Category: salanpur

  • পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়

    পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়

    পাবলিক নিউজঃ প্রকাশ দাস সালানপুর:-সালানপুর ব্লকের কল্যাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর থেকে প্রায় ১০৯টি ব্রিটিশ আমলের রূপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়।জানা যায় শনিবার সকালে দত্তদের যৌথ পরিবারের একটি পুরনো বাড়ির ঢিবি থেকে প্রায় ১০৯টি কয়েন উদ্ধার হয়।এর মধ্যে বেশ কিছু এক রুপি, হাফ রুপি, চার আনার কয়েন রয়েছে।জানা যায় স্থানীয় বাসিন্দা দিলীপ দত্ত রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ কে ফোন করে কয়েন উদ্ধারের বিষয়টি জানালে পুলিশ সেখানে যায় কয়েন গুলি নিজেদের হেফাজতে নিয়ে আসে।স্থানীয়রা জানান ফাঁকা জায়গায় স্থানীয় ছেলে মেয়েরা খেলাধুলা করছিল ‌। সেই সময় মাটি খুঁড়লে কয়েনগুলি বেরিয়ে আসে।এইগুলির আর্থিক মূল্যের চেয়েও ঐতিহাসিক গুরুত্ব যথেষ্ট বেশি বলে তারা উল্লেখ করা হচ্ছে। সালানপুর বিডিও রুশালি ক্লের বলেন ১০৯ টি রুপো ও অন্যান্য ধাতুর কয়েন উদ্ধার হয়েছে।বিষয়টি পশ্চিম বর্ধমান জেলাশাসক এবং মহকুমা শাসক কে জানানো হয়েছে।যেমন নির্দেশ দেওয়া হবে আগামী পদক্ষেপ তার পর নেওয়া হবে।

  • সালানপুরে ৩০ তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা

    সালানপুরে ৩০ তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা

    পাবলিক নিউজঃ প্রকাশ দাস রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ৩০তম আঞ্চলিক স্তরের আদিবাসী ভাষায় একাঙ্ক নাটক প্রতিযোগিতা এই প্রথমবার আয়োজন করা হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের রূপনারায়ানপুর হিন্দুস্তান কেবলস্ শ্রমিক মঞ্চে। এই প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়,পশ্চিম বর্ধমান জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ও বিশিষ্ট সাংবাদিক কবি ও আবৃত্তিকার বিশ্বদেব ভট্টাচার্য।
    এই আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় মোট পাঁচটি আদিবাসী দল অংশগ্রহণ করেছে ।আদিবাসীদের এই আঞ্চলিক স্তরের নাটক প্রতিযোগিতায় যে দল সেরা হবে তারা সরাসরি রাজ্য স্তরের অনুষ্ঠানে যোগ দেবে বলে জানা গেছে।
    এছাড়া এদিন উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী বিজয় সিং সহ আরো অনেকে।

  • সালানপুরে মাটি চাপা পড়ার ঘটনা / মৃত ও আহতদেরকে আর্থিক ক্ষতি পূরণ পিএইচইর / চাকরির দাবি / ইঞ্জিনিয়ার ইন চীফের নেতৃত্বে তদন্ত…

    সালানপুরে মাটি চাপা পড়ার ঘটনা / মৃত ও আহতদেরকে আর্থিক ক্ষতি পূরণ পিএইচইর / চাকরির দাবি / ইঞ্জিনিয়ার ইন চীফের নেতৃত্বে তদন্ত…

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোলের সালানপুরের ডামালিয়া এলাকায় পাইপলাইন বসানোর সময় মাটি চাপা পড়ে মৃত্যু ও জখম হওয়ায় ঘটনায় তদন্ত শুরু করলো রাজ্যের পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। বুধবার সকালে পিএইচইর ইঞ্জিনিয়ার ইন চীফ অনিমেষ ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতা থেকে একটি দল ঘটনাস্থলে আসে। তারা গোটা এলাকাটি ভালো করে পরিদর্শন করেন। আশপাশের লোকদের সঙ্গে কথা জানার চেষ্টা করেন মঙ্গলবার ঠিক কি ঘটনা ঘটেছিলো। তারা একইসাথে কথা বলেন পাইপলাইন বসানোর বরাত পাওয়া বেসরকারি ঠিকা এজেন্সির কর্মী ও আসানসোলের পিএইচইর ইঞ্জিনিয়ার সঙ্গে।
    এদিকে, এদিন সকালে আসানসোল জেলা মঙ্গলবারের ঘটনায় মৃত তিন যুবক ঝাড়খণ্ডের রাজ্জাক শেখ, রোহিত শেখ ও নীতিশ পাসোয়ানের মৃতদেহর ময়নাতদন্ত করা হয়। পরে পুলিশের তরফে তিনজনের মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। তিনজনের মৃতদেহর ময়নাতদন্তের সময় আসানসোল জেলা হাসপাতালে ছিলেন পিএইচইর এ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার। তিনি তিনজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে পিএইচইর তরফে আর্থিক ক্ষতি পূরণ হিসেবে তিনজনের পরিবারের হাতে ৪ লক্ষ টাকা করে চেক দেওয়া হয়েছে। একইসাথে এই ঘটনায় আহত এক যুবকের পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ হিসেবে ২ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
    এদিন সকালে মৃত নীতিশ পাসোয়ানের বাবা রামচন্দ্র পাসোয়ান ও পরিবারের সদস্য এবং সালানপুর ব্লকের দলের নেতা ও কর্মীদেরকে নিয়ে এলাকায় আসেন আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী। তিনি সবকিছু খতিয়ে দেখার পরে রীতিমতো উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এখানে কোন নিরাপত্তা নেই। এই এলাকা ধস কবলিত। এখানে জল প্রকল্প করার আগে পিএইচইর উচিত ছিলো। সবকিছু পরীক্ষা করে দেখা। মনে হচ্ছে কিছুই করা হয় নি। আমরা এর তদন্ত চাইছি। তিনি আরো বলেন, আমরা মৃতদেরকে পরিবারকে ২০ লক্ষ টাকা করে ক্ষতি পূরণ দেওয়ার দাবি করেছি। শুনেছি চার লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। তবে শুধু আর্থিক ক্ষতি পূরণ দিলে একজন করে চাকরি দিতে হবে। আমি ইতিমধ্যেই একাধিক দাবি নিয়ে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও পিএইচইর ইঞ্জিনিয়ার ইন চীফকে মেল করেছি। পরে এলাকা থেকে বংশগোপাল চৌধুরী আসানসোল জেলা হাসপাতালে আসেন। তার সঙ্গে ছিলেন সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায়।
    জানা গেছে, কুলটির বাসিন্দা মৃত নীতিশ পাসোয়ানের মাত্র দেড় বছর আগে বিয়ে হয়েছে। ৬ মাসের একটা সন্তান আছে। নীতিশের মেসোমশাই দামোদর পাসোয়ান বলেন, আর্থিক ক্ষতি পূরণ হিসেবে যাই দেওয়া হোক না, তাতে কি হবে? আমরা চাই পরিবারের একজনকে চাকরি দেওয়া হোক। একই দাবি করা হয়েছে বাকি দুজনের পরিবারের তরফে।
    এদিকে, এলাকা পরিদর্শনের পরে পিএইচইর ইঞ্জিনিয়ার ইন চীফ বলেন, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পিএইচই সবকিছু গুরুত্ব সহকারে দেখছে। তিনি আরো বলেন, মৃত তিনজন ও আহত একজনের পরিবারের পাশে পিএইচই আছে।
    অন্যদিকে, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য বলেন, মঙ্গলবার ঘটনার পরেই আমি এলাকায় গেছিলাম। পিএইচইর তরফে গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে। তারা রিপোর্ট দিলে জেলা প্রশাসনের গোটা বিষয়টি দেখবে। আশা করা হচ্ছে দু/তিনদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মৃত ও আহতদেরকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়া হয়েছে।

  • প্রমোশনের দাবি / সালানপুরে ইসিএলের কয়লাখনির কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মীদের, এজেন্টের বিরুদ্ধে অভিযোগ…

    প্রমোশনের দাবি / সালানপুরে ইসিএলের কয়লাখনির কাজ বন্ধ করে বিক্ষোভ কর্মীদের, এজেন্টের বিরুদ্ধে অভিযোগ…

    পাবলিক নিউজঃ আসানসোল:– প্রমোশন বা পদোন্নতির দাবিতে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের মধ্যেই ইসিএলের সালানপুর এরিয়ার ডাবর কোলিয়ারির এজেন্ট দীনেশ প্রসাদের বিরুদ্ধে অভিযোগ করলেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা দীনেশ শ্রীবাস্তব। তিনি বলেন, কয়লাখনির কর্মীদের প্রোমোশন বন্ধ। কয়লাখনিতে কর্মী সংখ্যা কম। কিন্তু এজেন্ট দীনেশ প্রসাদ চার/পাঁচজন খনি কর্মীদেরকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ব্যক্তিগত কাজ করাচ্ছেন। তিনি ডাবর কোলিয়ারিতে কর্মীদের উপর ব্রিটিশ শাসন চালাচ্ছেন।
    শুক্রবার সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনিতে প্রোমোশনের দাবি জানিয়ে সালানপুর এরিয়ার ডাবর কয়লা খনির সমস্ত কাজ বন্ধ করে দিয়ে কয়লা খাদান শ্রমিক কংগ্রেস বা কেকেএসসির ঝান্ডা নিয়ে বিক্ষোভ দেখান খনি কর্মীরা। শুক্রবার সকাল ১১টা থেকেই সমস্ত উৎপাদন ও পরিবহনের কাজ বন্ধ করে দেন বিক্ষোভকারী খনি কর্মীরা। তারা দাবি জানান, ডাবর কোলিয়ারিতে বহু কর্মী রয়েছেন যারা ১০বছরের বেশি সময় ধরে একই পোস্টে কাজ করছেন। কিন্তু তাদের কোনো প্রোমোশন দেওয়া হয়নি। কর্মীরা বলেন, বারবার এজেন্ট সহ বিভিন্ন দপ্তরে জানানো পরেও কোনো লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত সমস্ত কর্মীরা বিক্ষোভ আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।
    এদিন প্রায় তিন ঘন্টা বিক্ষোভের পরে কোলিয়ারি কর্তৃপক্ষ তরফে ম্যানেজার, এরিয়া পার্সোনাল ম্যানেজার সহ বিভিন্ন আধিকারিকরা এসে বিক্ষোভকারী কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের অসুবিধার কথা শুনে সমাধানের আশ্বাস দেন কোলিয়ারির আধিকারিকরা। এরপরেই বিক্ষোভ তুলে নেন কোলিয়ারির কর্মীরা। কোলিয়ারির কর্মীরা জানান, কতৃপক্ষকে আরো ১৫ দিন সময় দেওয়া হয়েছে। এই বারও যদি প্রোমোশন না হয় তবে তারা বৃহত্তম আন্দোলন গড়ে তুলবেন।
    তবে কর্মীদের সঙ্গে বৈঠকের ব্যাপারে এরিয়া পার্সোনাল ম্যানেজার শ্যামল চক্রবর্তীকে জিজ্ঞাসা করা হলে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে চাননি।
    যদিও ডাবর কোলিয়ারি ম্যানেজার পি কামটে বলেন, কর্মীরা প্রোমোশনের দাবিতে বিক্ষোভ শুরু করেছিলেন। প্রায় তিন ঘন্টা খনির কাজ বন্ধ ছিলো।তবে তাদের অসুবিধার কথা শোনার পর কোলিয়ারির তরফে সমাধানের আশ্বাস দেওয়া হলে তারা বিক্ষোভ তুলে নেন। এরপর কোলিয়ারিতে উৎপাদন, পরিবহন সহ স্বাভাবিক কাজ শুরু হয়।

  • মাইথন জলাশয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    মাইথন জলাশয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত কালীপাথর গ্রাম সংলগ্ন মাইথন জলাশয় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। শনিবার দুপুরের এই খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অজ্ঞাত পরিচয় ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
    জানা গেছে, শনিবার দুপুর কালীপাথর গ্রাম সংলগ্ন মাইথনের স্থানীয় নৌকা চালকেরা জলাশয়ে একটি মৃতদেহ ভাসতে দেখেন। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রুপনারায়নপুর ফাঁড়িতে খবর দেওয়া হলে, এলাকায় পুলিশ আসে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পুলিশ জানায় , উদ্ধার হওয়া মৃতদেহটি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঐ ব্যক্তির দিন কয়েক আগে মৃত্যু হয়েছে। দেহে পচন ধরেছে। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। মৃতদেহ উদ্ধারের বিষয়টি আশেপাশের থানায় জানানো হয়েছে। কিভাবে মৃতদেহটি এই জলাশয়ে তা খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।
    রবিবার আসানসোল জেলা হাসপাতালে দেহের ময়নাতদন্তের পরেই জানা যাবে, ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে।

  • পিসের উদ্যোগে তিন দিনব্যাপী রূপনারায়নপুর উৎসব শুরু/ উদ্বোধনে বারাবনির বিধায়ক

    পিসের উদ্যোগে তিন দিনব্যাপী রূপনারায়নপুর উৎসব শুরু/ উদ্বোধনে বারাবনির বিধায়ক

    পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার থেকে শুরু হলো তিন দিনব্যাপী রুপনারায়নপুর উৎসবে। এদিন সন্ধ্যায় এক অনুষ্ঠানে এই উৎসবের উদ্বোধন করেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহঃ আরমান ,পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, সমাজকর্মী এবং সাংবাদিক বিশ্বদেব ভট্টাচার্য, সমাজকর্মী জয়দীপ মুখোপাধ্যায় এবং বিজয় সিং ।
    এই উপলক্ষে প্রথম দিন প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের হাতে সারা বছরের খাতা, পেন্সিল ও পেন সহ পড়াশোনা সামগ্রী তুলে দেওয়া হয় পিসের পক্ষ থেকে। বিধান উপাধ্যায় তার বক্তব্যে এই সংস্থা যেভাবে দুঃস্থ ছাত্রছাত্রীদের গত ১৪ বছর ধরে পড়াশুনা এবং সাংস্কৃতিক জগতে নিয়ে কাজকর্ম করছে তার উচ্ছশিত প্রশংসা করেন। বিশ্বদেব ভট্টাচার্য বলেন, পিসে বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে তাদের ইভিনিং মিল বা সান্ধ্যকালীন খাবার দিয়ে নাচ, গান, আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হয়। শুধু রূপনারায়নপুর বা আসানসোল নয় এই রাজ্যের অন্য জায়গায় এমনকি বাংলাদেশে নানান ভাবে অনুষ্ঠান করে এসেছে এই সংস্থা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন পিস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের কর্ণধার শুভদীপ সেন। তিনি বলেন, রূপনারায়নপুর চিত্তরঞ্জন সংলগ্ন এলাকার মানুষ ছাড়াও বাইরের মানুষের সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ করা সম্ভব নয় । এই সংগঠন চালিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য চেয়ে আবেদন করেন। প্রথম দিন পিসের বাচ্চাদের সমবেত আবৃত্তি এবং অন্যান্য সংগীত ও নৃত্য অবশ্যই উল্লেখ করার মতো ছিল। শিক্ষা সহ একাধিক বিষয় এখানে আলোচনা চক্র, কবিতা পাঠের আসর সহ এবং প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। এছাড়াও এই উৎসবে সাথে খাদ্য মেলারও ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের তরফে ।

  • अपराधियों ने आसनसोल शिल्पांचल के प्रख्यात कल्यानेश्वरी मंदिर के दान पेटी पर हाथ साफ कर दिया।

    अपराधियों ने आसनसोल शिल्पांचल के प्रख्यात कल्यानेश्वरी मंदिर के दान पेटी पर हाथ साफ कर दिया।

    पब्लिक न्यूज़ आसनसोल :–अपराधियों ने आसनसोल शिल्पांचल के प्रख्यात कल्यानेश्वरी मंदिर के दान पेटी पर हाथ साफ कर दिया। घटना के बारे में मंदिर के मुख्य पुजारी ने बताया कि आज सुबह जब वह लोग मंदिर आए तो उन्हें बताया गया की मंदिर में दान पेटी का ताला तोड़ा गया है और दान पेटी में रखें रूपों की चोरी हो गई है उन्होंने कहा कि पिछले 10 वर्षों से दान पेटी को खोल नहीं गया था और एक अनुमान के मुताबिक कम से कम लख रुपए से ज्यादा का दान पेटी में था जिस पर चोरों ने हाथ साफ कर दिया उन्होंने कहा कि यह मंदिर हाईवे के किनारे पर स्थित है और इस जगह पर अगर इस तरह की घटना होती है तो लोग सुरक्षा की भावना से ग्रसित हो जाएंगे उन्होंने कहा कि चापटोरिया में कुछ बाहरी लोग आकर बसे हुए हैं प्रशासन का उन पर कोई नियंत्रण नहीं है उनको संदेह है कि उन्हें में से किसी ने यह काम किया है उन्होंने प्रशासन से अनुरोध किया कि उसे क्षेत्र में जो क्वार्टर बने हुए हैं उन परीत्यक्त थे क्वार्टरों को या तो गिरा दिया जाए या फिर वहां पर बाहरी लोगों को न रहने दिया जाए उन्होंने कहा कि पिछले 10 वर्ष से दान पेटी खोला नहीं गया था और एक अनुमान के मुताबिक कम से कम उसमें ₹100000 से ज्यादा की राशि थी

  • বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস ও উদ্বোধন

    বাসুদেবপুর জেমারি পঞ্চায়েতে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস ও উদ্বোধন

    পাবলিক নিউজঃ আসানসোল/ সালানপুর:-শনিবার সালানপুর ব্লকের বাসুদেবপুর জেমারী পঞ্চায়েতের অন্তর্গত বিভিন্ন গ্রামে একগুচ্ছ নতুন কাজের শিলান্যাস এবং উদ্বোধন করলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়।এদিন বিধায়ক বিধান উপাধ্যায় নিজে ফিতে কেটে, নারকেল ফাটিয়ে চারটি নতুন রাস্তা ও চারটি সাব মার্শালের শিলান্যাস ও উদ্বোধন করেন।এদিন তিনি জানান মানুষের এই রাস্তা গুলি চাহিদা ছিলো তাই তাদের অসুবিধার কথা মাথায় রেখে রাস্তার গুলি তৈরি করা হচ্ছে।এবং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ তারও কাজ চলছে।কিন্তু এখনো পানীয় জল দেওয়া শুরু হয়নি।তাই পানীয় জলের সমস্যা থেকে কিছুটা সুরাহ পেতে গ্রামে গ্রামে সাব মার্শালের করা হচ্ছে। তাছাড়া এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান এবং সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মণ্ডল,সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র,বাসুদেবপুর জেমারি পঞ্চায়েত প্রধান অনিল ধীবর সহ আরো অনেকে।

  • প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব।এবার বাদ পড়ছে না মন্দিরও।

    প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব।এবার বাদ পড়ছে না মন্দিরও।

    পাবলিক নিউজঃ আসানসোল :– প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব।এবার বাদ পড়ছে না মন্দিরও।এমনি ঘটনা দেখা গেলো আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত সবনপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরোনো কল্যানেশ্বরী মন্দিরে।এবার পুরোনো কল্যানেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ।ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।মন্দিরের সেবাইত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরে গেটের তালা ভাঙ্গা ও দানপত্র থেকে টাকা উধাও। তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের উপর টাকা ছিলো দানপাত্রে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয় নিয়ে খুবই চিন্তিত মন্দির কমিটির সদস্যরা যদি এইভাবে চুরি হয় মন্দিরে তাইলে মানুষের সুরক্ষা কোথায়? এই প্রশ্ন রয়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ এর কাছে। এবার দেখার পালা কত দিনের মধ্যে তারা চোরকে ধরতে পারে। এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক যদি এইভাবে মন্দিরে চুরি হয় তাহলে কোন জায়গায় সুরক্ষিত থাকবে এলাকাবাসীরা। পুলিশ এই বিষয় জানার পর ঘটনাস্থলে পৌঁছে যায় এবং জিজ্ঞাসা বাদ করে আশেপাশের লোককে এরপরে মন্দির কমিটির লোককে। সিসিটিভি বিষয় নিয়ে তারা জিজ্ঞাসা বাদ করে এবং খুঁটিয়ে চেষ্টা করে দেখা পুলিশ এখন চুরি হওয়া টাকা উদ্ধার এবং চোরকে ধরার চেষ্টা করছে।

  • চার বছর আগে সালানপুরের ঘটনা / মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক, সোমবার আসানসোল আদালতে সাজা ঘোষণা

    চার বছর আগে সালানপুরের ঘটনা / মানসিক ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত যুবক, সোমবার আসানসোল আদালতে সাজা ঘোষণা

    পাবলিক নিউজঃ আসানসোল :– চার বছর আগে আসানসোলের সালানপুর থানা এলাকায় ঘটনাটি ঘটেছিলো। মানসিক ভারসাম্যহীন বছর ২০/২১ র এক যুবতীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হলো এক যুবক। শনিবার আসানসোল আদালতের অতিরিক্ত জেলা জজ বা এডিজে ( দ্বিতীয়) তানিয়া ঘোষ সালানপুরের বাসিন্দা রবি তুড়ি ওরফে গুটু নামে ঐ যুবক মামলার শুনানির শেষ দিনে ভারতীয় দন্ডবিধির বা আইপিসির ৩৭৬ নং ধারায় দোষী সাব্যস্ত করেন। আগামী সোমবার বিচারক যুবকের সাজা বা শাস্তি ঘোষণা করবেন বলে এই মামলার সরকারি আইনজীবী বা পিপি তাপস উকিল জানিয়েছেন। তিনি আরো বলেন, এই মামলা চলাকালীন আদালতে তিন চিকিৎসক সহ মোট ১৫ জন সাক্ষ্যদান করেছেন। দোষী সাব্যস্ত হওয়া যুবক এখন জেলেই আছে। পুলিশ নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ায় যুবক জামিন পায়নি। সেক্ষেত্রে তার কাস্টডি ট্রায়াল হয়েছে।
    সরকারি আইনজীবী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১১ জুলাই হঠাৎ করে সালানপুরের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন ঐ যুবতীর পেটের ব্যথা শুরু হয়। তখন তাকে তার মা এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। তখন চিকিৎসক পরীক্ষা করে বলে, যুবতী ৪/৫ মাসে অন্তঃসত্ত্বা। তখন মা মেয়েকে বাড়িতে নিয়ে আসেন ও জানতে চান, কে এই কাজ করেছে? পরে যুবতী বলে এলাকারই বাসিন্দা রবি তুড়ি ওরফে গুটু তাকে জোর করে বাড়ির অদূরে রেললাইনের পাশে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন করেছে। এরপর সেদিনই গোটা ঘটনার কথা জানিয়ে যুবতীর মা সালানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে, তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩৭৬ নং ধারায় ধর্ষণের মামলা করে। যুবতীকে আসানসোল জেলা হাসপাতালের গাইনোকলজিস্ট বা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করে রিপোর্ট দেন। এরপর যুবতীর মানসিক অবস্থা ঠিক আছে কিনা তা দেখার জন্য আসানসোল জেলা হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ডিপি রায় চৌধুরী তার পরীক্ষা করেন। তিনি তার রিপোর্ট দেওয়ার পাশাপাশি যুবতীর ” আইকিউ ” পরীক্ষার জন্য আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগে রেফার করেন। সেখানে দুই এ্যাসোসিয়েট প্রফেসর যুবতীর পরীক্ষা করেন। তারা রিপোর্টে বলেন, যুবতীর ” আইকিউ ” খুবই কম। পরবর্তী কালে ঐ যুবতী মৃত সন্তান প্রসব করেন। আদালতের নির্দেশে আসানসোল জেলা হাসপাতালে ঐ সদ্যজাতর ময়নাতদন্তের সময় রক্তের নমুনা নেওয়া হয়। একইসঙ্গে অভিযুক্ত যুবকের রক্তের নমুনা নিয়ে সদ্যজাতর রক্তের নমুনার সঙ্গে মিলিয়ে দেখা হয়। তাতে মিল পাওয়া যায়। সেই রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। যা অভিযুক্ত যুবকের দোষ প্রমাণের বড় হাতিয়ার হয়।
    শেষ পর্যন্ত চার বছরেরও বেশি সময় ধরে মামলা চলাকালীন চিকিৎসকদের রিপোর্ট, তথ্য প্রমাণ ও সাক্ষ্য দান শেষে শনিবার বিচারক যুবককে দোষী সাব্যস্ত করেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।