Category: purbo burdwan

  • এক ব্যক্তিকে প্রাণে বাঁচালেন দুই রেল পুলিশের কর্মী।মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পান ওই রেল যাত্রী।

    এক ব্যক্তিকে প্রাণে বাঁচালেন দুই রেল পুলিশের কর্মী।মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পান ওই রেল যাত্রী।

    পাবলিক নিউজঃ পূর্ব বর্ধমান:-এক ব্যক্তিকে প্রাণে বাঁচালেন দুই রেল পুলিশের কর্মী।মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পান ওই রেল যাত্রী। জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যরত এক মহিলা ও পুরুষ আরপিএফ কর্মীর তৎপরতা ও বিচক্ষণতায় মুহূর্তে মধ্যে চলন্ত ট্রেনের নিচে ঢুকে যাওয়ার আগেই ওই যাত্রীকে টেনে প্লাটফর্মে তুলে প্রাণ বাঁচিয়ে দেন তাঁরা। দুর্ঘটনায় ওই যাত্রীর পায়ে অল্প চোট লাগলেও মৃত্যুর মুখ থেকে প্রাণে বাঁচেন বিহারের মধুবনী জেলার রঘুপুর ইটাহার গ্রামের বাসিন্দা শৈলেন্দ্র চৌধুরী (৫৮)। স্বাভাবিকভাবেই ঘটনার আকস্মিকতা কাটিয়ে কর্তব্যরত আরপিএফ কর্মীদের ভগবানের সঙ্গে তুলনা করে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই রেল যাত্রী শৈলেন্দ্র চৌধুরী।

    আরপিএফ বর্ধমান পোস্ট সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে বর্ধমান রেল স্টেশনের ৫নম্বর প্লাটফর্মে “মিশন জীবন রক্ষা” এর অধীনে নজরদারির কাজ করছিলেন এলসি নিভা কুমারী ও কনস্টেবল যোগেশ কুমার। সেইসময় ভোর ৩ টা ৫৪ মিনিটে ৫নম্বর প্লাটফর্মে ডাউন গঙ্গা সাগর এক্সপ্রেস এসে দাঁড়ায়। ৪টের সময় ট্রেনটি প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাবার সময় হঠাৎ এক যাত্রী ট্রেন থেকে নামতে যান প্লাটফর্মে। সেইসময় শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে পা পিছলে সরাসরি চলন্ত ট্রেনের নিচে ঢুকে যাচ্ছিলেন ওই যাত্রী। কিন্তু ওই প্লাটফর্মেই কর্তব্যরত আরপিএফ কর্মী নিভা কুমারী মুহূর্তের মধ্যে ছুটে গিয়ে ওই ব্যক্তির হাত ধরে টানতে শুরু করে দেন। ছুটে আসেন আরেক কর্মী যোগেশ কুমার। তাদের দুজনের প্রচেষ্টায় ওই যাত্রীকে ট্রেনের নিচে ঢুকে যাওয়ার আগেই উদ্ধার করা হয়।প্লাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরা রেল পুলিশের এই কাজের ভুয়সী প্রশংসা করেছেন। মৃত্যুর মুখ থেকে প্রাণ ফিরে পেয়ে শৈলেন্দ্র চৌধুরীও রেল পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন। আরপিএফ এর এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের সচেতন করার জন্য তারা সারাবছর বিভিন্নভাবে প্রচার করেন। চলন্ত ট্রেন থেকে ওঠা বা নামার বিষয়ে সর্বদাই সতর্ক থাকতে বলা হয়। তারপরেও অসচেতনতার কারণে কিছু দুর্ঘটনা ঘটে। আরপিএফ কর্মীরা সজাগ থাকে বলেই একজন যাত্রীর প্রাণ বাঁচানো গেছে। যারা ওই যাত্রীর প্রাণ বাঁচিয়েছেন সেই অফিসারদের ধন্যবাদ জানিয়েছেন রেল পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা।

  • পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোরে ভাতারের নাগরিক কমিটির উদ্যোগে সকাল থেকেই সারাদিনব্যাপী আরজি কর ঘটনায় প্রতীকী অনশন কর্মসূচি

    পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোরে ভাতারের নাগরিক কমিটির উদ্যোগে সকাল থেকেই সারাদিনব্যাপী আরজি কর ঘটনায় প্রতীকী অনশন কর্মসূচি

    পাবলিক নিউজঃ পূর্ব বর্ধমান:–পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের নাসিগ্রাম মোরে ভাতারের নাগরিক কমিটির উদ্যোগে শুক্রবার সকাল থেকেই সারাদিনব্যাপী আরজি কর ঘটনায় প্রতীকী অনশন কর্মসূচি।এই কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল সহ ভাতারের বিভিন্ন গ্রামের মানুষজন। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
    আর জি কর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ জানিয়ে এই অনশন কর্মসূচি বলে জানান ভাতার বিধানসভার প্রাক্তন বিধায়ক সুভাষ মন্ডল।

  • ৭০ লক্ষ্য থেকে ৮০ লক্ষ টাকার দুর্গা মায়ের গহনা চুরি নবমীর রাতে, কেতু গ্রামের চ্যাটার্জি বাড়ির ঘটনা

    ৭০ লক্ষ্য থেকে ৮০ লক্ষ টাকার দুর্গা মায়ের গহনা চুরি নবমীর রাতে, কেতু গ্রামের চ্যাটার্জি বাড়ির ঘটনা

    পাবলিক নিউজঃ পূর্ব বর্ধমানের:– দুর্গা পুজোর শেষ দিনে, দুর্গা মন্দিরে চুরি। কেতুগ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
    বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। গত কয়েকদিন ধরে উৎসব মুখরিত হয়ে রয়েছে আপামর বাঙালি। কিন্তু এরই মধ্যে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থানার পাঁচুন্দি গ্রামের শতাব্দী প্রাচীন চ্যাটার্জী বাড়ীর দুর্গা মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা যায় আজ ভোর বেলায় পরিবারের সদস্য অরূপ চ্যাটার্জী এই বিষয়টি প্রথম লক্ষ্য করেন। তারপর বিষয়টি জানাজানি হতেই মন্দিরের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গতকাল রাত্রি ১ টা নাগাদ মন্দিরের তালা ভেঙে এক ব্যাক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবী প্রতিমার সমস্ত অলঙ্কার খুলতে দেখা যায়। পরিবারের তরফ থেকে দাবি করা হয় সমস্ত দেবদেবীর প্রতিমার গায়ের গহনাই চুরি হয়ে গেছে যার বাজার মূল্য আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা। এই বিষয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে কেতুগ্রাম থানার পুলিশ।

  • দুস্থ মেধাবী ছাত্রীথ পাশে দাঁড়ালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন।

    দুস্থ মেধাবী ছাত্রীথ পাশে দাঁড়ালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন।

    পাবলিক নিউজঃ আউসগ্রাম :–দুস্থ মেধাবী ছাত্রীথ পাশে দাঁড়ালেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল সভাপতি আব্দুল লালন। কাঁকসা থানার হাজরাবেরা গ্রামের বাসিন্দা জুলি পাল নামে ওই ছাত্রীর হাতে আব্দুল লালন আর্থিক সাহায্য তুলে দিলেন। জুলি জানিয়েছেন বিএড পড়ার সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারবেন কিনা তানিয়ে দুঃচিন্তায় ছিলেন। এই খবর পেয়ে আব্দুল লালন তাকে ভর্তি ফিএর টাকা এদিন বৃহস্পতিবার ওই ছাত্রীর হাতে তুলে দেন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন বি এড পড়ার খরচ তিনি বহন করবেন।


    জানা গিয়েছে এদিন বৃহস্পতিবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষ্যে আউশগ্রামের অমরপুর অঞ্চল এলাকায় স্বচ্ছতা অভিযান চালানো হয়। এনিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন আউশগ্রাম ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, সিডিপিও মহম্মদ ইমরান। এই অনুষ্ঠানের মধ্যেই জুলি পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন আব্দুল লালন।
    কাঁকসা থানার হাজরাবেরা গ্রামে বাড়ি জুলির। বাবা পরেশ পাল রঙমিস্ত্রির কাজ করেন। খুব গরিব পরিবার। আর কষ্ট করেই ইংরেজি বিষয়ে এম এ পাশ করেছেন জুলি। এরপর বিএডের জন্য আবেদন করেছিলেন। বর্ধমানে বি এডের জন্য সুযোগ পেয়েছেন। কিন্তু অ্যাডমিশন ফি এর টাকা পর্যন্ত ছিল না। স্থানীয় এলাকা থেকে এই খবর পান গেঁড়াই গ্রামের বাসিন্দা আবদুল লালন। আবদুল লালন বলেন,”জুলিকে বলেছি বিএড পড়ার জন্য যা খরচ হবে সবটার ব্যবস্থা করে দেব।”

  • लायंस आसनसोल शताब्दी और आसनसोल यूथ ने प्रदान किया 6 सिलाई मशीन

    लायंस आसनसोल शताब्दी और आसनसोल यूथ ने प्रदान किया 6 सिलाई मशीन

    आसनसोल : लायंस क्लब आसनसोल शताब्दी और लायंस क्लब आसनसोल यूथ कि और से एक सिलाई मशीन परमानेंट प्रोजेक्ट की तरफ से 6 छह सिलाई मशीन पेडस्टल और मोटर मशीन के साथ महिला सशक्तिकरण के लिए रेलपार के फैज ए आम मस्तूरत मरकज एनजीओ साहिना परवीन के समन्वय में दिया गया है। इसका उद्घाटन डॉ .एस .के .बसु एम .सी .सी, पी .एम .जे .एफ और मुख्य अतिथि लायन शेख मोहिनुद्दीन, पीएमजेएफ और प्रथम वीडीजी 322-सी3 के हाथो फीता काटकर किया गया ।


    इस मौके पर मुफ्ती ज़ुबैर कासिमी साहब, लायन शिबराम पारिखा आरसी 2023, लायन सौमिला पारिखा, आईपीपी, लायन इश्तियाक अख्तर, मायएलसीआई और डीसी लायंस क्वेस्ट ने इस परियोजना में सक्रिय रूप से मौके पर उपस्थित थे।

    इस मौके पर  लायन अनिकेत, लायन मौसमी रॉय, लायन आशीष, बरुण, अभिक कार्यक्रम का उदेश महिला सशक्तिकरण और आत्म निर्भर 6 मशीन से शुरू होगा कोचिंग का काम और प्रशिक्षण भी दिया जाएगा। उनलोगो ताकि उनकी कुछ आमदनी हो और अपने परिवार में सहायता दे सके यह उद्देश्य ही है हमारा इन गरीब महिलाओं को सशक्तिकरण कर उनके अपने जीवन में आत्मनिर्भर करना और परिवार के लिए कुछ कर सके ऐसा तैयार हमारी ओर से की जाएगी।इस सिलाई मशीन के द्वारा ट्रेनिंग देकर और प्रशिक्षण देकर उनको आत्मनिर्भर बनाया जाएगा।

  • আসানসোলে নুনিয়া নদীতে ডুবে মৃত্যু যুবকের

    আসানসোলে নুনিয়া নদীতে ডুবে মৃত্যু যুবকের

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল :–স্নান করতে নেমে নুনিয়া নদীতে তলিয়ে ডুবে মৃত্যু হলো এক যুবকের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ি এলাকায়। আসানসোলের কালিপাহাড়ি ক্যান্টিন এলাকার বাসিন্দা মৃত যুবকের নাম ঝাবড়া ভুঁইয়া (৩৬)।
    জানা গেছে, এদিন বিকেলে বাড়ির অদূরে কালিপাহাড়িতে নুনিয়া নদীতে স্নান করতে নামে ঝাবড়া ভুঁইয়া। আচমকাই সে নদীতে তলিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোক ও এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে আসে। একইসাথে খবর পেয়ে এলাকায় পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সন্ধ্যা নাগাদ ঐ যুবককে নদী থেকে উদ্ধার করা হয়। এরপর পুলিশ তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

    যুবকের বাড়ির লোকেরা পুলিশকে জানান যে, তার মৃগী রোগ ছিলো। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, মৃগী রোগের কারণে ঐ যুবক স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় ও ডুবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে। মঙ্গলবার আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত করা হবে।

  • দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    দূর্গাপুরে ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা / সূত্র পেতে রুপনারায়নপুরে দুটি বাড়িতে পুলিশের তল্লাশি / আগ্নেয়াস্ত্র, টাকা, গাড়ি উদ্ধার

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোলের:- সালানপুর থানার রবিবার রাত দেড়টা থেকে রূপনারায়ণপুরের পিঠাকিয়ারির ফকরাডি এলাকায় পৃথ্বীরাজ জয়সওয়াল নামে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার রাত দেড়টা থেকে এই তল্লাশি অভিযান চালানো হয়। অন্যদিকে, রুপনারাণপুরের হটাৎ কলোনির জমি ব্যবসায়ী অশোক দাসের বাড়িতে সোমবার সকালে একইভাবে অভিযান চালায় পুলিশ।
    জানা গেছে, এই অভিযানের পরে দুটি বাড়ি পুলিশ সিল করেছে। পৃথ্বীরাজের স্ত্রীকে আটক করা হয়েছে। তার বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। এর পাশাপাশি ঐ বাড়ি থেকে দুটি গাড়ি ও ছয়টি মোটর বাইক, কয়েক লক্ষ টাকা ও কিছু নথিপত্র পাওয়া গেছে। অন্যদিক, অশোক দাসের বাড়ি থেকেও দুটি গাড়ি পুলিশ পায়। সেগুলোও আটক করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশের সঙ্গে সালানপুর থানা ও রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ এই অভিযানে ছিলো । দুর্গাপুরে দিন কয়েক আগে এক ব্যবসায়ীর ১ কোটি ১ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই পুলিশ কর্মী সহ ৬ জনকে এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করেই এই দুই বাড়িতে অভিযান চালানো হয় বলে পুলিশের এক আধিকারিক সোমবার জানিয়েছেন।

    রূপনারায়নপুরের ফকরাডিতে পৃথ্বীরাজ জয়সওয়ালের তিন তলা বড়সড় বাড়িটি উঁচু পাঁচিল দিয়ে ঘেরা। ভেতরে একাধিক চারচাকা ও দুই চাকা গাড়ি রাখার গ্যারেজ আছে। বাড়ির চারিদিকে সিসিটিভিতে মোড়া। স্থানীয় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য বলেন, আড়াই বছর আগেই ঐ পরিবার এখানে বাড়িটি করেছেন। কিন্তু তাদের কিসের ব্যবসা আছে তা তার জানা নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলস রোডের পাশে পৃথ্বীরাজের রেস্টুরেন্টের ব্যবসা আছে।
    অন্যদিকে অশোক দাসের স্ত্রী চঞ্চলা কুমারী বলেন, পুলিশ এসে আমাদের বাড়িটা সিল করেছে। আমার স্বামীর সাথে কথা হয়নি। স্বামী নেই বাড়িতে। ওরা ঘরের ভেতরে টাকা খুঁজছিলেন। কিছুই তারা পায়নি। আমার স্বামী জমি প্লটিংয়ের কাজ করেন বলে তিনি জানান।
    প্রসঙ্গতঃ, দিল্লির বাসিন্দা ব্যবসায়ী মুকেশ চাওলার কাছ থেকে ১ কোটি ১ লক্ষ টাকা দূর্গাপুর থানার এক পুলিশ এবং তার সঙ্গীরা গত ৫ সেপ্টেম্বর ছিনিয়ে নেয় বলে অভিযোগ উঠেছিলো। দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনা ঘটেছিলো। দিল্লির লাজপত নগরের বাসিন্দা রেলের ঠিকাদার মুকেশ চাওলা ব্যবসায়িক কাজকর্মে ঐদিন আসানসোলে আসেন তার ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করে কথা বলার জন্য। ‌

    বিকেলে তিনি এবং তার সঙ্গী উত্তরপ্রদেশের মির্জাপুরের মনোজ কুমার সিং এবং পশ্চিম বর্ধমান জেলার অমিত সিংকে নিয়ে কলকাতা রওনা দেন। ‌পথে দুর্গাপুরে ১৯ নং জাতীয় সড়কে পিয়ালা কালীবাড়ির কাছে কয়েকজন ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে তার গাড়ি আটকান। গাড়ি পরীক্ষার নামে ব্যবসায়ীর কাছে থাকা ১ কোটি ১ লক্ষ টাকা নিয়ে চম্পট দেন বলে অভিযোগ। ‌ অভিযোগ পেয়ে পুলিশ দুর্গাপুর থানায় কর্মরত এ এস আই অসীম চক্রবর্তী, সিআইডির বম্ব স্কোয়াডের এএসআই চন্দন চৌধুরী, বরখাস্ত পুলিশ কর্মী মৃত্যুঞ্জয় সরকার, গাড়ির চালক দুর্গাপুরের ধান্দাবাগের সুরজ কুমার রাম এবং দুর্গাপুরের রানা প্রতাপ এলাকার আশিস মার্কেটের সুভাষ শর্মাকে গ্রেফতার করে‌। সেই টাকা ছিনতাইয়ের ঘটনার সূত্র পেতে আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ি এলাকার পৃথ্বীরাজ জওসওয়াল ও অশোক দাসের বাড়িতে দুর্গাপুর থানার পুলিশ তল্লাশি চালায়। পুলিশের পক্ষ থেকে এ তল্লাশি নিয়ে নির্দিষ্ট করে কোন কিছু বলা হয়নি। পরে সব জানানো হবে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

  • পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

    পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন

    পাবলিক নিউজঃ ডেস্ক পশ্চিম বর্ধমান:- আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে রবিবার আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম ও জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, জেলার ডিআই সুনীতি সাঁপুই সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে অভিভাবকেরাও ছিলেন। এদিন এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলো।

  • আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    আরজি করের ঘটনার প্রতিবাদ / বিচার চেয়ে আসানসোল শহরে সিপিএমের মিছিল/ আসানসোল, 

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:-আরজি করের ঘটনার প্রতিবাদে ও বিচার চেয়ে রবিবার বিকেলে আসানসোলের গির্জা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত সিপিআইএমের ডাকে একটি প্রতিবাদ মিছিল করা হয়। এই প্রতিবাদ মিছিলে আসানসোল শিল্পাঞ্চল সিপিআইএমের সকল নেতা ও কর্মী উপস্থিত ছিলেন। তাদের একটাই দাবি ছিল কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ডাক্তারকে যারা ধর্ষণ ও খুন করেছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হোক। সিপিআইএমের কর্মীদের হাতে ছিলো বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার। তারা বলেন, এই ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে প্রতিবাদের কণ্ঠস্বর শোনা যাচ্ছে।

    সিপিআইএমও একই আওয়াজ তুলেছে। এই মিছিলের আয়োজন করার উদ্দেশ্য হলো যাতে অপরাধীদের যত তাড়াতাড়ি সম্ভব চিহ্নিত করা হয় এবং কঠোরতম শাস্তি দেওয়া হয়।
    এই প্রসঙ্গে, সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, বাংলা তথা পুরো দেশের মানুষদের মতো আমাদের একই দাবি রয়েছে। এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এ বিষয়টি মাথায় রেখেই গির্জা মোড় থেকে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রম মোড়ের কাজী নজরুল ইসলামের মূর্তি পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয়।

  • কুলটির ঘটনা / বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য কুলটি

    কুলটির ঘটনা / বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্য কুলটি

    File photo

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল:- বাড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে আসানসোলে কুলটি থানার কল্যানেশ্বরীর কদুভিটা এলাকায়। মৃত যুবকের নাম আকাশ মল্লিক (২৯)। রবিবার সকালে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়।
    পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আসানসোলের কুলটি থানার কল্যানেশ্বীর কদুভিটা এলাকার যুবক আকাশ মল্লিক শনিবার বাড়িতে একাই ছিলো। মা সহ বাড়ির লোকেরা সবাই বাইরে কাজে গেছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ তারা ফিরে আসেন ও দেখেন বাড়ির বাইরে আকাশ অচৈতন্য অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন।

    File photo

    সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
    বাড়ির লোকেরা পুলিশকে জানান, বাড়ির বাইরে একটা বিদ্যুৎবাহী তার খোলা অবস্থায় ছিলো। শনিবার বিকেলে যখন বৃষ্টি পড়ছিলো, তখন কোনভাবে আকাশ মল্লিক সেই তারের সংস্পর্শে চলে আসে ও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যায়।
    প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঐ তারের সংস্পর্শে চলে আসার কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঐ যুবকের মৃত্যু হয়েছে। বাড়িতে কেউ না থাকায়, তা জানা যায়নি। পরে, বাড়ির লোকেরা আসায় তারা তা জানতে পারেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে।