विभाग यह कर पाया जिस वजह से पूरा का पूरा पैनल खारिज करना पड़ा उन्होंने कहा कि वर्तमान सरकार के खिलाफ लोगों में काफी गुस्सा है और ऐसे भी आशंका है कि आम जनता अपने हाथ में कानून न उठा ले उन्होंने कहा कि राज्य सरकार योग्य शिक्षकों के नाम की सूची जारी कर दे बाकी मार्क्सवादी कम्युनिस्ट पार्टी अदालत में मामला देख लेगी

  • ভোটার তালিকার কাজে শাসক দলের জেলা স্তরে বিএলএ নিয়োগ / পশ্চিম বর্ধমানের দায়িত্বে ভি শিবদাসন…………. আসানসোল, ১০

    ভোটার তালিকার কাজে শাসক দলের জেলা স্তরে বিএলএ নিয়োগ / পশ্চিম বর্ধমানের দায়িত্বে ভি শিবদাসন…………. আসানসোল, ১০

    পাবলিক নিউজ আসানসোল :– এপ্রিলঃ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় ভোটার তালিকার কাজের জন্য দায়িত্ব বণ্টন করলো। তাদের বলা হচ্ছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ-১। পশ্চিম বর্ধমান জেলাও তার মধ্যে রয়েছে।
    রাজ্যে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকা সংক্রান্ত কাজে গতি আনতে প্রতিটি জেলায় নেতৃত্বের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছে। তাতে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব দেওয়া হয়েছে দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসুকে। তাকে পশ্চিম বর্ধমানের জেলা স্তরের বুথ লেভেল এজেন্ট (বিএলএ-১) হিসেবে নিযুক্ত করা হয়েছে।
    রাজ্যের অন্যান্য জেলায় স্থানীয় বিধায়ক ও মন্ত্রীদের এই দায়িত্ব দেওয়া হলেও, পশ্চিম বর্ধমানে দল একজন সিনিয়র নেতার উপর ভরসা রেখেছে বলে মনে করা হচ্ছে।
    এই নিয়োগ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে ভি শিবদাসন দাসু বলেন, আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাই যে তারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলার বিএলএ-১ হিসেবে নিযুক্ত করেছেন।
    তিনি আরও বলেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসুন, আমরা সবাই একসঙ্গে মাঠে নেমে দলকে আরও শক্তিশালী করি। এই নিয়োগের মাধ্যমে তৃণমূল কংগ্রেস তৃণমূল স্তরে তাদের সাংগঠনিক শক্তিকে আরও মজবুত করার দিকে আরেকটি পদক্ষেপ নিয়েছে। আগামী নির্বাচনের কথা মাথায় রেখে দলের এই উদ্যোগকে সংগঠনকে আরও শক্তিশালী করার কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে বলে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত।

  • এসএসসির নিয়োগ বাতিল ও শিক্ষকদের লাঠিচার্জের প্রতিবাদ / কুলটিতে সিপিএমের সভা…………… , কুলটি, ১০ এপ্রিলঃ

    এসএসসির নিয়োগ বাতিল ও শিক্ষকদের লাঠিচার্জের প্রতিবাদ / কুলটিতে সিপিএমের সভা…………… , কুলটি, ১০ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:- ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির প্যানেল থেকে হওয়া নিয়োগ সম্প্রতি সুপ্রিম কোর্ট বাতিল করেছে। এই নির্দেশের পরে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষা কর্মী। এরপর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন স্তরে ক্রমাগত প্রতিবাদ চলছে। তারই মধ্যে বুধবার সকালে যখন যোগ্য শিক্ষকরা কসবায় ডিআই অফিসে স্মারকলিপি জমা দিতে যান, তখন পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।
    এর প্রতিবাদে বৃহস্পতিবার মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বা সিপিএমের কুলটি এরিয়া কমিটির পক্ষ থেকে নিয়ামতপুর বাজার এলাকায় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় অনেক বামপন্থী নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।
    এই প্রসঙ্গে সিপিএমের নেতা দেবানন্দ প্রসাদ বলেন, বর্তমান রাজ্য সরকার দুর্নীতি ছাড়া কোনও কাজই করতে পারছে না। তাদের আমলে ২০১৬ সালে মাত্র একবার এসএসসির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিলো । কিন্তু তাতেও এত অনিয়ম পাওয়া গিয়েছিল যে আদালতকে সরকারকে বলতে হয়েছিল যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদের আলাদা করতে। কিন্তু এসএসসি, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর কেউই তা করতে পারেনি । যে কারণে পুরো প্যানেলটিকে বাতিল করতে হয়েছে সুপ্রিম কোর্টকে। তিনি আরো বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। সাধারণ মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে বলেও আশঙ্কা রয়েছে। তিনি বলেন, রাজ্য সরকারের উচিত যোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করা। সিপিএম বাকিটা আদালতে বিষয়টি দেখবে।

  • নিয়োগে সুপ্রিম রায় / পশ্চিম বর্ধমানে চাকরি খোয়ালেন পাঁচ শতাধিক শিক্ষক ও অ-শিক্ষক কর্মী / চরম দুর্ভোগে একাধিক স্কুল……….. আসানসোল, এপ্রিলঃ

    নিয়োগে সুপ্রিম রায় / পশ্চিম বর্ধমানে চাকরি খোয়ালেন পাঁচ শতাধিক শিক্ষক ও অ-শিক্ষক কর্মী / চরম দুর্ভোগে একাধিক স্কুল……….. আসানসোল, এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম রায়। ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি খোয়ালেন প্রায় ২৬ হাজার জন। শিক্ষক ও শিক্ষিকাদের পাশাপাশি এই বাতিলের কোপে পড়েছেন অশিক্ষক কর্মী বা নন- টিচিং স্টাফ।
    বাংলার অন্য সব জেলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার একাধিক স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা আছেন। রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের শিক্ষা সেল, জেলা শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চাকরি যাওয়ার সংখ্যাটা কমবেশি ৫১৭ জন।
    পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া , বারাবনি বিধানসভার সালানপুর, বারাবনি ও রেল শহর চিত্তরঞ্জনের বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের নাম এই তালিকায় আছে।
    তবে, বাতিলের তালিকায় পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বাসন্তীদেবী বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম সবার উপরে আছে বলে এখনো পর্যন্ত জানা গেছে। এই স্কুলের ২৭ জন শিক্ষক ও শিক্ষিকার মধ্যে ১২ জনের চাকরি গেছে। তার মধ্যে হিন্দি, বাংলা, ভৌত বিজ্ঞান ও জীবন বিঞ্জানের মতো বিষয় আছে। স্বাভাবিক ভাবেই মাথায় হাত স্কুল কতৃপক্ষে। এই স্কুলের পড়ুয়াদের সংখ্যা ১৪২৯ জন। এই স্কুলের প্রধান শিক্ষিকা শ্রুতি গাঙ্গুলি বলেন, বুঝতে পারছি না কি করবো? ২৭ জনের মধ্যে যদি ১২ জন না থাকেন, তাহলে স্কুল চালাবো কি করে? এতো পড়ুয়া সংখ্যা। ঐ শিক্ষকদের জন্য খুবই খারাপ লাগছে। তিনি আরো বলেন, এই ১২ জনকে দেখে সত্যি আমাদের কারোরই মনে হয়নি, এরা অযোগ্য? সবাই সুন্দর ভাবে পড়াশোনা করান। কারোর নামে কোন অভিযোগ নেই। কেউ কেউ আবার নোডাল শিক্ষক হিসেবে কাজ করেন। বারাবনির গৌরান্ডি আর কে এস ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের ৪ জন,
    সালানপুর ব্লকের কস্তুরবা গান্ধী হিন্দি মিডিয়াম স্কুলের ১ জন, চিত্তরঞ্জন বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ২ জন শিক্ষকের নাম বাতিলের তালিকায় আছে বলে জানা গেছে।
    আসানসোল শহরের এসবি গরাই রোডের চেলিডাঙ্গা হাইস্কুলের দুজন শিক্ষক ও শিক্ষিকা ও এক অশিক্ষক কর্মীর নাম এই তালিকায় আছে। এদিন এই তিনজনই স্কুলে গরহাজির ছিলেন। এই স্কুলের টিচার ইনচার্জ পূর্ণচন্দ্র ঘোষ বলেন, স্কুল শিক্ষা দপ্তর ও জেলা প্রশাসন থেকে কিছু জানানো হয়নি। আমার স্কুলের তিনজন ছিলেন। একজন শিক্ষক তো একটা বিষয়ের ছিলেন। কি করবো বুঝতে পারছি না।
    আসানসোল শহরের উমারানি গড়াই মহিলা কল্যান হাইস্কুলের দুই শিক্ষিকা ও একজন অশিক্ষক কর্মীর নাম এই তালিকায় আছে।
    স্বাভাবিক ভাবেই চাকরি হারিয়ে ভেঙ্গে পড়েছেন শিক্ষক ও শিক্ষিকারা। চাকরি হারানো গৌরান্ডি আর কে এস ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা
    অনামিকা চাকি বলেন, আমাদের ভুলটা কোথায় ছিল? সমস্ত কিছু যাচাই করে তবেই চাকরীতে আমাদের নিয়োগ করা হয়েছিল। আমাদের যে চাকরি চলে গেল এবার আমরা কি করবো?
    এই স্কুলেরই প্রধান শিক্ষক ডঃ তুষার বন্দোপাধ্যায় বলেন, মহামান্য উচ্চ আদালতের রায় নিয়ে আমি কিছু বলছি না। তবে আমার স্কুলের উপরে অনেকটা চাপ পড়ল। যেখানে ২৬০০ এর বেশি ছাত্র ছাত্রী রয়েছে, আর শিক্ষক শিক্ষিকা ছিলেন ৩৯ জন। এর মধ্যে চারজন শিক্ষক ও শিক্ষিকা চলে গেলো। যার ফলে স্কুলের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষ করে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার একটা অভাব তৈরি হলো। অষ্টম পিরিয়ড পর্যন্ত ক্লাস চালানো অসম্ভব হয়ে পড়লো। এখন ইউনিট পরীক্ষা চলছে। এই পরীক্ষা চালানো অসম্ভব হয়ে দাঁড়ালো। তিনি আরো বলেন, পরীক্ষার খাতা দেখার শিক্ষক পাবো না । প্রশ্ন তৈরি করার টিচার পাবোনা। উচ্চ মাধ্যমিক স্তরে বায়োলজি নিউটিশন বিষয়ের থিয়োরি এবং প্রাকটিক্যাল ক্লাস করানো অসম্ভব হয়ে উঠবে। এমনিতেই ১৪ জন শিক্ষকের অভাব। তার ওপর আরো ৪ জন বাদ গেল। এখন সংখ্যাটা গিয়ে দাঁড়ালো মোট ১৮ জন। উচ্চ মাধ্যমিকের অনেকে খাতা দেখছেন। আমাদের মতো যারা এই হেড এক্সামিনার ছিলাম, তাদের খুব অসুবিধা হয়ে গেল। সর্বোপরি ছাত্রছাত্রীরা যাদেরকে এতদিন ধরে পেলো, তাদের ক্লাস করলো, আজ থেকে তারা আর নেই। এতো ছাত্র-ছাত্রীরা দারুণভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হলো।
    এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক ( শিক্ষা) সঞ্জয় পাল বলেন, এখনো পুরো তালিকা পাইনি। আশা করছি, তাড়াতাড়ি তা পাবো। তার পরেই কিছু বলতে পারবো।

  • ৯ দফা দাবিতে আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসে সিপিএমের বিক্ষোভ / চেয়ারম্যানকে স্মারকলিপি

    ৯ দফা দাবিতে আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসে সিপিএমের বিক্ষোভ / চেয়ারম্যানকে স্মারকলিপি

    পাবলিক নিউজ আসানসোল:– আসানসোলের রেলপারে আসানসোল পুরনিগমের ৩ নং বোরো অফিসে শুক্রবার সিপিএমের আসানসোল ৩ নং এরিয়া কমিটির পক্ষ থেকে ৯ দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পরে ৯ দাবির একটি স্মারকলিপি জমা দেওয়া হয় বোরো চেয়ারম্যান উৎপল সিনহার হাতে। ছিলেন ৩ নং এরিয়া কমিটির সম্পাদক অরুণ পান্ডে, সুকান্ত বন্দোপাধ্যায় , কাউসার হোসেন, উত্তম মন্ডল, মহঃ সালাউদ্দিন, লাড্ডু বক্সী, পারিজাত বোস।
    সিপিএমের সম্পাদক বলেন, এদিন সিপিএমের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান দাবিগুলি ছিল রেলপার এলাকায় পানীয়জলের সমস্যা সমাধান, আবাস প্রকল্পের আওতায় মানুষকে ঘর দেওয়া এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা। বোরো চেয়ারম্যান উৎপল সিনহার সাথে এই দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব এগুলোর সমাধানের দাবি জানানো হয়েছে।
    এ প্রসঙ্গে উৎপল সিনহা বলেন, এদিন সিপিএমের পক্ষ থেকে কিছু দাবি নিয়ে তার সাথে দেখা করেছে। রেলপার এলাকার জল সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বোরো নং ৩ অফিসে তিনটি ট্যাঙ্ক তৈরি করা হচ্ছে। এই ট্যাঙ্কগুলি তৈরি হয়ে গেলে, জলের সমস্যা অনেকাংশে সমাধান হয়ে যাবে। আবাসন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, বিএসইউপি প্রকল্পের আওতায় এখন পর্যন্ত আমার এলাকার ৯০০ জনকে আবাসন প্রদান করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে তিনি বলেন, নির্মল সাথীর কর্মীরা ঘরে ঘরে আবর্জনা সংগ্রহ করছেন। নিরাপদ স্থানে তা রাখা হচ্ছে যাতে এলাকায় কোনও ময়লা না থাকে। এটি একটি নতুন প্রকল্প। তার বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তবে কাজ চলছে। তিনি বলেন, অন্যান্য এলাকার মতো, আসানসোল পুরনিগমের বোরো নম্বর ৩ এলাকায় উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

  • यूनाइटेड फोरम ऑफ़ बैंक यूनियन की तरफ से एक विरोध सभा का आयोजन किया गया आसनसोल के बीएनआर इलाके में इस विरोध सभा का आयोजन किया गया

    यूनाइटेड फोरम ऑफ़ बैंक यूनियन की तरफ से एक विरोध सभा का आयोजन किया गया आसनसोल के बीएनआर इलाके में इस विरोध सभा का आयोजन किया गया

    पब्लिक न्यूज आसनसोल:– यूनाइटेड फोरम ऑफ़ बैंक यूनियन की तरफ से एक विरोध सभा का आयोजन किया गया आसनसोल के बीएनआर इलाके में इस विरोध सभा का आयोजन किया गया। यहां बैंकों के विभिन्न कर्मचारी ने केंद्र सरकार द्वारा जिस तरह से बैंक के निजीकरण की कोशिश की जा रही है उसका विरोध किया उन्होंने कहा कि 90 के दशक में जब पहली बार भारत में बैंकों के निजीकरण की बात शुरू हुई थी तब से उनके संगठन की तरफ से लगातार इसका विरोध किया जा रहा है उन्होंने कहा कि 24 तथा 25 मार्च को पूरे भारत में सभी बैंक बंद रहेंगे और निजीकरण का विरोध किया जाएगा

  • 20 अप्रैल को कोलकाता के ब्रिगेड परेड मैदान में चार वामपंथी श्रमिक संगठनों की तरफ से 8 सूत्री मांगों के समर्थन में व्यापक समावेश किया

    20 अप्रैल को कोलकाता के ब्रिगेड परेड मैदान में चार वामपंथी श्रमिक संगठनों की तरफ से 8 सूत्री मांगों के समर्थन में व्यापक समावेश किया

    पब्लिक न्यूज आसनसोल :–20 अप्रैल को कोलकाता के ब्रिगेड परेड मैदान में चार वामपंथी श्रमिक संगठनों की तरफ से 8 सूत्री मांगों के समर्थन में व्यापक समावेश किया जाएगा इसे लेकर आज प्रस्तुति के तौर पर रविंद्र भवन में एक सभा का आयोजन किया गया इस सभा का आयोजन वामपंथी श्रमिक संगठन सीटु कृषक सभा बस्ती फेडरेशन और खेत मजदूर यूनियन की तरफ से किया गया था इस सभा के दौरान 20 अप्रैल को ब्रिगेड परेड मैदान में जो विशाल समावेश किया जाएगा उसकी प्रस्तुति के तौर पर वक्ताओं ने अपनी बातें रखी आपको बता दें कि 20 अप्रैल को ब्रिगेड परेड मैदान में वामपंथी श्रमिक संगठनों द्वारा 8 सूत्री मांगों के समर्थन में विशाल समावेश का आयोजन किया जाएगा इसमें निजीकरण का विरोध महिलाओं की सुरक्षा सुनिश्चित करना नशे के बढ़ते कारोबार पर रोक लगाना कोयला बालू सहित विभिन्न अवैध गतिविधियों पर रोक लगाना महिला तस्करी को रोकने जैसी मांगों के समर्थन में यह समावेश किया जाएगा आज रविंद्र भवन में वामपंथी नेताओं द्वारा उसे समावेश को लेकर अपनी बातें रखी गई इस मौके पर यहां वामपंथी नेता पार्थो मुखर्जी आसनसोल के पूर्व सांसद वंश गोपाल चौधरी गौरांग चटर्जी वीरेश मंडल गौतम चक्रवर्ती के अलावा बड़ी संख्या में वामपंथी कार्यकर्ता उपस्थित थे।