Category: West Bengal

West Bengal News Updates

  • শোকের ছায়া / মাত্র ১৭ দিন আগে অকাল মৃত্যু / মাধ্যমিকে স্কুলের সেরা আসানসোলের থৈবি…….. আসানসোল,

    শোকের ছায়া / মাত্র ১৭ দিন আগে অকাল মৃত্যু / মাধ্যমিকে স্কুলের সেরা আসানসোলের থৈবি…….. আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:– এমনটা যে হতে পারে, তা হয়তো কেউ ভাবেননি। কিন্তু হলো এটাই। যার জন্য এতো সবকিছু, সে আজ নেই। অকাল মৃত্যু তাকে নিয়ে চলে গেছে। আসানসোলের ইসমাইলের বাসিন্দা থৈবি মুখোপাধ্যায় এই বছরের মাধ্যমিক পরীক্ষা রেজাল্টে স্কুলের সেরা। আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান স্কুল থেকে পরীক্ষা দেওয়া তার নম্বর ৬৭৪। পশ্চিম বর্ধমান জেলার সেরা ১০ জনের মধ্যে রয়েছে সে। শুক্রবার সকালে রেজাল্ট জানার পর থেকেই শোকে ভেঙে পড়েছেন থৈবির বাবা-মা থেকে পরিবারের সদস্যরা। প্রায় একই অবস্থা স্কুলের প্রধান শিক্ষিকা, অন্য শিক্ষিকা ও সহপাঠীদের । গত এপ্রিলেই জন্ডিস কেড়ে নিয়েছে থৈবির ।
    জানা গেছে, আসানসোল উমারানি গড়াই মহিলা কল্যান স্কুলের থৈবি মুখোপাধ্যায় সবসময়ই স্কুলের সেরা। সবার কাছে সে ছিলে জনপ্রিয়। বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি চিকিৎসক। একেবারে সাদাসিধা গৃহবধূ মা পিউ মুখোপাধ্যায়।
    এই বছর শারীরিক অসুস্থতা নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলো থৈবি। তবে তার আগেই থৈবির জন্ডিস ধরা পড়েছিলো। পরীক্ষা শেষ হতেই তার চিকিৎসা করাতে মেয়েকে নিয়ে ভেলোর ছুটে গেছিলেন বাবা ও মা। সেখানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পরে চিকিৎসকরা বলেছিলেন তার লিভার ট্রান্সফার করতে হবে। তার জন্য খরচ হবে ১ কোটি টাকা। সেই কথা জানতে পেরে এগিয়ে আসে থৈবির স্কুল। পাশে দাঁড়ায় বলতে গেলে গোটা শহর। তার চিকিৎসার জন্য পাশে দাঁড়াতে সোশাল মিডিয়ায় আবেদন করেন। মেলে ব্যাপক সাড়া। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য পাওয়া যায়। সবমিলিয়ে পাওয়া গেছিলো ৪৫ লক্ষ টাকার মতো সাহায্য । কিন্তু সবার আপ্রাণ চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায়। বাঁচানো যায়নি থৈবিকে। ভিন রাজ্যের হাসপাতালে গত ১৬ এপ্রিল মৃত্যু হয় থৈবির।
    তারপর মাত্র ১৭ দিন। শুক্রবার বেরোয় ২০২৫ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। তাতে দেখা যায় থৈবি তার স্কুলের সবার সেরা। পেটে ব্যথা নিয়ে পরীক্ষা দেওয়ার পরেও তা সাফল্য একটুও ফিকে হয়নি। সে বাংলায় পেয়েছে ৯৯, অংকে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৭, জীবন বিজ্ঞানে ৯৮, ইতিহাসে ৯৫ ও ভূগোলে ৯৫। রেজাল্ট হাতে নিয়ে চোখের জল যেনো বাঁধ মানতেই চাইছেন পরিবারের সদস্যদের।
    আর থৈবির স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বা টিচার ইনচার্জ পাপড়ি বন্দোপাধ্যায় বলেন, কি বলবো? বুঝে উঠতে পারছিনা। খুবই খারাপ ও দুঃখের। ও যে ঐ অবস্থায় পরীক্ষা দিয়ে ৬৭৪ নং পেয়েছে, তা অন্য কেউ হলে পারতো না।
    আর সবার মুখে একটাই কথা।” থৈবি সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে রাজ্যের ১০ জনের মধ্যে অনেক উপরে থাকতো” । কেন এটা হবে না। পড়াশোনা থেকে বাকি সব হবিতে তো সে সবার সেরা।

  • আইসিএসই “তে ৯৯.২ শতাংশ নম্বর আসানসোলের প্রত্যুষের / পুষ্পস্তবক পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা………..… আসানসোল,

    আইসিএসই “তে ৯৯.২ শতাংশ নম্বর আসানসোলের প্রত্যুষের / পুষ্পস্তবক পাঠিয়ে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা………..… আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল :– আসানসোলের প্রত্যুষ রায় মিশ্র ২০২৫ আইসিএসইতে ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে। তার এই সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছেন। আসানসোলের সেন্ট প্যাট্রিক্স স্কুলের ছাত্র প্রত্যুষ রাশ মিশ্র ২০২৫ সালের আইসিএসই বোর্ড পরীক্ষায় ৯৯.২% নম্বর পেয়ে দুর্দান্ত ফল করেছে।
    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন। বুধবার শিক্ষা বিভাগের আধিকারিকরা মুখ্যমন্ত্রীর লিখিত বার্তা ও পুষ্পস্তবক নিয়ে তার বাসভবনে পৌঁছে তাঁকে অভিনন্দন জানান।
    প্রত্যুষ তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য পরিচিত।
    তিনি বলেন, আমি খুবই খুশি। আমি আমার স্কুল কতৃপক্ষ, শিক্ষক এবং পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাকে প্রতিটি পদক্ষেপে উৎসাহিত করেছেন। আমার লক্ষ্য ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখা।
    প্রত্যুষের বাবা ডাঃ প্রবীণ রায় আসানসোলের একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। তিনি আসানসোলের একটি চক্ষু হাসপাতালের কর্ণধার । ছেলের কৃতিত্বে গর্ব প্রকাশ করে ডাঃ প্রবীণ রায় বলেন, প্রত্যূষের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা প্রমাণ করেছে যে সঠিক লক্ষ্যে যাওয়ার চেষ্টা কখনও বৃথা যায় না।

  • দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন অনুষ্ঠান/ আসানসোলের রবীন্দ্র ভবনে দেখানোর ব্যবস্থা………….., আসানসোল,

    দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদঘাটন অনুষ্ঠান/ আসানসোলের রবীন্দ্র ভবনে দেখানোর ব্যবস্থা………….., আসানসোল,

    পাবলিক নিউজ আসানসোল:– রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত জগন্নাথ ধামের দ্বারোদঘাটন করেন। আসানসোলের রবীন্দ্র ভবনে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে দ্বারোদঘাটন অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল।

    দুপুরের এই অনুষ্ঠানটি দেখতে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, রাজ্য সম্পাদক ভি শিবদাসন ওরফে দাসু, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, সহ-সভাপতি বিষ্ণু দেব নুনিয়া, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ অন্যান্যরা। এছাড়াও, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, আসানসোল মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

    এই অনুষ্ঠান উপলক্ষে বিশ্বনাথ বাউরি বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস তৈরি করেছেন। তিনি দীঘায় পুরীর আদলে জগন্নাথ ধামের দ্বারোদঘাটনের মাধ্যমে উদ্বোধন করেছেন। এখন এখানকার ভক্তদের জগন্নাথ দেবের দর্শনের জন্য পুরীতে যেতে হবে না। তারা দীঘায় গিয়ে ভগবান জগন্নাথের দর্শন করতে পারবেন। তিনি আরো বলেন যে এই কাজের জন্য পশ্চিমবঙ্গের মানুষ সর্বদা মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকবেন ।

  • आसनसोल के सेन रेले रोड इलाके में विवेकानंद सरणी पर आज शिल्पा सरकार डिजाइनर बुटीक का उद्घाटन किया गया बांग्ला फिल्मों की मशहूर अभिनेत्री श्रवंती द्वारा इसका उद्घाटन किया गया

    आसनसोल के सेन रेले रोड इलाके में विवेकानंद सरणी पर आज शिल्पा सरकार डिजाइनर बुटीक का उद्घाटन किया गया बांग्ला फिल्मों की मशहूर अभिनेत्री श्रवंती द्वारा इसका उद्घाटन किया गया

    पब्लिक न्यूज आसनसोल:– आसनसोल के सेन रेले रोड इलाके में विवेकानंद सरणी पर आज शिल्पा सरकार डिजाइनर बुटीक का उद्घाटन किया गया बांग्ला फिल्मों की मशहूर अभिनेत्री श्रवंती द्वारा इसका उद्घाटन किया गया आसनसोल के प्रख्यात उद्योगपति सचिन राय के बेटे की पत्नी शिल्पा राय सरकार और सचिन राय के बेटे गौरव राय द्वारा संयुक्त रूप से इस बुटीक को खोला गया है आज बांग्ला फिल्मों की मशहूर अभिनेत्री श्रवंती ने बुटीक का उद्घाटन किया इस मौके पर सचिन राय उनकी पत्नी मिता राय तथा समाज के कई गणमान्य लोग उपस्थित थे इस मौके पर जब हमने शिल्पा राय सरकार से बात की तो उन्होंने कहा कि शिल्पा सरकार डिजाइनर बुटीक अभी तक ऑनलाइन चल रही थी डिजाइनर बुटीक के ग्राहकों की मांग को ध्यान में रखते हुए इसके ऑफलाइन स्टोर का आज उद्घाटन किया गया उन्होंने कहा कि यहां पर विभिन्न प्रकार की साड़ियां उपलब्ध रहेंगी इनमें बनारसी कांजीवरम गढ़वाली के अलावा और भी प्रकार की साड़ियां उपलब्ध रहेंगी साड़ियों की कीमत ₹1000 से शुरू होकर तकरीबन एक डेढ़ लाख तक रहेगी यानी हर व्यक्ति अपने बजट के अनुसार यहां पर साड़ी पा सकेगा उन्होंने बताया कि उद्घाटन के दिन ग्राहकों के लिए कुछ विशेष ऑफर भी है और यह ऑफर कुछ दिनों तक चलते रहेंगे₹5000 की खरीदारी पर ग्राहकों को ₹500 की छूट दी जाएगी और एक गिफ्ट कूपन दिया जाएगा। खरीदारी से एक महीने तक उस गिफ्ट कूपन का इस्तेमाल करने से उन्हें अगली खरीदारी पर भी छूट दी जाएगी शिल्पा सरकार ने बताया कि उनके स्टोर की सबसे बड़ी खासियत यह है कि यहां पर हर प्रकार की साड़ियां और डिजाइनर वेयर उपलब्ध रहेंगे उन्होंने कहा कि इससे पहले महिलाओं ने उनसे कहा था कि उत्कृष्ट गुणवत्ता संपन्न साड़ी के लिए उन्हें कोलकाता जाना पड़ता है इसलिए उन्होंने हिंदुस्तान के विभिन्न स्थानों से सीधे बुनकरों से संपर्क किया और उनसे साड़ियां मंगवाना शुरू किया। वही श्रवंती ने कहा कि शिल्पा सरकार डिजाइनर बुटीक में आकर उन्हें बहुत खुशी हो रही है सबसे पहले शिल्पा सरकार से मिलकर उन्हें बहुत खुशी हो रही है यहां पर शिल्पा के माता-पिता उनके साथ ससुर उनके पति सभी मौजूद हैं एक बिल्कुल घरेलू माहौल है और सभी ने शिल्पा सरकार को आगे बढ़ने में उत्साह प्रदान किया है यह देखकर काफी अच्छा लग रहा है उन्होंने कहा कि शिल्पा सरकार डिजाइनर बुटीक में साड़ियों की जो कलेक्शन है उसे देखकर वह बहुत खुश है इस तरह की कलेक्शन अमुमन कोलकाता में देखी जाती है लेकिन आसनसोल में उन्होंने जो कलेक्शन करवाया है वह बहुत सराहनीय है उन्होंने कहा कि उनको पूरा भरोसा है कि आसनसोल ही नहीं बल्कि आसपास के इलाके के लोग भी इस अवसर का फायदा उठाएंगे और वह बड़ी संख्या में यहां आएंगे और बेहद वाजिब कीमतों पर अपने मनमाफिक साड़ियां लेकर जाएंगे वहीं सचिन राय ने कहा कि आज शिल्पा सरकार डिजाइनर बुटीक का उद्घाटन हुआ उनके बेटे गौरव और उनकी बहू शिल्पा ने मिलकर खोला है और उनको पूरा भरोसा है कि आसनसोल की जनता बड़ी संख्या में स्कूटी में आएगी क्योंकि यहां पर बेहद वाजिब कीमतों पर उच्च स्तरीय गुणवत्ता संपन्न साड़ी और अन्य डिजाइनर वेयर उपलब्ध है

  • छेड़खानी के मामले मे दो पक्षों मे बवाल जमकर हुई मारपीट मोटरसाईकल मे भी लगाया आग पुलिस ने की लाठीचार्ज..

    छेड़खानी के मामले मे दो पक्षों मे बवाल जमकर हुई मारपीट मोटरसाईकल मे भी लगाया आग पुलिस ने की लाठीचार्ज..

    आसनसोल, पश्चिम बंगाल आसनसोल के साऊथ थाना अंतर्गत सुकांत मैदान स्थित एक राह चलती युवती के साथ देर शाम छेड़खानी का मामला सामने आया है, जिस मामले को लेकर इलाके के ही दो पक्ष आपस मे भीड़ गए और दोनों पक्षों के बिच जमकर मारपीट हुई, इस दौरान मारपीट करने वालों ने सड़क किनारे खड़ी एक मोटरसाईकल मे भी आग लगा दी, वहीं घटना की खबर सुन मौके पर आसनसोल साऊथ थाना पुलिस पहुँची और एक दूसरे के साथ मारपीट करने वालों को नियंत्रण करने के लिये हल्का बल का प्रयोग करते हुए लाठी भी चार्ज की जिसके बाद मारपीट करने वाले मौके से फरार हो गए वहीं पुलिस ने मामले मे एक युवक को गिरफ्तार किया है, साथ ही मौके पर दमकल की एक इंजन को बुलाकर मोटरसाईकल मे लगी आग पर काबू भी पाया है, साथ ही इलाके मे भारी संख्या मे पुलिस बल की तैनाती भी कर दी है, वह इस लिये की इलाके मे दोबारा तनावपूर्ण स्थिति पैदा ना हो, इसके अलावा पुलिस यह भी देख रही है की इलाके मे घटी यह घटना दो समुदायों के बिच हुई हिंसा का रूप ना ले ले जिसके लिये पुरे इलाके मे पुलिस गस्ती तेज कर दी गई है और पुलिस हिंदू और मुस्लिम दोनों समुदायों को पूरी तरह शांत रखने के लिये मोर्चा संभाले हुए है

  • নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান / বার্নপুরের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা………. বার্নপুর, ২১ এপ্রিলঃ

    নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান / বার্নপুরের দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানা………. বার্নপুর, ২১ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল:– একটি নামী কোম্পানির নকল নুন ধরতে অভিযান আসানসোল দূর্গাপুর পুলিশের ইবি বা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। সোমবার হিরাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে বার্নপুরের একটি দোকানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের তরফে অভিযান চালানো হয়। ঐ দোকান থেকে ঐ কোম্পানির একটি নুনের বস্তা সিজ করেন ইবির আধিকারিকরা। তারা দোকান মালিক সঞ্জয় কুমার বার্নওয়ালের সঙ্গে কথা বলে জানতে চান, এই নুনের বস্তা তিনি কোথা থেকে কিনেছেন।
    অভিযানের পরে এ বিষয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিক অঞ্জন কুমার দাসগুপ্ত বলেন, আমাদের কাছে খবর আছে যে একটি নামী কোম্পানির নকল নুন তৈরি ও বাজারে বিক্রি করা হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখেই এদিন এই অভিযান চালানো হয়েছে। তিনি আরে বলেন, এর আগে কুলটি এলাকায় অভিযান চালানো হয়েছিলো। এদিন এখানে অভিযান চালানো হয়েছে। এই দোকান থেকে নুনের প্যাকেট সহ বস্তা সিজ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হবে।
    এই প্রসঙ্গে দোকান মালিক বলেন , এদিন কিছু লোক আমার দোকানে অভিযান চালায়। তারা কিছু বলতে অস্বীকার করে। তাদের সঙ্গে পুলিশ ছিলো। তবে তারা একটি কোম্পানির নুনের প্যাকেট বাজেয়াপ্ত করে তাদের সাথে নিয়ে গেছে। যাওয়ার সময় তারা সিজার তালিকা দিয়ে গেছে। তারা বলে গেছেন যে এই নুন পরীক্ষা করা হবে।যদি এই নুন ঠিক থাকে তাহলে ফেরত দেওয়া হবে।

  • কীর্তনে বিজেপি বিধায়ক / আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডে পানীয়জল বন্ধ করার অভিযোগ / ক্ষুব্ধ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ………. আসানসোল, ২১ এপ্রিলঃ

    কীর্তনে বিজেপি বিধায়ক / আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডে পানীয়জল বন্ধ করার অভিযোগ / ক্ষুব্ধ বাসিন্দাদের রাস্তা অবরোধ, বিক্ষোভ………. আসানসোল, ২১ এপ্রিলঃ

    পাবলিক নিউজ আসানসোল –এলাকার কীর্তনের অনুষ্ঠানে এসেছিলেন আসানসোল দক্ষিণ বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাই কাউন্সিলারের কথায় ট্যাঙ্কার করে দেওয়া পানীয়জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের । এই কারণে সোমবার আসানসোল পুরনিগমের ৫৬ নম্বর ওয়ার্ডের রুইদাস পাড়ার বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের হাতে বিজেপির পতাকা ছিলো। খবর পেয়ে পুলিশ এলাকায় আসেন। পরে এক ট্যাঙ্কার জল দেওয়া হয়। এরপরে পুলিশের হস্তক্ষেপে এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ তুলে নেন। স্বাভাবিক ভাবেই এলাকার বাসিন্দাদের অভিযোগ নিয়ে রাজনৈতিক চাপানওতোর শুরু হয়েছে। এই নিয়ে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসকে আক্রমণ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
    আসানসোল পুরনিগমের ৫৬ নং ওয়ার্ডের রুইদাস পাড়ার বাসিন্দা তপন রুইদাস ও মমতা রুইদাস বলপন, গত ৫ দিন ধরে তাদের এলাকায় পানীয়জল সরবরাহ করা হচ্ছে না। আমাদের এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হচ্ছে গত তিন বছর ধরে। কিন্তু গত পাঁচ দিন ধরে কোন ট্যাঙ্কার আসেনি। যে র কারণে এই তীব্র গরমে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। তাদের অভিযোগ, কয়েকদিন আগে তাদের এলাকায় একটি কীর্তনের আয়োজন করা হয়েছিল। যেখানে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল এসেছিলেন। এর পরে ৫৬ নম্বর ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর শ্রাবণী বিশ্বাস স্পষ্টভাবে বলেছেন যে যেহেতু বিজেপি বিধায়ক তাদের এলাকায় কীর্তনের জন্য এসেছিলেন, তাই তাদের এলাকায় পানীয়জল সরবরাহ করা হবে না। যা নিয়ে এদিন স্থানীয় মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ দেখা যায়। তারা বলেন যে কীর্তন একটি ধর্মীয় অনুষ্ঠান ছিলো। যেখানে কেউ এতে অংশগ্রহণ করতে পারে। যদি কেউ ধর্মীয় অনুষ্ঠানে আসে, তাকে তাড়িয়ে দেওয়া যায় না। এমন পরিস্থিতিতে, কোনও ধর্মীয় অনুষ্ঠানে বিজেপি বিধায়কের আসার কারণে পানীয় জল সরবরাহ বন্ধ করা সম্পূর্ণ অনুচিত দাবি এলাকার বাসিন্দাদের। আশা শ্রীবাস্তব বলে এক মহিলা বলেন, কাউন্সিলার বলেন ট্যাঙ্কার খারাপ। তাই জল আসেনি। কিন্তু এর আগে তো ট্যাঙ্কার খারাপ ছিলো। তখন তো অন্য ট্যাঙ্কার করে জল দেওয়া হয়েছিলো। কিন্তু এখন ৫ দিন তা করা হলো না কেন? তার দাবি, এদিন রাস্তা অবরোধ করায় এক ট্যাঙ্কার জল পাঠানো হয়েছে।

    এদিকে, কাউন্সিলার তার বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেন

    অন্যদিকে, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, এই তো বাংলার অবস্থা। রাজ্যের শাসক দলের নেতা ও নেত্রীরা মনে করছেন, ক্ষমতায় আছে বলে, সবকিছু কিনে নিয়েছে। ঐ এলাকায় বাসিন্দাদের স্যালুট আমার। যে তারা কাউন্সিলারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তিনি আরো বলেন, আর তো কয়েক মাস। তারপর তো ক্ষমতা থেকে সরতে হবে।

  • বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা অঞ্চলে। পাওনা টাকা চাইতে উৎসব প্রাঙ্গনে তৃণমূল কর্মী ও তার অনুগামীরা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে সামাল দিলো পরিস্থিতি। ছুতো খুঁজে উৎসবকে পন্ড করার চক্রান্ত শাসকের অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,উৎসব নয়, অশান্তির আবহ তৈরী করতে চাইছে বিজেপি,ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের

    বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের লাউদোহা অঞ্চলে। পাওনা টাকা চাইতে উৎসব প্রাঙ্গনে তৃণমূল কর্মী ও তার অনুগামীরা । বিশাল পুলিশ বাহিনী গিয়ে সামাল দিলো পরিস্থিতি। ছুতো খুঁজে উৎসবকে পন্ড করার চক্রান্ত শাসকের অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,উৎসব নয়, অশান্তির আবহ তৈরী করতে চাইছে বিজেপি,ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের

    পাবলিক নিউজ দুর্গাপুর = বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে অশান্তি। এক তৃণমূল কর্মী আচমকা উৎসব প্রাঙ্গনে পৌঁছলেন দলের পুরোনো সতীর্থর কাছে টাকা চাইতে, দু এক কথা হতে হতে অশান্তি, উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর অঞ্চলে। যে পরিস্থিতির সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীকে ছুটে আসতে হলো। কোনোক্রমে অশান্ত পরিস্থিতির সামাল দিল পুলিশ। তৃণমূল কর্মী বিশ্বনাথ গোস্বামীর অভিযোগ, জিতেন্দ্র তেওয়ারি যখন তৃণমূল করতেন সেই সময় সঞ্জয় যাদব নামে তার এক অনুগামী ছিলেন, সঞ্জয়ের কাছ থেকে প্রায় এক লক্ষ ৪৩ হাজার টাকার মতো তিনি পান, দীর্ঘদিন সেই টাকা নাকি দিচ্ছেন না সঞ্জয় যাদব, আজ জিতেন্দ্র তেওয়ারির চারাপোনা উৎসবে সঞ্জয় যাদবকে দেখা মাত্রই, বিশ্বনাথ গোস্বামী নামে ঐ তৃণমূল কর্মী জনা পাঁচেক লোকজন নিয়ে ঢুকে পড়েন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির অনুষ্ঠানস্থলে। দু এক কথা হতে হতে নিমেষে ছড়ায় অশান্তি। পুলিশ তড়িঘড়ি ছুটে এসে সামাল দেয় পরিস্তিতির। এইদিকে উৎসব ভুন্ডুল করতে এই চক্রান্ত শাসক দলের কটাক্ষ বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির,তার উদ্যোগে লাউদোহায় চারাপোনা উৎসবকে ভুন্ডুল করতে শাসকের সাথে পুলিশও উঠে পড়ে লেগেছে বলে বিজেপি নেতার অভিযোগ। যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি করে জেলা তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পান্ডবেস্বর বিধানসভা কেন্দ্রে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ও তার লোকজন। সব মিলিয়ে গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের লাউদোহার প্রতাপপুর এলাকায়।

  • প্রয়াত আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ সাহিত্যিক ডঃ রামদুলাল বসু……………..রানিগঞ্জ, ২০ এপ্রিল:

    প্রয়াত আসানসোল শিল্পাঞ্চলের প্রবীণ সাহিত্যিক ডঃ রামদুলাল বসু……………..রানিগঞ্জ, ২০ এপ্রিল:

    পাবলিক নিউজ আসানসোল/রানীগঞ্জ /:–আসানসোল শিল্পাঞ্চলের সাহিত্য জগতে নক্ষত্র পতন। রবিবার সকালে প্রয়াত হলেন পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জের বাসিন্দা বিশিষ্ট লেখক, রবীন্দ্র গবেষক ও অধ্যাপক ডঃ রাম দুলাল বসু। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তার প্রয়াণে সাহিত্য মহলে শোকের ছায়া নেমে আসে। তিনি এদিন রানিগঞ্জের শিশুবাগানে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াত বসু আসানসোল বাংলা একাডেমির প্রাক্তন সভাপতি ছিলেন।
    ডঃ বসু রানিগঞ্জে ত্রিবেণী দেবী ভালোটিয়া বা টিডিবি কলেজের প্রাক্তন অধ্যাপক ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে গবেষণার জন্য শিক্ষা মহলে সুপরিচিত হন। একইসাথে তিনি আসানসোল বাংলা আকাদেমির প্রথম সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। যা তার সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম প্রমাণ। তার রচনা ও গবেষণা বাংলা সাহিত্যে এক অমূল্য অবদান রেখেছে। যা আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
    রানিগঞ্জের পাশাপাশি আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের বিভিন্ন সাহিত্য সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে।
    রানিগঞ্জের বিধায়ক তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা শিশুবাগানে তাঁর বাসভবনে এসে শেষ শ্রদ্ধা জানান। এক বিবৃতিতে বলা হয়েছে , “ ডঃ বসুর প্রয়াণে আমরা একজন মহান শিক্ষক, গবেষক ও সাহিত্যিককে হারালাম। তার অবদান চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকবে।”
    ডঃ রাম দুলাল বসুর আত্মার শান্তি কামনা করে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাহিত্যপ্রেমীরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। তার পরিবার প্রতি সমবেদনা জানানো হয়েছে।

  • আসানসোল উত্তর বিধানসভা / ভোটার তালিকা যাচাই ও সচেতনতায় তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ কর্মসূচি…….…….আসানসোল, ২০ এপ্রিল: ২০২৬

    আসানসোল উত্তর বিধানসভা / ভোটার তালিকা যাচাই ও সচেতনতায় তৃণমূল কংগ্রেসের প্রশিক্ষণ কর্মসূচি…….…….আসানসোল, ২০ এপ্রিল: ২০২৬

    পাবলিক নিউজ আসানসোল:– সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস। শাসক দল আবারও বাংলায় ক্ষমতায় আসতে এখন থেকে কোমর বেঁধে ময়দানে নেমেছে। একেবারে প্রাথমিক স্তরে শাসক দলের লক্ষ্য ” ভোটার তালিকা “। শাসক দল ইতিমধ্যেই অভিযোগ তুলে দাবি করেছে যে, বিজেপি অন্য সব রাজ্যের মতো ভোটার তালিকায় কারসাজি করতে পারে এই বাংলায়। তাই তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক উদ্যোগ নিয়েছে। গোটা বাংলা জুড়ে শুরু হয়েছে ভোট রক্ষা কর্মসূচি। বার করা হয়েছে একটি এ্যাপও।
    সেই লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা যাচাই ও সচেতনতার জন্য রবীন্দ্র ভবনে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। এই কর্মসূচিতে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক ছাড়াও আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, দুই ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হক , মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী অংশগ্রহণ করেন।
    কর্মসূচিতে কলকাতা থেকে আসা আইপ্যাক (ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি)-এর প্রতিনিধিরা তৃণমূল নেতা ও কর্মীদের ভোটার তালিকা যাচাইয়ের জন্য আধুনিক অ্যাপ, ডেটা মনিটরিং প্রযুক্তি এবং ডিজিটাল যাচাইকরণ সরঞ্জাম ব্যবহারের পদ্ধতি শেখান। কর্মীদের এটাও শেখানো হয় যে কিভাবে জাল ভোটারদের নাম চিহ্নিত করতে হয় এবং সেগুলি নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করতে হবে।
    মন্ত্রী সহ অন্য বক্তারা বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে তারা নিজ নিজ এলাকায় ভোটার তালিকার খুব ভালো করে পরীক্ষা এবং জাল বা ভুয়ো ভোটারদের চিহ্নিত করুন। আগামী সপ্তাহ থেকে বুথ ও ওয়ার্ড স্তরে নিয়মিত নজরদারি শুরু হবে। স্থানীয় তৃণমূল কর্মীরা এর মধ্যে বিস্তারিত রিপোর্ট তৈরি করবেন। যাতে আসন্ন বিধান সভা নির্বাচনের আগে ভোটার তালিকার সমস্ত ত্রুটি সংশোধন করা যায়।
    এই কর্মসূচি কেবল মাত্র ভোটার তালিকার নির্ভরযোগ্যতা বাড়াবে না, বরং একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য , বিজেপি নেতারা ইতিমধ্যেই এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও, শাসক দলের নেতারা বিজেপির এই প্রশ্নে গুরুত্ব দিতে নারাজ।