Author: NewsEditor

  • গৃহকর্ত্রী ও দুই সন্তানকে ভোজালি দেখিয়ে হুমকি / আসানসোলে রেল কর্মীর আবাসনে ১০ লক্ষ টাকার গয়না লুঠ / তদন্তে পুলিশ

    গৃহকর্ত্রী ও দুই সন্তানকে ভোজালি দেখিয়ে হুমকি / আসানসোলে রেল কর্মীর আবাসনে ১০ লক্ষ টাকার গয়না লুঠ / তদন্তে পুলিশ

    পাবলিক নিউজঃ ডেস্ক আসানসোল,:-গৃহকর্ত্রী ও তার দুই সন্তানকে ভোজালি দেখিয়ে আসানসোলে এক রেল কর্মীর আবাসনে লুটপাট চালানো দুই সশস্ত্র দূষ্কৃতি। বুধবার ভোররাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ থানার দোমহানি রেল কলোনি এলাকায়। দুই দূষ্কৃতি ১৫ মিনিট রেল কর্মীর আবাসনে থেকে আলমারি থেকে বেশ কিছু মূল্যবান সামগ্রী ও ১০ লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে নিয়ে যায়। বুধবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরে রেল কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন রেল আবাসনের আবাসিকরা। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ও আরপিএফ এলাকায় আসে। আবাসনে আবাসিক থাকা সত্বেও যেভাবে দুই দূষ্কৃতি দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালানো, তাতে পুলিশ ও আরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
    জানা গেছে, ভুপেন্দ্র কুমার সিং, পূর্ব রেলের আসানসোল রেলওয়ে ডিভিশনের পয়েন্ট ম্যান ভুপেন্দ্র কুমার সিং আসানসোলের দোমহানি রেল কলোনির স্লিপ গ্রাউন্ডের কাছে রেল আবাসনে পরিবার নিয়ে থাকেন। বর্তমানে তিনি কিছু ব্যক্তিগত কাজে তার পৈতৃক বাড়িতে গেছেন। মঙ্গলবার রাতে রেল কর্মীর স্ত্রী শ্বেতা সিং দুই সন্তানকে নিয়ে আবাসনে ছিলেন। বুধবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ দিকে দুই যুবক ধারালো অস্ত্র ভোজালি হাতে নিয়ে দরজা ভেঙে রেল আবাসনে ঢুকে পড়ে। সেই সময় শ্বেতা সিং তার দুই সন্তানকে নিয়ে গভীর ঘুমিয়েছিলেন। ধারালো অস্ত্র নিয়ে আবাসনের দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা আলমারি ভেঙ্গে চুরির চেষ্টা শুরু করে। সেই শব্দ শুনে শ্বেতা সিংয়ের ঘুম ভেঙে যায়। তিনি জেগে ওঠেন। স্বাভাবিক ভাবেই তখন তিনি ঐ দুই যুবককে আবাসনের ভেতরে দেখে ভয় পেয়ে যান। তিনি চিৎকার করে আশেপাশের লোকজনদের ডাকার আগেই দুই যুবক তার কপালে অস্ত্র ধরে তাকে ও তার সন্তানদেরকে খুনের হুমকি দিয়ে চুপ করে থাকতে বলে। এরপর দুই যুবক শ্বেতা সিং আবাসনের ভেতরে আলমারিতে রাখা সমস্ত মূল্যবান জিনিস ও নগদ টাকা তুলে দেওয়ার হুমকি দেয়। কিন্তু তার কাছে নগদ টাকা ছিল না। কিন্তু এরপর দুই যুবক প্রায় ১৫ মিনিট ধরে আবাসনে থাকা সমস্ত আলমারি খুলে প্রায় ১০ লক্ষ টাকার গহনা নিয়ে পালিয়ে যায়। দুই যুবক চলে যাওয়ার পরে শ্বেতা সিং চিৎকার করে আশপাশের লোকেদের ডাকেন।
    এদিকে এই ঘটনার জেরে রেল কলোনি আবাসনে বসবাসকারী লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলেন, রেল আবাসনে আরপিএফের নিয়মিত টহল দেওয়ার নিয়ম রয়েছে। তাদের দায়িত্ব রেলের আবাসনের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তা করা হচ্ছে না। এরফলে প্রতিদিনই কোথাও না কোথাও এটা ঘটছে এমন ঘটনা ঘটছে। আরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শ্বেতা সিং। তিনি বলেন, স্বামী নেই। এমন অবস্থায় ভোররাত সাড়ে তিনটের সময় দুই যুবক আমার আবাসনে ঢুকে পড়ে। আমি বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সন্তানদের ক্ষতি হবে, এই ভেবে চুপ করে ছিলাম।
    ঘটনার খবর পেয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ও আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে। পুলিশ জানায়, রেল কর্মীর পরিবারের তরফে ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

  • আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    আসানসোলে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু পরীক্ষা ও রক্তদান শিবির আসানসোল,

    পাবলিক নিউজঃ ডেস্ক:- আসানসোলের এসবি গরাই রোডের বিবেকানন্দ পল্লী এলাকায় রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ বা পিএইচই ক্যাম্পাসে পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি আয়োজন করা হয়েছিলো একটি চক্ষু পরীক্ষা শিবির। এই রক্তদান শিবিরে সংগঠনের সাথে যুক্ত সদস্য সহ অন্যান্যরা মিলে ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়াও ৪৮ জনের চক্ষু পরীক্ষা করা হয়।
    এদিনের এই আয়োজন সম্ভব সংগঠনের কনভেনার মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় বলেন, রক্তদানের চেয়ে বড় কোন দান নেই। আর গরমের সময় রক্তের একটা ঘাটতি থাকে। কিন্তু চাহিদা কম থাকেনা। তাই এইসব কিছু ভেবে এদিন পিএইচই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। এদিন রক্ত দান শিবিরের পাশাপাশি চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তিনি আরো বলেন, সংগঠনের তরফে এই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। আগামী দিনে এই ধরনের সামাজিক কাজ করার পরিকল্পনা রয়েছে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি পিএইচই আরসিএফএ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রুপম ঘোষ, কনভেনার অসিত মল্লিক, সহসভাপতি সুব্রত রায়, সুনন্দ চক্রবর্তী, দিলীপ দাস, কানাই গাঙ্গুলি, চন্দন হাজরা, প্রবীর ধর।
    বার্নপুর সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি ভলেন্টারি ব্লাড ডোনারসের সহযোগিতায় রক্তদান শিবির ও আসানসোল পূর্ণদৃষ্টি আই অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিলো।

  • “পুলিশ দিবস” উপলক্ষে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

    “পুলিশ দিবস” উপলক্ষে পুলিশের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

    প্রকাশ দাস সালানপুর:-পুলিশ দিবস”উপলক্ষে সালানপুর থানার কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে এবং আসানসোল ব্লাড ব্যাংকের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের শুভ সূচনা করেন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ, এসিপি (কুলটি)এস.কে জাবেদ হোসেন, সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ নাসরিন সুলতানা সহ সমাজসেবী ভোলা সিং,মনোজ তেওয়ারী, সহ আরো অনেকে।এদিন সর্ব প্রথম রক্তদাতা হিসেবে রক্তদান করেন কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অরুনাভ ভট্টাচার্য,তাছাড়া রক্তদান করেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি।এবং বাঁকুড়া থেকে এক যুবতী স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে।সঙ্গে এলাকার যুবকরা এবং ফাঁড়ির অন্যান্য পুলিশ আধিকারিকরা ও সিভিক ভলেন্টিয়ারা রক্তদান করেন।প্রায় ৩৫ ইউনিট রক্তদান করা হয়।এদিন ডিসি(হেডকোয়ার্টার) অরবিন্দ কুমার আনন্দ জানান রক্তদান হচ্ছে মহান দান।তিনি স্বেচ্ছায় রক্তদান শিবিরের সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানান।

  • কিশোরীকে কুপ্রস্তাব, আটক বৃদ্ধ।

    কিশোরীকে কুপ্রস্তাব, আটক বৃদ্ধ।

    প্রকাশ দাস সালনপুর:- সালানপুর থানার ডাবর কলোনীতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ইয়ার্কি মারার ছলে প্রায়ই খারাপ খারাপ কথা বলতো এলাকার এক বৃদ্ধ। বয়স্ক ব্যাক্তি হওয়ার সুবাদে তার কথাকে গুরুত্ব দিত না কিন্তু কয়েকদিন ধরে সেই বৃদ্ধ পয়সার লোভ দেখিয়ে তাকে কুপ্রস্তাব দিতে থাকে এবং মাঝে মাঝে গায়ে হাত দিতে থাকে। কিশোরী বাধ্য হয়ে তার মাকে ঘটনা জানায়৷ মা কিশোরীর বাবাকে জানাবার পর তারা সালানপুর থানায় অভিযোগ করেন ৬৫ বছরের বৃদ্ধ তপন কর্মকারের নামে। অভিযোগ পেয়ে সালানপুর থানার পুলিশ বৃদ্ধকে আটক করে নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে

  • নকল ভাড়াটিয়া সেজে লুটপাটের পরিকল্পনার ফাঁস, পাটনা থেকে গ্রেপ্তার।

    নকল ভাড়াটিয়া সেজে লুটপাটের পরিকল্পনার ফাঁস, পাটনা থেকে গ্রেপ্তার।

    পাবলিক নিউজঃ ডেস্ক/আলোক চক্রবর্তী:-পশ্চিম বর্ধমান নকল ভাড়াটিয়া সেজে বাড়ীওয়ালার সোনার চেন ছিনতাই করে এলাকাবাসীরা এসে যাওয়াতে পালিয়ে যায় ভাড়াটিয়া। বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস পাটনা থেকে গ্রেপ্তার করা নয়ন সিং নামে এক দুস্কৃতির ব্যাপারে বিস্তৃত জানান। গত ২১ শে আগষ্ট কন্যাপুর ফাঁড়ির গোবিন্দপুর গ্রামের বাসিন্দা অজয় দেবনাথ নয়ন সিং নামে এক ব্যাক্তির উপর সন্দেহ হওয়াতে তার বিরুদ্ধে অভিযোগ জমা করেন। অভিযোগে অজয় দেবনাথ লিখেছেন কিছুদিন আগে নয়ন সিং নামে এক ব্যাক্তি তার বাড়ীতে ভারাটে হিসাবে থাকতে আসে সেসময় তার পরিচয়পত্র চাইলে সে বলে দু থেকে তিনদিনের মধ্যে তিনি পরিচয়পত্র আনিয়ে নেবেন কিন্তু নয়ন সিং সময়ের মধ্যে পরিচয়পত্র জমা দিতে না পারাতে তাকে ঘর খালি করার জন্য বলে তার ঘর খালি করিয়ে নেয়। গত ২১ শে আগষ্ট নয়ন সিং দুজন বন্ধুকে নিয়ে জোর করে তার ঘরে ঢুকে যায় এবং অজয় দেবনাথ তার বাবা- মা বাধা দিলে তাদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি হয় সেসময় অজয় দেবনাথের মাএর গলার সোনার চেন ছিনতাই করে নেয় বাড়ীর লোক চীৎকার করাতে প্রতিবেশীরা আসলে তাদের রিভলবার দেখিয়ে হুমকি দিয়ে তিনজন পালিয়ে যায় অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে পাটনা থেকে নয়ন সিংকে গ্রেপ্তার করলেও রিভলবার পাওয়া যায় নি। ধ্রুব দাস জানান তদন্তে নেমে জানা যায় তিনজন বাঁকুড়া জেলার কোন দোকানে লুটপাট করার আগে রেকি করছিল সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে এবং লুটপাটের আগেই নয়ন সিংকে গ্রেপ্তার করা সম্বভব হয়েছে। ধ্রুব দাস পুলিশের সচেতনতা নিয়ে প্রচারের জন্য এটা সম্বভব হয়েছে, কোন ভাড়াটিয়া রাখার সময় তার পরিচয়পত্র স্থানীয় থানাতে জমা করার কথা প্রচার করা হয়। নয়ন সিং এর ব্যাপারে পাটনার স্থানীয় থানা থেকে খোঁজ নেওয়া হচ্ছে তার কোন অপরাধমূলক কাজের ব্যাপারে বা কারোর সাথে জড়িত আছে কি না। নয়ন সিংকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানান ডিসি সেন্ট্রাল।

  • আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল

    আলোক চক্রবর্তী আসানসোল: আর জি কর কান্ডে আসানসোলে প্রক্তনীদের প্রতিবাদী মিছিল।গত ৯ ই আগষ্ট কলকাতার আর জি কর হাসপাতালের এক মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করার পর সারা দেশ দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বুধবার আসানসোলের তুলসিরাণী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রীরা আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে একটা মিছিল স্কুলের সামনে থেকে শুরু করে হটনরোড মোড় সিটি বাস স্ট্যান্ডে শেষ হয়।

  • আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ মিছিল।

    আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে আইনজীবীদের প্রতিবাদ মিছিল।

    আলোক চক্রবর্তী আসানসোল :-বুধবার দুপুরে আসানসোল আদালতের আইনজীবীরা আর জি কর কান্ডে দোষীদের শাস্তির দাবিতে একটা প্রতিবাদী মিছিল বার করা হয়। আদালতের আইনজীবীরা জানান আর জি কর কান্ডে এক মহিলা চিকিৎসককে নৃশংস ভাবে খুন ও ধর্ষণ করা হয় তাদের শাস্তির দাবিতে প্রতিবাদী মিছিল বার করা হয় এবং যতদিন দোষীদের শাস্তি হচ্ছে ততদিন এই প্রতিবাদী মিছিল বার করা হবে বলে জানান বার এ্যাসোসিয়সনের বাণী মন্ডল।

  • কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে সিভিল রাইট

    কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তার দাবিতে সিভিল রাইট

    আলোক চক্রবর্তী আসানসোল:- হাতরাস, উন্নাও থেকে আর জি কর হাসপাতালের চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযুক্তদের শাস্তির দাবিতে দাবিতে সিভিল রাইট সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র ভবনের সামনে দোষীদের শাস্তির দাবিতে ধর্ণা প্রদর্শন করেন। তাদের দাবি মহিলারা আজ কর্মক্ষেত্রে অসহায় তাদের উপর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে নির্যাতন করা হচ্ছে মহিলাদের নিরাপত্তার দাবিতে সরকারকে উপযুক্ত ব্যাবস্থা করতে হবে এবং আর জি কর কান্ডে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

  • ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    ভাড়া ঘরে অবৈধভাবে কল সেন্টারে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি।

    আলোক চক্রবর্তী আসানসোল :-আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৩ তম প্রতিষ্ঠা দিবসে সাইবার এবং ডিডি দপ্তরের অভূতপূর্ব সাফল্য দূর্গাপুরের সিটি সেন্টার থেকে এক ভাড়া বাড়ীতে অবৈধভাবে কল সেন্টার চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করলো সাইবার এবং ডিডি দপ্তরের আধিকারিকরা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে ডিসিপি হেডকোয়ার্টার অরবিন্দ আনন্দ জানান গোপন সূত্রে খবর পেয়ে দূর্গাপুরের সিটি সেন্টারে একটা বাড়ীতে হানা দিয়ে ডিডি দপ্তরের আধিকারিকদের তাদের কাজকর্ম সম্বন্ধে জিজ্ঞেস করাতে তারা অসংলগ্ন কথাবার্তা বলাতে সন্দেহ হওয়াতে জানা যায় তারা একটা কল সেন্টার চালায় মূলত বিদেশি নাগরিকদের এ্যান্টি ভাইরাস এ্যাপ সম্বন্ধে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে পেমেন্ট আদায় করতো যেহেতু বিদেশের ব্যাপার সে দেশের আইন বা ডিডি দপ্তরের পক্ষে প্রতারকদের খোঁজা মুশকিল। সাইবার ক্রাইম দপ্তর বাড়ী থেকে ১২ টা ল্যাপটপ, ১৩ টা মোবাইল, ৬ টা হেডফোন সহ ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার আসানসোল আদালতে পেশ করলে ৬ জনকে রিমান্ডে নিয়েছে পুলিশ তাদের কাছ থেকে আরো বিশদভাবে জানার জন্য। তবে ধৃতরা সবাই কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের মধ্যে গৌরব বিশওয়াল, ইয়াসির আইযুব, মহঃ আজহারউদ্দীন, আবদুল হোসেন, নাসিফ ইসলাম, রাহুল বাহেদি, অঙ্কিত স, শেখ সাদ, মহঃ কাইয়েফ, আনন্দ সাউ, আয়ান আলি, আনন আফজল, শেখ সোয়াব আলি বলে জানান ডিসিপি।

  • তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ।

    তিলোত্তমার ধর্ষণকারীদের শাস্তির দাবিতে মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ।

    আলোক বুধবার রাত্রে আসানসোল:- কল্যানপুর হাউসিং থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত নাগরিকরা মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এই বিক্ষোভে ছোট বাচ্চা থেকে বয়স্করা অংশগ্রহণ করেছিল। তনুশ্রী রায় নামের এক বিক্ষোভকারনী জানান মহিলাদের কর্মক্ষেত্রে সুরক্ষার নিশ্চয়তা, তিলোত্তমার খুনী এবং ধর্ষনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুভবুদ্ধিসম্পন্ন নাগরিকরা পথে নেমেছেন এবং এই লড়াই জারি থাকবে। অদিতি সেনগুপ্ত নামে আরো এক বিক্ষোভ কারিনী ক্ষোভের সাথে বলেন তিনি জানতেন ৫ তারিখ তিলোত্তমার বিচার সুপ্রিম কোর্টে হবে কিন্তু বিচারক অসুস্থ থাকার কারণে ৫ তারিখ কোর্টে বিচার হবে না। তিলোত্তমার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। কল্যানপুর থেকে ভগৎ সিং মোর পর্যন্ত মহিলারা মোমবাতি জ্বালিয়ে বিশাল রাস্তায় দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি করছেন।