पब्लिक न्यूज़ आसनसोल :–आसनसोल के रेल पार अंतर्गत 30 नंबर वार्ड इलाके के छोटी बाजार क्षेत्र के शिव मंदिर के पास एक मोबाइल दुकान में कल रात चोरों ने एक बड़ी घटना को अंजाम दिया दुकान के मालिक धर्मेंद्र ने बताया कि रोजाना की तरह कल रात भी वह अपना दुकान बंद कर घर गए जब आज सुबह वह दुकान खोलने आए तो देखा कि अपराधियों ने दीवार तोड़कर उनके दुकान में चोरी की घटना को अंजाम दिया है उन्होंने कहा कि तकरीबन 40000 रुपए के आसपास के सामान की चोरी हुई है घटना की जानकारी पाकर आसनसोल उत्तर थाने की पुलिस मौके पर पहुंच गई और उन्होंने इस घटना की जांच शुरू कर दी वहीं आसनसोल रेल पार ट्रेडर्स एसोसिएशन के सदस्य भी मौके पर पहुंच गए और उन्होंने दुकान के मालिक से बातचीत की और जानने की कोशिश की की क्या हुआ था इस संदर्भ में संगठन के अध्यक्ष आशीष चटर्जी ने कहा कि धर्मेंद्र उनके संगठन के पुराने सदस्य हैं और बेहद सक्रिय रहते हैं उनकी दुकान में इस तरह से चोरी की घटना से इस क्षेत्र के व्यापारी दहशत में है उन्होंने प्रशासन से मांग की की इस घटना की पूरी तरह से जांच की जाए और अपराधियों को गिरफ्तार कर सामान की बरामदगी की जाए। इसके साथ ही उन्होंने यहां पर दुकानदारों को सुरक्षा उपलब्ध कराने की भी मांग की।
पब्लिक न्यूज़ आसनसोल: रिश्वतखोरी के मामले में मंगलवार को बैंक अधिकारी को सीबीआई कोर्ट ( Asansol CBI Court ) में दोषी साबित होने पर सजा सुनाई गई। आसनसोल सीबीआई विशेष न्यायालय के जज राजेश चक्रबर्ती ने यूनियन बैंक आफ इंडिया के सैंथिया के प्रबंधक रहे शरद चंद को 5 हजार रुपए रिश्वत लेने के आरोप में दोषी पाए जाने पर 4 साल के कारावास तथा 10 हजार का जुर्माना की सजा का आदेश दिया गया। वहीं जुर्माना नहीं चुकाने पर 3 माह की अतिरिक्त कारावास की सजा भुगतनी होगी। अभियोजन पक्ष के ओर से बताया गया कि 13 मई 2015 को आरोपित ने बैंक के ग्राहक प्रणय मुखर्जी से 5 हजार रूपया रिश्वत मांगा था। जहां कोलकाता सीबीआई की भ्रष्टाचार निरोधक शाखा ने जाल बिछाकर आरोपित को 5 हजार का रिश्वत लेते हुए रंगे हाथ गिरफ्तार किया था। गौ तस्करी CBI चार्जशीट आरोपित ने शिकायकर्ता से 5 हजार की रिश्वत मांगी थी। शिकायतकर्ता के पिता सेना में थे, जिनकी मौत के बाद उनकी पत्नी के खाते में पेंशन का भुगतान होना था। उक्त पेंशन को चालू करने के लिए आरोपित ने शिकायकर्ता से रिश्वत मांगी थी। मामले की सुनवाई 2017 में शुरू हुई। विभिन्न गवाहों और दलीलों के बाद जज ने आरोपित को दोषी करार दिया। जिसके बाद मंगलवार को सजा की घोषणा की गई।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– মাসের মধ্যেই সাইবার অপরাধের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪০ লক্ষ টাকা ফিরলো আসানসোল পুরনিগমের একাউন্টে। আসানসোল সাইবার থানা ও ব্যাঙ্কের তৎপরতায় মঙ্গলবার পুরনিগমের একাউন্টে ঐ টাকা ফিরে এসেছে বলে জানিয়েছেন আসানসোল পুরনিগমের আইনী উপদেষ্টা সুদীপ্ত ঘটক। এই ৪০ লক্ষ টাকার মধ্যে ১২ লক্ষ টাকা ঘটনা জানাজানি হওয়ার পরে আসানসোলের ব্যাঙ্ক কতৃপক্ষ মধ্যপ্রদেশের একটি ব্যাঙ্কে থেকে লেনদেন হওয়ার আগেই আটকে দেয়। কিন্তু বাকি ২৮ লক্ষ টাকা অন্য একাউন্টে ট্রান্সফার হয়ে গেছিলো। প্রসঙ্গতঃ, ২০২২ সালের বাতিল হওয়া চেকে জাল সই করে ও ফোন নম্বর পরিবর্তন সংক্রান্ত একটি ভুয়ো চিঠি ব্যাঙ্কে দিয়ে আসানসোল পুরনিগমের ৪০ লক্ষ টাকা আর্থিক জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছিলো। সেই ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে আসানসোলের সাইবার ক্রাইম থানার পুলিশ মধ্যপ্রদেশের (এমপি) আনুপুর থেকে গ্রেফতার করেছিলো মাধব সারোগী ও প্রিয়াংশু সাহু নামে দুজনকে । তাদের মধ্যে মাধবের বাড়ি মধ্যপ্রদেশের অনুপুরে আর প্রিয়াংশুর বাড়ি ছত্রিশগড়ের পেন্দ্রাতে। আসানসোল সাইবার থানায় গত ৩০ অক্টোবর পুলিশের তরফে বলা হয় আসানসোল পুরনিগমের ফিনান্স অফিসার আহমেদ কমল ফরিদি গোটা বিষয়টি নিয়ে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগে বলা হয়েছিল গত ৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত পুরনিগমের ছুটি ছিল। এর মধ্যে ১৪ অক্টোবর আসানসোল পুরনিগমের একটি ভুয়ো প্যাডে আধিকারিকের স্বাক্ষর জাল করে নতুন একটি মোবাইল নম্বর দিয়ে বলা হয়, এবার থেকে এই নম্বরে যোগাযোগ করতে হবে। এরপরেই ২৯ অক্টোবর ঐ ব্যাংকের ম্যানেজার পুরুষোত্তম কুমার পুরনিগমকে জানান, ২৮ অক্টোবর তাদের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা তোলা হয়েছে। পাশাপাশি, ৮০ লক্ষ টাকার একটি চেক জমাও পড়েছিল। সেটি আটকানো হয়েছে। ঐ ৪০ লক্ষ ৫০১ টাকা তোলার সময় ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু পুরনিগমের সঙ্গে কোন রকম যোগাযোগ করেনি। ১৪ অক্টোবরের ঐ চিঠির কথা পুরনিগম ২৯ অক্টোবর ব্যাংকের মাধ্যমে জানতে পারে। ততক্ষণে ঐ টাকা মধ্যপ্রদেশেরই আনুপুর শাখার রাষ্ট্রয়ত্ত ব্যাংকের মাধ্যমে দুষ্কৃতিদের একাউন্টে চলে যায়।
পাবলিক নিউজঃ আসানসোল:– বরাকরের মনবেড়িয়াতে পুলিশের হানা,অবৈধ লটারী কারবারির বাড়িতে, গ্রেফতার দুজন।আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার বরাকর ফাঁড়ি অন্তর্গত ৬৮নং ওয়ার্ডের বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে কুলটি থানা ও বরাকর ফাঁড়ি পুলিশের হানা।পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে এই অভিযান চালায় বলে সূত্রের খবর।বরাকরের মনবেড়িয়ার সুকান্ত পল্লীতে আজ বিকালে অবৈধ লটারী কারবারির বাড়িতে অভিযান চালিয়ে প্রিয়দর্শন মিশ্রা এবং ঝন্টু সাউ নামক ২জনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া তাদের বাড়ি থেকে লটারির প্রিন্টিং মেশিন বাজেয়াপ্ত করেছে পুলিশ বলে জানা যায়। উল্লেখ্য আসানসোল দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জাল লটারি টিকিট বিক্রি হচ্ছে। এর জন্য এক দিকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে অন্যদিকে রাজ্য সরকারের ও ক্ষতি হচ্ছে।
पब्लिक न्यूज़ आसनसोल : आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की आसनसोल दक्षिण थाना द्वारा मोहिशीला सिमुलतला और हिल व्यू इलाकों में दो जगहों पर छापामारी की गई। वॉटर प्यूरीफायर कंपनी के अधिकारियों द्वारा थाना में शिकायत दर्ज कराई गई थी कि आसनसोल में कुछ लोगों द्वारा उनकी कंपनी के वॉटर प्यूरीफायर का डुप्लीकेट बनाकर बेचा जा रहा है। इसे लेकर आसनसोल दक्षिण थाना की पुलिस तुरंत हरकत में आई और उन्होंने इस मामले की जांच शुरू की। जांच में पाया गया कि आसनसोल के मोहिशिला कॉलोनी के सिमुलतला और हिल व्यू इलाके में दो जगहों पर इस अवैध गतिविधियों को अंजाम दिया जा रहा है। पुलिस ने रविवार रात इन दोनों जगहों पर छापामारी की और अशोक कुंडू नामक एक व्यक्ति को गिरफ्तार किया। इस कार्रवाई में पुलिस ने भारी मात्रा में वाटर प्यूरीफायर बनाने की कल पुर्जा को जब्त किया। बताया जा रहा है कि इन सामग्रियों का इस्तेमाल नकली वॉटर प्यूरीफायर बनाने के लिए किया जाता था।
পাবলিক নিউজঃ আসানসোল:– একটি নামী কোম্পানির নকল ওয়াটার পিউরিফায়ার বিক্রির অভিযোগ রবিবার একজনকে গ্রেফতার করলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতর নাম অশোক কুন্ডু। রবিবার আসানসোল দক্ষিণ থানার মহিশীলা কলোনির শিমুলতলা এবং হিল ভিউ এলাকার দুটি জায়গায় অভিযান চালানো হয়। সেই অভিযান একজনকে গ্রেফতার করার পাশাপাশি নানা সামগ্রী বাজেয়াপ্ত করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জানা গেছে, একটি নামী ওয়াটার পিউরিফায়ার কোম্পানি আধিকারিকদের তরফে আসানসোল দক্ষিণ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিলো। তাতে বলা হয়েছিলো যে আসানসোলের কিছু লোক তাদের কোম্পানির ওয়াটার পিউরিফায়ারের ডুপ্লিকেট বা নকল তৈরি করে বিক্রি করছে। এই অভিযোগ দায়ের হওয়ার পরেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ তদন্ত শুরু করে। সেই তদন্তে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারে, আসানসোলের মহিশীলা কলোনির শিমুলতলা ও হিল ভিউ পার্ক এলাকার মোট দুটি জায়গায় এই বেআইনি কার্যকলাপ চলছে। রবিবার রাতে পুলিশ এই দুটি জায়গায় অভিযান চালায়। তাতে অশোক কুন্ডু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে জেরায় সদুত্তর দিতে না পারায়, তাকে গ্রেফতার করা হয়। এই অভিযানে পুলিশ ওয়াটার পিউরিফায়ার তৈরির জন্য প্রচুর পরিমাণে সামগ্রী বা উপকরণ বাজেয়াপ্ত করেছে। পুলিশের তরফে বলা হয়েছে , এই উপকরণগুলি নকল জল পরিশোধক বা ওয়াটার পিউরিফায়ার তৈরিতে ব্যবহার করা হচ্ছিলো। এই প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, ধৃত ব্যক্তিকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে এই কাজে কে বা কারা আছে।
পাবলিক নিউজঃ আপডেট আসানসোল:– আবারও আসানসোল সিবিআই আদালতে পিছিয়ে গেলো কয়লা পাচার মামলার চার্জ গঠন। পরবর্তী শুনানি দিন ১০ ডিসেম্বর হবে বলে সোমবার সওয়াল-জবাব শেষে বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন। সেদিন সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির হতে হবে, এমনই নির্দেশ বিচারক দিয়েছেন। এদিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত টানা ৬ ঘন্টা টানাপোড়ন চলে আসানসোল সিবিআই আদালতে। এদিন ৪৮ জন অভিযুক্তর মধ্যে বিকাশ মিশ্র সশরীরে আদালতে হাজির না থাকায়, এদিনের চার্জ গঠন পিছিয়ে গেলো। রবিবার কলকাতায় কালিঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হয় এই মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। এদিন তাকে কলকাতায় বিশেষ পকসো কোর্টে পেশ করা হয়েছিলো। সেখানে তার জামিন নাকচ হয়ে, ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ড হয়েছে। এদিন আসানসোল সিবিআই আদালতে আইনজীবি শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ, অভিষেক মুখোপাধ্যায় সহ একাধিক আইনজীবী ছিলেন। পরে, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, যেহেতু বিকাশ মিশ্রকে কলকাতায় অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। তাই তাকে হাজির করানো যায় নি। তাই এদিন চার্জ গঠন করা সম্ভব হয়নি। বিচারক রাজেশ চক্রবর্তী আগামী ১০ ডিসেম্বর চার্জ গঠন করে হবে বলে নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গতঃ, এর আগে ১৪ নভেম্বর এই মামলার চার্জ গঠনের দিন ঠিক ছিলো। সেদিন বিকাশ মিশ্র আসানসোল সিবিআই আদালতে এসেছিলেন। ঐদিন অন্য দুজন গরহাজির ছিলেন। যার মধ্যে একজন মারা গেছেন। অন্যজন অসুস্থ ছিলেন। তাই চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হলেও, চার্জ গঠন করা যায় নি। সেদিন আইনজীবিদের তরফে সিবিআইয়ের ধারা নিয়ে আপত্তি করে, সওয়াল করার সময় চেয়েছিলেন। সেই সময় বিচারক দেওয়ায় মামলার অভিযুক্তদের তরফে অন্যতম তিন আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় গত ১৮ নভেম্বর সওয়াল করেছিলেন। সেদিন শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী ২৫ নভেম্বর সোমবার সিবিআইকে চার্জ গঠন করার নির্দেশ দেন। জানা গেছে, রবিবার কলকাতার কালিঘাট থানার পুলিশ পকসো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে। প্রসঙ্গতঃ, কয়লা পাচার মামলায় সিবিআই মোট তিনটি চার্জশিট আসানসোল সিবিআই আদালতে জমা দিয়েছে। তাতে ৫০ জনের নাম আছে। তার মধ্যে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনো ফেরার। তাকে সিবিআই ধরতে না পারায়, চার্জশিটে পলাতক বা এ্যাবসকন্ড দেখানো হয়েছে। শুনানি চলাকালীন একজন মারা গেছেন। যে কারণে সিবিআইয়ের মোট ৪৮ জনের নামে চার্জ গঠন করার কথা। ইতিমধ্যেই চার্জ গঠনের প্রক্রিয়ায় কার বিরুদ্ধে কোন ধারা দেওয়া হয়েছে তা সিবিআই আদালতে জানিয়েছে। এই ৪৮ জনের মধ্যে ব্যক্তিগত বা ইনডিভিজুয়াল তিনজনের নামে চার্জ গঠনের কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই বিকাশ মিশ্র।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– কয়লা পাচার মামলায় সোমবার আসানসোল সিবিআই আদালতে চার্জশিট গঠন হবার কথা থাকলেও আদালতের নির্দেশ সব আসামীকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে কিন্তু বিনয় মিশ্রকে পকসো মামলায় কলকাতায় পুলিশ গ্রেপ্তার করে এবং রবিবার তাকে আদালতে পেশ করার পর পুলিশ তাকে পুলিসী হেফাজতে নেবার ফলে বিনয় মিশ্র সোমবার সশরীরে আদালতে উপস্থিত থাকতে পারে নি। সিবিআই আদালতে বিচারক পরবর্তী চার্জশিট গঠনের দিন ধার্য করেছেন আগামী ১০ ই ডিসেম্বর। সেইদিন চেষ্টা করে হবে আসামি বিনয় মিশ্রকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে অথবা ভার্চ্যুয়াল উপস্থিত থাকবে সেটা আদালত স্থির করবে।
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সম্প্রতি রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুলিশ প্রশাসনকে লোহা, বালি, কয়লা পাচারকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার নির্দেশ দেবার পর পশ্চিম বর্ধমান জেলায় পুলিশ প্রশাসন তৎপরতার সাথে বিভিন্ন মাফিয়াদের গ্রেপ্তার করেছে। পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তাকে কটাক্ষ করে আই এম আই এমের জেলা সভাপতি দানিশ আজিজ জানান আসল দোষীদের আড়াল করতে পুলিশ প্রশাসন তৎপর হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এম আই এম আইের জেলা সভাপতি দানিশ আজিজ জানান মমতা ব্যানার্জীর নির্দেশ আসার পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার একজন পুলিশ আধিকারিককে সাসপেন্ড করে এবং কিছু দুস্কৃতিকে আটক করে আসল দোষীদের আড়াল করতে চাইছেন, যাদের আটক করা হয়েছে তারা এই খেলার বোড়ে আসল রাজাদের ধরছে না তারা সবাই রাজনৈতিক দলের সক্রিয় সদস্য সাধারণ জনগণকে ভুল বুঝিয়ে দাবা খেলার বোড়েদের গ্রেপ্তার করা হচ্ছে মমতা ব্যানার্জী নিজের এবং ভাইপো অভিষেক ব্যানার্জীর ছবি উজ্জ্বল করতে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি আরো জানান গত বছর ৫ ই ডিসেম্বর রাজ্যপালের কাছে জেলার মাফিয়াদের তালিকা দিয়েছিলেন এবং একইসাথে দেশের গৃহমন্ত্রী অমিত সাহকে পাঠিয়েছিলেন কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি। তি নি জেলার ১২ জন কুখ্যাত মাফিয়ার তালিকা পাঠালেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করা হয় নি এতে স্পষ্ট তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির অলিখিত চুক্তি মুখোশধারী পুলিশ প্রশাসন দোষীদের আড়াল করতে সক্রিয়তার সাথে পদক্ষেপ নিচ্ছে।
पब्लिक न्यूज़ आसनसोल:– पुलिस की एसटीएफ ने बिहार से आ रहे भारी मात्रा में आग्नेयास्त्र और कारतूस जब्त किये. शनिवार की रात गुप्त सूचना पर एसटीएफ की एक टीम ने चौरंगी मोड़ के पास बंगाल-झारखंड सीमा के पास पुराने कल्याणेश्वरी मंदिर से सटे इलाके में छापेमारी की। इस दौरान एक कार की तलाशी ली गई और 10 बंदुक और 54 राउंड से अधिक ताजा कारतूस पाए गए। दो लोगों को गिरफ्तार किया गया. डिप्टी मिनारुल इस्लाम और शफीकुल मंडल मुर्शिदाबाद के डोमकल के रहने वाले हैं। वाहन को जब्त कर लिया गया है। बताया जाता है कि ये दोनों पटना से आ रहे थे