পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার জিটি রোডের বড় বাজারের মধ্যে আসানসোল মাছ বাজার পরিদর্শন করেন। পুর চেয়ারম্যানের সঙ্গে আসানসোল মাছ ব্যবসায়ী সমিতির মহঃ শাহজাদ, সংগঠনের অন্য সদস্য, আসানসোল পুরনিগমের ইঞ্জিনিয়ার, কর্মী ও বাজারের অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মাছের বাজার পরিদর্শন করার সময় বাজারের ব্যবসায়ী ও সেখানকার লোকজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
পরে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এদিন আমি মাছ বাজার পরিদর্শনে এসেছিলাম। এখানকার মানুষ ও ব্যবসায়ীদের সমস্যার কথা জানলাম। তিনি আরো বলেন, এখানে একটি ১০০ বছরের পুরনো ভবনের অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে যারা বাজারে আছেন বা যারা যাতায়াত করেন, তারাও বিপদে পড়তে পারেন। চেয়ারম্যান বলেন, গোটা বিষয়টি মাথায় রেখে খুব শিগগিরই এসব ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহঃ শাহজাদ এ সম্পর্কে বলেন, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোল পুরনিগমের একটি দল মাছের বাজার পরিদর্শন করেছে। তারা এখানকার মানুষদের সমস্যাগুলি খতিয়ে দেখেছেব। এখানে ড্রেনের সমস্যাও রয়েছে। যে কারণে জল নিকাশিতে সমস্যা হচ্ছে। অমরনাথ চট্টোপাধ্যায় আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান করা হবে।
পাবলিক নিউজঃ ডেস্ক:-আসানসোল পুরনিগমের ৯৪ নম্বর ওয়ার্ডের তালকুড়ি গ্রামে দীর্ঘ কয়েক বছর ধরে পানীয়জলের সমস্যা রয়েছে। বৃহস্পতিবার ঐ এলাকার বাসিন্দারা সেই পানীয়জলের সমস্যা নিয়ে কথা বলতে আসানসোল পুরনিগমে এসে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে দেখা করেন। ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি গ্রামের বাসিন্দারা বলেন, গত ৬/ ৭ বছর ধরে আমাদের এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে। এই ব্যাপারে আমরা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে বহুবার আবেদন করেছি ও পানীয়জলের সমস্যা সমাধানের কথা বলেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। তার আমরা এদিন আমরা পানীয়জলের সমস্যার সমাধান চেয়ে মেয়রের সঙ্গে দেখা করেছি।
মেয়র তাদের কথা শোনেন এবং যত দ্রুত সম্ভব তার সমাধানের চেষ্টা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ৯৪ নং ওয়ার্ডের তালকুড়ি এলাকায় পানীয়জল সরবরাহের জন্য নতুন পাইপলাইন বসানোর কাজ করা হবে।
পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :-দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রয়াত শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের আশুতোষ হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ পুর কর্মী।
অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় বলেন, এদিন একইসঙ্গে শিক্ষক দিবস ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন পালন করা হয়। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন মহান ব্যক্তি জন্ম নিয়েছেন, যা আমাদের জন্য গর্বের বিষয়। এই উপলক্ষে, আসানসোল পুরনিগমের তরফে বিবেকানন্দ হাসপাতালের সহযোগিতায় একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। মেয়র এদিন একইসঙ্গে শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানান। এই অনুষ্ঠানে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, এটা আমাদের দেশের জন্য গর্বের বিষয় যে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের মতো মহাপুরুষ ভারতে জন্মগ্রহণ করেছিলেন। ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডঃ জগদীশ চন্দ্র বসু ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়েরা এমন ছিলেন যারা আমাদের দেশ ও জাতিকে একটি নতুন দিকের দিশা দিয়েছিলেন।
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-আর জি কর হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও ধর্ষণ করে খুনের ঘটনার অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে গত ২৭ এ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেয়, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সেই অভিযানে যোগ দেন কাঁকসা বিডিও অফিসের গ্রুপ ডি কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঐদিন পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে তার উপর। পুলিশকে মারধর করার অভিযোগে গত ২৮ সে আগস্ট তাকে দুর্গাপুরের কালীগঞ্জ এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে হাওড়া জেলা পুলিশ। এরপর শুরু হয় তার বিচার।জেল থেকে ছাড়া পেয়ে গত মঙ্গলবার তিনি কাজে যোগ দিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে কাজের যোগ দেওয়ার পরই তাকে সাস্পেনশন লেটার ধরিয়ে দেওয়া হয়। শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তাকে সাসপেন্ড হতে হয়েছে। আজ সকালে তিনি কাজে যোগ দেওয়ার পরই তাকে কাঁকসার যুগ্ম বিডিও তার রুমে ডেকে পাঠিয়ে তার হাতে সাস্পেনশন লেটার ধরিয়ে দেন। তিনি জানান জেলা শাসকের নির্দেশে গত ২৮ তারিখ থেকে তাকে সাসপেন্ড করা হয়েছে।কারণ তিনি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।এই মর্মে তাকে সাসপেন্ড করা হয়েছে বলে জেলা শাসক দফতর থেকে তার কাছে লেটার দেওয়া হয়। তিনি বলেন বে আইনি সরকারের বে আইনি সাসপেন্ড এটা। তিনি আইনের পথে তার এই সাসপেনশনের প্রতিবাদে আইনি লড়াই চালাবেন। তিনি বলেন তারা সত্যের পথে আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনটাকে দমানোর জন্য নানান ভাবে কৌশল করে এই ধরনের চাপ সৃষ্টি করছে সরকার। যদিও তারা কোনভাবেই ভীত নন। তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না আরজিকরের ঘটনায় পরিবার বিচার পাচ্ছে।
পাবলিক নিউজঃ ডেস্ক:- আসানসোলের এসবি গরাই রোডের বিবেকানন্দ পল্লী এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই ক্যাম্পাসে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরে সংগঠনের সাথে যুক্ত সদস্য সহ অন্যান্যরা মিলে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের এই আয়োজন সম্ভব সংগঠনের কনভেনার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান নেই। আর গরমের সময় রক্তের একটা ঘাটতি থাকে। কিন্তু চাহিদা কম থাকেনা। তাই এইসব কিছু ভেবে এদিন পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন রক্ত দান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের তরফে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি পিএইচই আরসিএফএ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ, কনভেনার অসিত মল্লিক, সহসভাপতি সুব্রত রায়, সুনন্দ চক্রবর্তী, দিলীপ দাস, কানাই গাঙ্গুলি, চন্দন হাজরা, প্রবীর ধর। বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনারসের সহযোগিতায় রক্তদান শিবির ও আসানসোল পূর্ণদৃষ্টি আই অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।
আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবসে সাইবার এবং ডিডি দপ্তরের অভূতপূর্ব সাফল্য দূর্গাপুরের সিটি সেন্টার থেকে এক ভাড়া বাড়ীতে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি দপ্তরের আধিকারিকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানান গোপন সূত্রে খবর পেয়ে দূর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ীতে হানা দিয়ে ডিডি দপ্তরের আধিকারিকদের তাদের কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলাতে সন্দেহ হওয়াতে জানা যায় তারা একটা কল সেন্টার চালায় মূলত বিদেশি নাগরিকদের এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্বন্ধে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পেমেন্ট আদায় করতো যেহেতু বিদেশের ব্যাপার সে দেশের আইন বা ডিডি দপ্তরের পক্ষে প্রতারকদের খোঁজা মুশকিল। সাইবার ক্রাইম দপ্তর বাড়ী থেকে ১২ টা ল্যাপটপ, ১৩ টা মোবাইল, ৬ টা হেডফোন সহ ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল আদালতে পেশ করলে ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে আরো বিশদভাবে জানার জন্য। তবে ধৃতরা সবাই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে গৌরব বিশওয়াল, ইয়াসির আইযুব, মহঃ আজহারউদ্দীন, আবদুল হোসেন, নাসিফ ইসলাম, রাহুল বাহেদি, অঙ্কিত স, শেখ সাদ, মহঃ কাইয়েফ, আনন্দ সাউ, আয়ান আলি, আনন আফজল, শেখ সোয়াব আলি বলে জানান ডিসিপি।
पब्लिक न्यूज ब्यूरो /अमित कुमार गुप्ता आसनसोल, पश्चिम बंगाल आसनसोल संत मेरी गोरेटी स्कुल क्लास नाइन की छात्रा दिव्या कुमारी खरवार सोमवार दोपहर करीब 1:40 मिनट पर स्कुल की छुट्टी के समय अचानक से रहस्य मय ढंग से गायब हो गई, जों 28 घंटा बीत जाने के बाद भी नही मिली है, छात्रा की गायब होने के बाद से उसके माता पिता का रो -रोकर बुरा हाल है, छात्रा के रिश्तेदारों के साथ -साथ इलाके के लोग भी छात्रा को ढूंढने मे लगे हैं, साऊथ पुलिस फाड़ी भी छात्रा को ढूंढने के किये अपनी एड़ी चोटी एक कर चुकी है, छात्रा के पाँच सहेलियों मे से अबतक दो से पुलिस पूछताछ कर चुकी है, बाकि की तीन सहेलियों से अब भी पूछताछ होना बाकी है, छात्रा के पिता गणेश प्रशाद खरवार की अगर माने तो वह हर रोज दोपहर करीब 1:50 मिनट पर संत मेरी गोरेटी स्कुल अपनी बेटी को लेने जाते थे, सोमवार को भी वह अपनी टाइम पर पहुँचे थे, स्कुल से सभी लड़कियां निकल गई पर दिव्या को स्कुल गेट के बाहर नही देखकर वह परेशान हो गए, वह स्कुल के अंदर गए और स्कुल के सिक्षकों और प्रिंसपल से अपनी बेटी के बारे मे पूछताछ की, जहाँ उनको जो जवाब मिला उस जवाब को सुन उनके पैरों तले जमीन खिसक गई, स्कुल मे उनको पता चला की वह पिछले कई दिनों से स्कुल नही आई थी, पर वह सोमवार को स्कुल आई थी और उसने स्कुल नही आने के वजह के लिये एक पत्र भी लिखकर लाइ थी, जिस पत्र को वह जमा भी की और क्लास कर छुट्टी के समय स्कुल से बाहर भी निकली जिसका स्कुल मे लगे सिसिटीवी फुटेज मे प्रमाण भी है, ऐसे मे उनको स्कुल से यह भी पता चला की दिव्या के क्लास की तीन छात्राएं जो छात्राएं उसकी सहेली है, वह भी पिछले कई दिनों से स्कुल नही आई हैं, वह भी सोमवार को स्कुल गई और उन्होने भी स्कुल नही आने के वजह के लिये पत्र जमा कराया और सोमवार को स्कुल मे अपना क्लास कर वह छुट्टी के समय अपनी -अपनी घर चली गई, पर हैरानी की बात यह है की दिव्या के सभी सहेलियां स्कुल मे छुट्टी होने के बाद अपनी -अपनी घर तो चली गई पर दिव्या अपने घर नही पहुँची, जिसके बाद बेहद मायूसी के साथ दिव्या के पिता बिना दिव्या के लिये अपने घर पहुँचे, दिव्या की माँ ने अपने पति से पूछा दिव्या कहाँ है, इस सवाल के बाद दिव्या के पिता फफ़क़ -फफ़क़ कर रोने लगे, अपने पति को रोता देख पत्नी भी अपने पति के साथ फफ़क़ -फफ़क़ कर रोने लगी, जिसके बाद दिव्या के पिता ने अपनी पत्नी को बताया दिव्या नही मिली, दोनों पति पत्नी को रोता देख कल्याणपुर हउजिंग इलाके के रहने वाले लोग भारी संख्या मे इकठ्ठा हो गए और सभी लोग दिव्या की तलाश मे जुट गए, पर दिव्या कहीं नही मिली, जिसके बद उन्होंने घटना की जानकारी आसनसोल साऊथ पुलिस फाड़ी को दी, जिसके बाद पुलिस ने गुमसुदगी का मामला दर्ज कर दिव्या की तलाश शुरू कर दी हम बताते चलें की स्कुल मे एक बजकर चालीस मिनट पर छात्राओं की छुट्टी होती है, ऐसे मे कुछ छात्राएं स्कुल के बाहर अपने परिजनों का इंतजार करती हैं तो कुछ छात्राएं ऑटो या टोटो या फिर स्कुल भेन से अपने घर के लिये रवाना हो जाती हैं, 28 घंटा बीत जाने के बाद भी दिव्या जब नही मिली तो कल्याणपुर हउजिंग इलाके के लोग भारी संख्या मे आसनसोल साऊथ पुलिस फाड़ी पहुँच गए जहाँ उन्होने पुलिस फाड़ी के अधिकारी संजीव दे से बात की संजीव दे ने उनको आस्वासन दिया की वह उनकी बेटी की तलाश कर रहे हैं, साथ मे उनकी बेटी की सहेलियों से भी पूछताछ कर रहे हैं, जैसे ही कुछ पता चलता है वह उन्हें खबर देंगे
পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।সেই অবরোধ তুলতে গিয়ে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু করার আশ্বাস দিলেও আশ্বাস মত কাজ শুরু না হওয়ায় সোমবার ফের দুপুর ১২টা নাগাদ আন্দোলনে নামে স্থানীয়রা।তবে এবার রাজবাঁধে জাতীয় সড়কের দুই ধারে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি আজ সকলেও একটি টোটো যাত্রী নিয়ে রাজবাঁধ বাস স্টান্ডের কাছে পৌঁছাতেই সার্ভিস রোডের উপর সৃষ্টি হওয়া গর্তের উপর জল জমে থাকায় সেই গর্ত বুঝতে না পেরে যাতায়াত করতে গিয়ে জলের মধ্যেই টোটো উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী আহত হয়।তাই যতক্ষন না প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষন না সার্ভিস রোড মেরামতের মেরামতের কাজ শুরু করছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে স্থানীয়দের অবরোধের জেরে জাতীয় সড়কে আসানসোল ও কলকাতা গামী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
পাবলিক নিউজঃ ডেস্ক:-টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন।সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। এর পরই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআই কর্তারা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে? তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, নিজামে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
प्रकाश दास कुल्टी :–कुल्टी के बीजेपी नेता एवं समाजसेवी जिशान कुरैशी ने बताया कि कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था हुई जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई दुर्घटना घट सकती है बरसात में टूट टूट कर गिर रही 6 नंबर गेट स्थित मोहले के बीचों बीच है ये टंकी लेकिन पार्षद को लोग बोल रहे लेकिन उनको कोई फर्क नही पड़ रहा अगर कोई घटना घटा तो इसका जेमवार कोन होगा.? छोटे से स्थान में है टंकी जहा पे पीने का पानी वा बोरिंग है बच्चे भी नहाते है और महिला भी पानी भरने आती है नल पे नगर निगम रेप्रिंग नही करा सकती तो तोड़ के हटाएं लोगो का कहना है अगर कोई घटना घटी तो इसका जिमेदार कोन होगा लोगो का कहना है।