Tag: ADPC

  • কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।

    পাবলিক নিউজঃ ডেস্ক কাঁকসা:-কাঁকসার রাজবাঁধে বেহাল জাতীয় সড়ক মেরামতের দাবিতে রবিবার সার্ভিস রোড অবরোধ করেন স্থানীয়রা।সেই অবরোধ তুলতে গিয়ে প্রশাসন সোমবার সকাল ১০টা থেকে কাজ শুরু করার আশ্বাস দিলেও আশ্বাস মত কাজ শুরু না হওয়ায় সোমবার ফের দুপুর ১২টা নাগাদ আন্দোলনে নামে স্থানীয়রা।তবে এবার রাজবাঁধে জাতীয় সড়কের দুই ধারে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।স্থানীয়দের দাবি আজ সকলেও একটি টোটো যাত্রী নিয়ে রাজবাঁধ বাস স্টান্ডের কাছে পৌঁছাতেই সার্ভিস রোডের উপর সৃষ্টি হওয়া গর্তের উপর জল জমে থাকায় সেই গর্ত বুঝতে না পেরে যাতায়াত করতে গিয়ে জলের মধ্যেই টোটো উল্টে যায়।বেশ কয়েকজন যাত্রী আহত হয়।তাই যতক্ষন না প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ যতক্ষন না সার্ভিস রোড মেরামতের মেরামতের কাজ শুরু করছে ততক্ষণ তারা রাস্তা অবরোধ চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।অন্যদিকে স্থানীয়দের অবরোধের জেরে জাতীয় সড়কে আসানসোল ও কলকাতা গামী দুই দিকের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।

  • শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    শারীরিক নির্যাতন থেকে বাঁচতে মা বোনেরা জুডোক্যারাটে শিখতে আগ্রহী।

    আলোক চক্রবর্তী আসানসোল:-সম্প্রতি কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ২৪ দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত ধর্ষক অধরা বিচার পায় নি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বিচারের দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ধর্ণা চলছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতারা শাসকদলের উপর আঙুল তুলছেন তারা রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং তার পুলিশকে দোষারোপ করছেন তারা রাজ্যের মহিলাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। কলকাতার মহিলা চিকিৎসককে যেভাবে নিগৃহীত হতে হয়েছে তাতে স্পষ্ট আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তবে শুধু কলকাতার এই ঘটনা নয় বিভিন্ন জায়গায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে মায়েরা তাদের সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন সেটা পড়া হোক বা চাকরি। কলকাতার ঘটনাতে রাজ্যের মহিলারা শুধু নয় সারা দেশের সচেতন মহিলারা ন্যায় বিচারের জন্য রাজপথ গলিতে প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল বার করেছেন সাথে তারা নিজেরা ও তাদের সন্তানদের সুরক্ষার জন্য জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিচ্ছেন। বার্নপুরের এক খেলার মাঠে মা মেয়েকে একসাথে জুডো ক্যারাটে প্রশিক্ষণ নিতে দেখা গেল। বিচার দিতে যেখানে সরকার এবং পুলিশ প্রশাসন ব্যার্থ সেখানে নিজেদের সুরক্ষার ব্যাপারে নিজেদের চিন্তা করতে হবে সেইজন্য মায়েরা তাদের আদরের মেয়েকে পড়ার সাথে সাথে জুডো ও ক্যারাটে প্রশিক্ষণ নেবার উপদেশ দিচ্ছেন।

  • পুলিশ দিবসে উখড়া পুলিশ ফাঁড়িতে চক্ষু পরীক্ষা শিবির।

    পুলিশ দিবসে উখড়া পুলিশ ফাঁড়িতে চক্ষু পরীক্ষা শিবির।

    আলোক চক্রবর্তী আসানসোল:-১ লা সেপ্টেম্বর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উখড়া আউট পোস্টে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই শিবিরে পাণাগড় বাজার লায়ন্স ক্লাবের হাসপাতালের চিকিৎসক ডাঃ শুভাশিস জানা, ডাঃ এ কে বসু, ডাঃ দিলনসী পারবিন ৫০ জনকে চক্ষু পরীক্ষা করলেন। শিবিরে উপস্থিত সার্কেল ইন্সপেক্টর পিন্টু মুখার্জি জানান ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সরকার গঠন হবার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপন করা হয় এবং প্রত্যেক বছর ১ লা সেপ্টেম্বর পুলিশ দিবস পালন করতে নির্দেশ দিয়েছেন আজ এই স্থাপনা দিবস উপলক্ষে বিভিন্ন থানায় বিভিন্ন রকম অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক কাজ করা হচ্ছে। প্রতিষ্ঠা দিবসে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে কোন রুগীর চোখের অপারেশন করার প্রয়োজন হলে তা বিনামূল্যে করা হবে। এই শিবিরে উপস্থিত ছিলেন অন্ডাল থানার আধিকারিক তন্ময় রায়, উখড়া আউটপোস্টের আধিকারিক মইদুল হক এ এস আই নাজিবুল ইসলাম সহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।

  • ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    ট্রাফিক সচেতনতা বাড়াতে উখড়াতে যৌথ মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল:-অন্ডাল ট্রাফিক গার্ড পুলিশ দিবস এবং আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের স্থাপনা দিবস উপলক্ষে ট্রাফিক সচেতনতা বাড়াতে একটা মিছিল বার করা হয়। এই মিছিল উখড়া আদর্শ হিন্দি হাইস্কুল থেকে শুরু হয়ে বাজপেয়ী মোড় হয়ে পুনরায় হিন্দি হাইস্কুলে এসে শেষ হয়। এই মিছিলে হিন্দি হাইস্কুলের এন সি সি এবং স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করেছিল তাছাড়া উখড়া চেম্বর অফ কমার্স এবং এমিস সংস্থার বাচ্চারা অংশগ্রহণ করেছিল। মিছিলে হিন্দি হাইস্কুলের প্রধান অধ্যক্ষ প্রবীণ কুমার সিং, অন্ডাল ট্রাফিক আধিকারিক প্রবীর কুমার পাল, ট্রাফিক অফিসার এবং সিভিক ভলেন্টিয়ারদের সাথে উখড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু মুখার্জি এবং উখড়া চেম্বার অফ কমার্সের আধিকারিক সীতারাম বর্ণওয়াল অংশগ্রহণ করেছিল। হিন্দি হাইস্কুলের অধ্যক্ষ প্রবীণ কুমার সিং এবং ট্রাফিক আধিকারিক মিছিলের উদ্দেশ্য সম্বন্ধে জনগণকে অবগত করান। বর্তমানে জনগণ ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়ী চালাচ্ছেন তারা গাড়ীর সিট বেল্ট এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পড়ছেন না তাই জনগণকে গাড়ী চালানোর সময় অতি অবশ্যই হেলমেট এবং সিট বেল্ট লাগাতে হবে তাতে নিজের জীবনের সাথে অন্যর জীবন বাঁচতে পারে। পুলিশ সবসময় জনগণকে ভালো ও সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।

  • অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    অবৈধভাবে পাখী বিক্রি করার সময় নটা পাখি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিলেন পশু প্রেমী সংস্থা

    আলোক চক্রবর্তী আসানসোল :-১৯৭২ সালে কেন্দ্র সরকার বন্য প্রাণীদের নিয়ে একটা আইন প্রনয়ন করেছিলেন সে আইনে স্পষ্ট উল্লেখ আছে বন্য প্রাণীদের নিয়ে ব্যাবসা করা, বিক্রি করা যাবে না কিন্তু কিছু দুস্কৃতি বন্য প্রাণী আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বন্য প্রাণী, পাখিদের জঙ্গল থেকে এনে সেগুলো বিক্রি করছে। বন দপ্তরের কর্মী এবং পুলিশ প্রশাসনকে বোকা বানিয়ে দুস্কৃতিরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পশু পাখি বিক্রি করছে। সম্প্রতি হীরাপুর থানার আপার রোড এলাকায় পশু প্রেমী সংস্থার সানি সিং, জীবন দাস, অভিষেক সিংহ এক পশু পাখি দুস্কৃতিকে নটা টিয়া পাখি বিক্রি করার সময় হাতেনাতে ধরতে গেলে তাদের ধাক্কা মেরে খাঁচা ফেলে পালিয়ে যায়। পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তীকে খবরটা দিলে তিনি সানি সিংকে পাখি ভর্তি খাঁচা নিয়ে হীরাপুর থানায় অভিযোগ জানাবার জন্য এবং সাথে বন দপ্তরের আধিকারিককেও ঘটনার ব্যাপারে জানাতে বলা হয়। লিপিকা চক্রবর্তীর কথা মতো থানায় অভিযোগ জানিয়ে কালাঝড়িয়া রাস্তায় লিপিকা চক্রবর্তীর বাড়ীতে চলে যায় পাখি ভর্তি খাঁচা নিয়ে সেখানে বন দপ্তরের কর্মীদের এনে তাদের হাতে টিয়া পাখি ভর্তি খাঁচা তুলে দেওয়া হয়।

  • गोबिंदपुर में एक घर से बुजुर्ग महिला की पिटाई कर सोने की चेन लूट कर फरार आरोपी को पुलिस ने बिहार से गिरफ्तार किया

    गोबिंदपुर में एक घर से बुजुर्ग महिला की पिटाई कर सोने की चेन लूट कर फरार आरोपी को पुलिस ने बिहार से गिरफ्तार किया

    अमित कुमार गुप्ता आसनसोल:–आसनसोल उत्तर थाना के कन्यापुर पुलिस फाड़ी अंतर्गत गोबिंदपुर में एक घर से बुजुर्ग महिला की पिटाई कर सोने की चेन लूट कर फरार आरोपी को पुलिस ने बिहार की राजधानी पटना से गिरफ्तार कर आसनसोल के कन्यापुर पुलिस फाड़ी लायी। आरोपी को सोमवार आसनसोल अदालत में पेश किया जहां न्यायाधीश ने उसे 10दिनो के लिए पुलिस हिरासत में भेज दिया।मिली जानकारी के मुताबिक गोबिंदपुर में एक किराये की मकान में एक युवक रह रहा था। युवक ने अपना नाम नयन कुमार बताते हुए मकान मालिक अजय कुमार देबनाथ को जानकारी दी कि वह बिहार की राजधानी पटना के एक होटल में काम करता था।काम से हटाने के बाद वह आसनसोल में काम की तलाश में आया है।एक महीने पूरे
    होने पर मकान मालिक किराये की मांग करने लगे।वह आज शाम को दे देंगे तो कभी कल दे देंगे बोलकर टालमटोल कर रहा था। बीते 21अगस्त 2024की शाम जब मकान मालिक अजय कुमार देबनाथ की बुजुर्ग मां अपना किराये की मांग की तो वह आगबबूला हो गया।आरोप है कि उसने बुजुर्ग महिला की पिटाई कर उसकी गले की सोने की चेन लूट कर वहां से फरार हो गया। इसके बाद मकान मालिक की ओर से कन्यापुर पुलिस फाड़ी में लिखित शिकायत दर्ज कराई। इसके बाद पुलिस आरोपी की तलाश में जुट गई। जानकारी प्राप्त कर कन्यापुर पुलिस फाड़ी प्रभारी पार्थ प्रतीम चक्रवर्ती के नेतृत्व में एएसआई धर्मेन्द्र पांडेय, एएसआई रामकृष्ण राय, सिविक राहुल तिवारी और ग्रामीण पुलिस उत्तम रजक आदि बिहार के पटना से आरोपी को गिरफ्तार कर आसनसोल कन्यापुर पुलिस फाड़ी लायी। सोमवार पुलिस उसे आसनसोल जिला अदालत में पेश किया जहां से न्यायाधीश ने उसे 10दिनो की पुलिस हिरासत भेज दिया। गिरफ्तार आरोपी का नाम नयन कुमार उर्फ नयन सिंह राजपूत ( 23) है।वह आनंदी पट्टी के पार्ट संख्या 2 पिपरा थाना का रहने वाला है। बिहार पुलिस सूत्रों के मुताबिक आरोपी पर बिहार में भी कई चोरी के मामले विभिन्न थानों में दर्ज है। स्थानीय लोगों का कहना है कि अनजान व्यक्ति को किराए पर घर देना मूर्खता है।

  • টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন

    পাবলিক নিউজঃ ডেস্ক:-টানা জেরার পর সন্দীপ ঘোষকে নিয়ে সিজিও থেকে বেরলেন সিবিআই আধিকারিকরা গ্রেপ্তার করলেন।সোমবার সকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে। তাতে একাধিক অসংগতি মেলে বলে খবর। এর পরই আচমকা সন্দীপকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন সিবিআই কর্তারা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে? তা স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে, নিজামে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

  • আরজি করের ঘটনা / দূর্গাপুরে এসবিআইয়ের আধিকারিক ও পেনশনভোগীদের মৌন প্রতিবাদ

    আরজি করের ঘটনা / দূর্গাপুরে এসবিআইয়ের আধিকারিক ও পেনশনভোগীদের মৌন প্রতিবাদ

    পাবলিক নিউজঃ ডেস্ক দূর্গাপুর:- আরজি করের ঘটনা নিয়ে সোচ্চার সমগ্র বাংলা। ডাক্তার থেকে শুরু করে শিল্পী, সাহিত্যিক, আইনজীবী, অভিনেতা, অভিনেত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের পাশাপাশি সাধারণ মানুষ কোন ক্ষেত্রেই বাদ নেই নির্যাতিতার বিচার চেয়ে পথে নামতে। বিচার চেয়ে মিছিল হচ্ছে।
    সোমবার একইভাবে পথে নামতে দেখা গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআইয়ের দুর্গাপুর শাখার আধিকারিক, কর্মী ও পেনসন উপভোক্তাদের। যারা এদিন একজোট হয়ে দুর্গাপুর প্রাণকেন্দ্র সিটি সেন্টারে মৌন অবস্থায় প্রতিবাদ জানান। তাদেরও দাবি, আরজি করের ঘৃণ্য অপরাধের দোষীদের অবিলম্বে কঠোরতম শাস্তি দিতে হবে। আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে পথে নেমেছি আমরা।

  • कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था जर्जर जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई  दुर्घटना घट सकती है

    कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था जर्जर जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई  दुर्घटना घट सकती है

    प्रकाश दास कुल्टी :–कुल्टी के बीजेपी नेता एवं समाजसेवी जिशान कुरैशी ने बताया कि कुल्टी के वॉर्ड नंबर 65 में है सालों पुरानी पानी टंकी की अवस्था हुई जर्जर ,इस्तमाल हुई बंद कभी भी कोई दुर्घटना घट सकती है बरसात में टूट टूट कर गिर रही 6 नंबर गेट स्थित मोहले के बीचों बीच है ये टंकी लेकिन पार्षद को लोग बोल रहे लेकिन उनको कोई फर्क नही पड़ रहा अगर कोई घटना घटा तो इसका जेमवार कोन होगा.? छोटे से स्थान में है टंकी जहा पे पीने का पानी वा बोरिंग है बच्चे भी नहाते है और महिला भी पानी भरने आती है नल पे नगर निगम रेप्रिंग नही करा सकती तो तोड़ के हटाएं लोगो का कहना है अगर कोई घटना घटी तो इसका जिमेदार कोन होगा लोगो का कहना है।

  • মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।

    মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।

    কংগ্রেস দলে তে যোগদান

    আলোক চক্রবর্তী জামুরিয়া:- মোহভঙ্গ, কংগ্রেসে যোগদান শতাধিক।রবিবার সন্ধ্যায় জামুড়ীয়ার ব্লক ২ কার্যালয়ে প্রায় ১২০ জন যুবক কংগ্রেসের ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তীর হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন। ব্লক সভাপতি ভক্তিপদ চক্রবর্তী জানান জনগণ সিপিএম, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির দুরভিসন্ধি বুঝে গেছেন তারা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উপর ভরসা করে এবং তার কথায় অনুপ্রাণিত হয়ে কংগ্রেসে যোগ দিচ্ছেন। দলের পক্ষ থেকে আরো বেশি সংখ্যায় যুবকদের যোগ দেবার প্রচার করা হচ্ছে। জামুড়ীয়া ব্লকের কংগ্রেসের ব্লক সম্পাদক মিঠুন হরিজন জানান কেন্দা, হরিপুর, খোট্টাডিহির প্রভৃতি এলাকার প্রায় ১২০ জন যুবক কংগ্রেসে যোগ দিয়েছেন।