

পাবলিক নিউজঃ চিত্তরঞ্জন :–আসানসোলের সালানপুর ব্লকে পিডবলুডি বা পূর্ত দপ্তরের ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তার পেভার ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে। কিন্তু এবার সেই রাস্তার কাজ আল্লাডিতে শুক্রবার বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে এলাকার দোকানদারেরাও ছিলেন। তাদের অভিযোগ পুরানো রাস্তার থেকে প্রায় ২ফুট উঁচু করে রাস্তার নির্মাণ করা হচ্ছে। এর ফলে বর্ষার বৃষ্টি রাস্তা দিয়ে বাড়িতে দোকানে প্রবেশ করছে,যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা।



বাপি মন্ডল সহ অন্যান্যরা এই প্রসঙ্গে বলেন, গত টানা কয়েক দিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল উপচে পড়ে ঢুকছে আমাদের বাড়ি ও দোকানে। আমরা, এই রাস্তার কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারকে অনেক বার অনুরোধ করে বলেছিলাম, রাস্তা ২ফুট গর্ত খুঁড়ে রাস্তায় পেভার ব্লক বসানো হয়। কিন্তু ঠিকাদার আমাদের অসুবিধার কথা না শুনে নিজের মত করে কাজ করে যাচ্ছে। যে কারণেই আমরা এদিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছি। তারা দাবি করে বলেন, ২ ফুট গর্ত খুঁড়ে রাস্তার নির্মাণ করা হোক। না হলে তাদের আন্দোলন চলবে এদিন তারা হুঁশিয়ারী দেন।
এদিকে এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার সুপারভাইজার সাধন নায়েক বলেন, এই রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে। তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। তার দাবি, টেন্ডারে যা বলা হয়েছে, তাই করা হয়েছে। তিনি বলেন, এদিন এলাকার বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। গোটা বিষয়টি ঠিকাদারের তরফে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে।




























