সোসাল কাউন্সিলের চেয়ারম্যান ফিরোজ খান সিআইএসএফের নতুন ডিজিকে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা জানান।

পাবলিক নিউজঃ আসানসোল :– ইন্দো ইউজি কমার্স এন্ড সোসাল কাউন্সিলের চেয়ারম্যান ফিরোজ খান বর্তমানে শুধু আসানসোল নয় সারা দেশ তথা বিদেশেও জনপ্রিয়তা অর্জন করেছেন তার সামাজিক কাজের জন্য তাকে বিভিন্ন সংঘটন এবং সরকারি প্রতিষ্ঠানে এফকে নামে বেশি পরিচিত। সম্প্রতি তিনি দেশের সরকারি প্রতিষ্ঠানের সুরক্ষা কর্মী সিআইএসএফের নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত ডিজি রাজবিন্দর সিং ভাট্টী, আই পি এস কে অফিসিয়ালী সম্মান বার্তা পাঠিয়েছেন।
ফিরোজ খান জানান রাজয়িন্দার সিং ভাট্টি পুলিশ সার্ভিসে থাকার সময় অনেক ভালো ভালো এবং মহত্ত্বপূর্ণ কাজ করেছেন এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে এসেছেন।

রাজয়িন্দার সিং ভাট্টি অনেক বড় ও মহত্ত্বপূর্ণ কাজ করার জন্য তার কাছে প্রচুর অভিজ্ঞতা রয়েছে তাকে সিআইএসএফের মতো গুরুত্বপূর্ণ সংস্থার ডিজি পদে স্থলাভিষিক্ত করাতে সিআইএসএফে শক্তি বৃদ্ধি পেয়েছে। ফিরোজ খান আরো জানান ইন্দো ইউজি কমার্স এন্ড সোসাল কাউন্সিল যৌথভাবে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিল্প সংস্থার সুরক্ষার সাথে সাধারণ জনগণের সুরক্ষার জন্য সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সিআইএসএফ কাজ করে আসছে তাই সিআইএসএফের ডিজি হবার জন্য তাকে সবরকমের সাহায্য করতে প্রস্তুত আছেন। ফিরোজ খান আরো জানান খুব শীঘ্রই দিল্লির সিজিও কমপ্লেক্সে সিবিএসএফের ডিজির দপ্তরে গিয়ে তার সাথে দেখা করে বিভিন্ন জায়গায় সুরক্ষার ব্যাপারে আলোচনা করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts