Category: salanpur

  • উঁচু হওয়ায় দোকানে ও বাড়িতে ঢুকছে জল / সালানপুরে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

    উঁচু হওয়ায় দোকানে ও বাড়িতে ঢুকছে জল / সালানপুরে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

    পাবলিক নিউজঃ চিত্তরঞ্জন :–আসানসোলের সালানপুর ব্লকে পিডবলুডি বা পূর্ত দপ্তরের ফান্ড থেকে প্রায় তিন কোটি টাকা খরচ করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তার পেভার ব্লক দিয়ে নির্মাণ করা হচ্ছে। কিন্তু এবার সেই রাস্তার কাজ আল্লাডিতে শুক্রবার বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। তাদের মধ্যে এলাকার দোকানদারেরাও ছিলেন। তাদের অভিযোগ পুরানো রাস্তার থেকে প্রায় ২ফুট উঁচু করে রাস্তার নির্মাণ করা হচ্ছে। এর ফলে বর্ষার বৃষ্টি রাস্তা দিয়ে বাড়িতে দোকানে প্রবেশ করছে,যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় দোকানদার থেকে শুরু করে গ্রামের মানুষজনেরা।

    বাপি মন্ডল সহ অন্যান্যরা এই প্রসঙ্গে বলেন, গত টানা কয়েক দিন বৃষ্টি পড়ার ফলে রাস্তার জল উপচে পড়ে ঢুকছে আমাদের বাড়ি ও দোকানে। আমরা, এই রাস্তার কাজের দায়িত্ব পাওয়া ঠিকাদারকে অনেক বার অনুরোধ করে বলেছিলাম, রাস্তা ২ফুট গর্ত খুঁড়ে রাস্তায় পেভার ব্লক বসানো হয়। কিন্তু ঠিকাদার আমাদের অসুবিধার কথা না শুনে নিজের মত করে কাজ করে যাচ্ছে। যে কারণেই আমরা এদিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছি। তারা দাবি করে বলেন, ২ ফুট গর্ত খুঁড়ে রাস্তার নির্মাণ করা হোক। না হলে তাদের আন্দোলন চলবে এদিন তারা হুঁশিয়ারী দেন।
    এদিকে এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার সুপারভাইজার সাধন নায়েক বলেন, এই রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে। তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে এলাকার বাসিন্দাদের সুবিধা হবে। তার দাবি, টেন্ডারে যা বলা হয়েছে, তাই করা হয়েছে। তিনি বলেন, এদিন এলাকার বাসিন্দারা রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। গোটা বিষয়টি ঠিকাদারের তরফে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে।

  • বারো দফা দাবি নিয়ে সালানপুর বিডিও দপ্তরে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ।

    বারো দফা দাবি নিয়ে সালানপুর বিডিও দপ্তরে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভ।

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী /প্রকাশ দাস শালানপুর :– ১২ দফা দাবি নিয়ে বৃহস্পতিবার সালানপুর বিডিও দপ্তরে আদিবাসী সম্প্রদায়ের জনগণ বিক্ষোভ দেখান। লক্ষীন্দর টুডু জানান কিছু অসাধু লোক জাল শংসাপত্র বানিয়ে তফসিলি জাতি উপজাতিদের সুবিধা ভোগ করছেন ফলে আদিবাসীরা বঞ্চিত হচ্ছেন অবিলম্বে তদন্ত করে সেইসব শংসাপত্র বাতিল করতে হবে।

    কিছু জমি মাফিয়া বিএলআরওর সাথে যোগসাজস করে আদিবাসী সম্প্রদায়ের জমি নিজেদের নামে স্থানান্তরিত করে নিচ্ছে এবং সেই জন্য বিএলআরও দপ্তর অফিস সময়ের পর খোলা হয় এবং গভীর রাত পর্যন্ত খোলা থাকে, সরকারি নিয়ম অনুযায়ী সাধারনত সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে কিন্তু সালানপুর বিএলআরও দপ্তর বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং সেই সময় জমি মাফিয়াদের ভীড় থাকে বিডিওকে সব অভিযোগ জানাবার পর তিনি সবাইকে তার ফোন নং দিয়ে আশ্বস্ত করলেন তিনি সবকিছুর তদন্ত করবেন এবং ভবিষ্যতে কোন অসামাজিক কার্যকলাপে তাকে খবর দিতে।

  • কল্যাণগ্রামে সরকারি কমিউনিটি হলের ভেতর কাঁটা হলো গাছ

    কল্যাণগ্রামে সরকারি কমিউনিটি হলের ভেতর কাঁটা হলো গাছ

    পাবলিক নিউজঃ সালানপুর:-সালানপুর ব্লকের উত্তরামপুর জিৎপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সরকারি কমিউনিটি হলের ভেতর থেকে একাধিক বিশাল বড় বড় গাছ কাটা হলো।কল্যাণগ্রাম- ১ অঞ্চলে নীললোহিত নামক সরকারি কমিউনিটি হল এলাকা থেকে বহু গাছ বিনা অনুমতিতেই কেটে ফেলা হয়।স্থানীয় সূত্রে খবর জানা পেয়ে ঘটনাস্থলে আসানসোল টেরিটোরিয়াল রেঞ্জের রূপনারায়ণপুর অফিস থেকে বন কর্মীরা ছুটে যান।

    যদিও ততক্ষণে একাধিক গাছ কেটে গুঁড়ি গুলিকে তুলে নেওয়ার উপক্রম শুরু হয়ে গিয়েছিল। রীতিমতো ইলেকট্রিক করাত দিয়ে বড় বড় গাছগুলিকে কাটার পর সেগুলিকে সুবিধামত ছোট ছোট ভাগে খণ্ড করা হয়েছিল। কিছু মানুষজন গাছের গুঁড়ি গুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য গাড়ি সহ সেখানে জড়ো হয়েছিলেন।এই বিষয়ে রেঞ্জ অফিসার তমালিকা চন্দ জানিয়েছেন সমস্ত বিষয়টি তারা ক্ষতিয়ে দেখছেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।অনুমতি ছাড়াই গাছ কাটার জন্য জরিমানাও করা হবে বলে তিনি জানিয়েছেন।তবে কার কথা মত বা নির্দেশে এই বড় বড় গাছ গুলি কাটা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষজন।

  • সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে  রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন

    সালানপুর ব্লকের রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে  রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করলেন

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লকের অন্তর্গত রূপনারায়পুর পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলি একত্রিত ভাবে শুক্রবার দিন রূপনারায়পুর নান্দনিক হলে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস।প্রতি বছরেরমত এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

    তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়া এদিন পুষ্টি দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সমাজসেবী ভোলা সিং,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার তপতি লায়েক সহ আরো অনেকে।

  • সালানপুর ব্লক জুড়ে স্বচ্ছতায় সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

    সালানপুর ব্লক জুড়ে স্বচ্ছতায় সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

    পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লক জুড়ে শুক্রবার দিন সমষ্টি উন্নয়ন কার্যালয় থেকে শুরু করে সালানপুর ব্লকের সমস্ত সরকারি অফিস ও গ্রাম পঞ্চায়েত গুলিতে অনুষ্ঠিত হলো স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের।এদিন নিজের অফিস চত্বরে ঝাঁটা হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করলেন সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান সহ সমস্ত দপ্তরের আধিকারিকরা।

    এদিন বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান আজ সমস্ত সরকারি দপ্তর,গ্রাম পঞ্চায়েত গুলি মিলে নিজেদের অফিস চত্বর ও আশেপাশে জমে থাকা নোংরা আবর্জনা গুলি পরিষ্কার করলাম।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সাধারণ মানুষদের একটাই বার্তা দেওয়া হলো নিজেদের এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা গুলি পঞ্চায়েত ও ব্লক পরিস্কার করবেই।কিন্তু নিজেরাও এগিয়ে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করুন।সাধারণ মানুষদের সচেতন করতেই স্বচ্ছতায় সেবা অনুষ্ঠানের আয়োজন করা হলো।

  • দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-দুর্গাপুরে ছিনতাই ঘটনায় গ্রেফতার রূপনারায়পুরের মহাবীর কলোনির এক যুবক।ধৃত যুবকের নাম গৌতম চট্টোপাধ্যায়।তাকে দুর্গাপুর থানার পুলিশ ১১ই সেপ্টেম্বর গ্রেফতার করে ১২ই সেপ্টেম্বর আদালতের মাধ্যমে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।ধৃত গৌতমের সাথে অজয় দাসের সম্পর্ক ছিল বলে পুলিশ জানতে পেরেছে । তাছাড়াও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুর্গাপুর থানার পুলিশ রাঁচি থেকে এক ইট ভাটার মালিক অঙ্কিত সিংকেও গ্রেফতার করেছে।
    জানা যায় দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা এই ছিনতাই কাণ্ডের অন্যতম মাথা মধুসূদন বাগের যে একাউন্টে ৫০ লক্ষ টাকা পাঠিয়েছিলেন।

    সেটি ব্যাংক অফ ইন্ডিয়ার কল্যাণী শাখায় মধুসূদনের কল্যাণী ভান্ডার নামের অ্যাকাউন্টে জমা পড়ে। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মধুসূদনের বিভিন্ন কোম্পানির নামে নানান জায়গায় সাতটি ব্যাংক একাউন্টের হদিশ পেয়েছে।এদিকে এই ঘটনায় ব্যবহৃত গাড়িটিও পুলিশ আগেই বাজেয়াপ্ত করেছে। রূপনারায়ণপুর থেকে ওই গাড়িটি নিয়ে দিল্লির ব্যবসায়ী মুকেশ চাউলাকে বসিয়ে চালক অজয় দাস এবং সুরজ কুমার কলকাতা যাওয়ার পথে দুর্গাপুরে গাড়ি থেকে টাকার বাক্স নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে।যার সঙ্গে যোগাযোগ ছিল দুর্গাপুর থানার এক এ এস আই এর বলে অভিযোগ।পুলিশ এখনো কিছু জায়গায় তল্লাশি জারি রেখেছে বলে জানা যায়।

  • সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

    সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানপর :– কথায় আছে রক্তদান মহান দান , তাই সালানপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শচীন নাগের উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় বৃহস্পতিবার জেমারি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের।যেই শিবিরের উদ্বোধন করেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী সহ আরো বিশিষ্টজনেরা।এদিন সমস্ত রক্তদাতাদের হাতে গোলাপ ফুল ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

    এদিন বিধায়ক বিধান উপাধ্যায় বলেন রক্তদান মহান দান তাই যারাই এই দান করে থাকে তারা মানুষের জীবন দান করে থাকে।তাই আমার অনুরোধ এই শিবিরে সবাই এগিয়ে এসে রক্তদান করুন।যাতে রক্তের সংকট দূর হয়।এদিন ব্লকের যুব সভাপতি শচীন নাগ বলেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের নির্দেশে আজ জেমারী দূর্গা মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।আমাদের উচিত রক্ত সংকট দূর করতে সবাই মিলে রক্তদান করা।তাছাড়াও এদিন শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোঃ আরমান,সহ সভাপতি ভোলা সিং সহ আরো অনেকে।

  • কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস

    কল্যা পঞ্চায়েতের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে পালন করলো পুষ্টি দিবস

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানপুর:-সালানপুর ব্লকের কল্যা গ্রাম পঞ্চায়েতের সমস্ত অঙ্গন ওয়াড়ি কেন্দ্র মিলিত ভাবে
    ঢাড়াসপুর শীতলা মন্দির সংলগ্ন ১৯৯ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে পুষ্টি দিবস পালন করা হয়।যেখানে উপস্থিত হন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।রাজ্য সরকারের নির্দেশে প্রতি বছরের মতো এই বছরও আইসিডিএস কেন্দ্রের কর্মী ও সহায়িকারা কেন্দ্রের বাচ্চাদের পুষ্টিগত মান সহ বিভিন্ন আলোচনা করেন।তাছাড়াও ব্যানার ফেস্টুন নিয়ে একটি রেলি বের করা হয়।এই পুষ্টি দিবসে পুষ্টি নিয়ে আলোচনা করেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপার ভাইজার সহ আসানসোল পৌরনিগমের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়।

    বিধায়ক খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেন যেকোনো খাদ্যে পুষ্টি রয়েছে।তাছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পুষ্টি দিবস পালন করা হয়। তাছাড়াও এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাস পতি মন্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলা পরিষদ সদস্য বেবি মন্ডল,অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সুপারভাইজার তপতি লায়ক, পামলি সরকার,কল্যা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীকান্ত পাতর, সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।

  • সালানপুর ব্লকে অনুষ্ঠিত হলো ঘাটোয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব

    সালানপুর ব্লকে অনুষ্ঠিত হলো ঘাটোয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব

    পাবলিক নিউজঃ ডেস্ক /আলোক চক্রবর্তী সালানপুর:-সালানপুর ব্লকের জিৎপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের উত্তরামপুর ফুটবল ময়দানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ঘাটওয়াল আদিবাসী সমাজের কর্মা উৎসব।এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়।এছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,সালানপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি ভোলা সিং সহ অনেকে।এদিনের এই অনুষ্ঠানে বিধায়ককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।পাশাপাশি আদিবাসী মহিলারা সমাজ ও উৎসবের রীতি মেনে বিধায়কের পা ধুয়ে দিয়ে তাঁকে বিশেষ সম্মান জানান।এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় তাদের কর্মা দেবতার সামনে প্রদীপ জ্বালিয়ে আরতি করে এই উৎসবের শুভ সূচনা করেন।
    এরপর কর্মা উৎসবের শুরুতেই অনুষ্ঠানের সম্পর্কে বিধায়ক বলেন,সালানপুর ব্লকের আদিবাসী ঘাটোয়াল সমাজের পক্ষ প্রতিবছরের মত এবছরেও এই উৎসব পালন হচ্ছে।

    তিনি জানান এই উৎসবে প্রতি বছর তিনি আসেন।সমাজের উন্নয়নের জন্য যে ধরনের সাহায্যের প্রয়োজন,তা তিনি সব সময় করব।এই অনুষ্ঠান সম্পর্কে ঘাটওয়াল সমাজের সভাপতি সহদেব রায় বলেন আমাদের এই উৎসব বহু যুগ যুগ ধরে চলে আসছে।তবে সালানপুর ব্লকের এই উৎসব পঞ্চম বছরের অনুষ্ঠিত হল।আর বংশ পরম্পরার সূত্রেই উত্তরাধীকার হিসাবে সাত দিন ধরে এই পুজো হয়ে থাকে।এই উৎসবে বিশেষ ভাবে ধানের খেতে কর্মা দেবতার পুজো করা হয়। মহিলারা সাত দিন ধরে কর্মা গাছের ডাল পুঁতে সারারাত ধরে এই পুজো করে থাকেন।তাছাড়া এই উৎসবে বোন ও দিদিরা ভাই দাদাদের দীর্ঘায়ু কামনায় উপবাস করে এই পুজো করেন।এবং সকলে একসাথে নাচ গান ও খাওয়া দাওয়ার মধ্যে দিয়েই এই উৎসব সমাপন হয়।এদিন অতিথি রূপে উপস্থিত ছিলেন আদিবাসী ঘাটওয়াল সমাজের পক্ষ থেকে কর্মা উৎসবের সভাপতি ডাক্তার এস.এন রায় ,ঘাটওয়াল সমাজের সম্পাদক শিবু রায়,শঙ্কর রায়,লখা রায়,ধ্রুব সিং,বিশাল রায়,রবি রায় সহ অনেকে উপস্থিত ছিলেন ।

  • আর জি কর কে নিয়ে প্রতিবাদ রূপনারায়ণপুরে পথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

    আর জি কর কে নিয়ে প্রতিবাদ রূপনারায়ণপুরে পথে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

    পাবলিক নিউজঃ ডেস্ক সালানাপুর:-অভয়ার মৃত্যুর একমাস পূর্তি ছিলো আর এদিনই ছিলো সুপ্রিম কোর্টের প্রথম শুনানি। আবার এদিনই জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে বলা হয়েছে। এর প্রতিবাদে ডাবর মোড় বাস স্ট্যান্ডে ৯ সেপ্টেম্বর হয়ে গেলো প্রতিবাদ সভা। আহ্বায়ক ছিলেন এই অঞ্চলেরই ডাক্তার উজ্জ্বয়িনী দেব, ডাক্তার কৃশানু মজুমদার, দুই স্বাস্থ্য কর্মী বৈশালী মুখার্জী ও মিতালি পাল এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত আরও অনেকে।
    এদিন রাত ৯টা থেকে ৯ মিনিট স্তব্ধ হয়ে প্রতিবাদ জানিয়ে এই সভা শুরু হয়।

    প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ অলক দাস, বর্ধমান মেডিকেল কলেজের ডাঃ কৃশানু মজুমদার, ডাঃ উজ্জ্বয়িনী দেব, ডাঃ প্রদীপ দত্ত, আর জি করের ডাঃ অঙ্কিতা চ্যাটার্জি, চিত্তরঞ্জন হাসপাতালের এসিস্টেন্ট নার্সিং অফিসার সন্ধ্যা সমাদ্দার, আসানসোল জেলা হাসপাতালের নার্স বৈশালী মুখার্জি প্রমুখ। প্রমিত ঘোষ তিলোত্তমার অবয়ব ফুটিয়ে তোলেন তার ক্যানভাসে। প্রতিবাদী কবিতায় প্রসেনজিৎ ঘোষ, শুভ্রা দাঁ, প্রসূন রায়, প্রতিবাদের নৃত্যে নীলাঞ্জনা সেনগুপ্ত, তা থৈ দে ও হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের দেবস্মিতা চ্যাটার্জি। গান গেয়ে শোনান দেবব্রত ভট্টাচার্য ও শুভ্রা রায়।
    বহু জনগন সামিল হন এই প্রতিবাদ সভায়, বার বার ধ্বনিত হয় তিলোত্তমার বিচার চাই।