আসানসোলের শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘাটি শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোলের শিল্পাঞ্চলের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ ঘাটি শনিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুর খবরে শিল্পাঞ্চলে শোকের পরিবেশ বিরাজ করছে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। গতকাল তাকে চিকিৎসার জন্য আসানসোলের মিড ওয়েস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় এবং আজ সকালের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি পুরো পরিবারকে রেখে গিয়েছেন। তিনি খুব মিশুকে ব্যক্তি ছিলেন। পাশপাশি সামাজিক কর্মকাণ্ডে তার প্রমুখ যোগদান ছিল ।
রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক, তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু, অভিজিৎ ঘটক, গুরুদাস চ্যাটার্জী , বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, কৃষ্ণেন্দু মুখার্জি, ফসবেকি সাধারণ সম্পাদক শচিন রায়, ক্রেডাইয়ের বিনোদ গুপ্তা, কোলফিল্ড টিম্বার এসোসিয়েশনের সঞ্জয় তিওয়ারি,আসানসোল চেম্বার অফ কমার্সের নরেশ আগরওয়াল ও সচিব শম্ভুনাথ ঝ, সাতপাল সিং কীর পিঙ্কি ,মনোজ সাহা, এসবিএফসি’র জগদীশ বাগরি, ভি কে ঢাল, মহাবীর স্থানের অরুণ শর্মা, মারওয়ারি যুবা মাঞ্চের সুদীপ আগরওয়াল, আনন্দ পরিক, শিখ ওয়েলফেয়ার সোসাইটির সুরজিৎ সিং মাক্কার, বাজার কমিটির পিন্টু গুপ্তা প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts