পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বার্ণপুরের রিভারসাইডে দামোদর নদীতে পারাপার করতে প্রত্যেক বছর অস্থায়ী সেতু বানানো হয় এবং বর্ষার সময় সেই সেতু ভেঙে যায়। ঐ সেতু দিয়ে অন্য জেলার বাসিন্দারা কর্মসূত্রে যাতায়াত করেন প্রত্যেক বছর বর্ষার সময় সেতু ভেঙে গেলে রাজনৈতিক দলের নেতৃত্ব সেতু বানানোর দাবি নিয়ে কথা বললেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয় না। শণিবার দিল্লি থেকে শিপিং বিভিন্ন আধিকারিক পরিদর্শনে এসে পরিস্কার বলে গেলেন দামোদর নদী সরকারি নির্দেশিত ম্যাপের আওতায় আসে না তিনি চেষ্টা করবেন নির্দিষ্ট জায়গাকে সরকারি ম্যাপের মধ্যে নিয়ে আসতে। বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান তিনি সেতু বানানোর জন্য প্রথমে জাতীয় সড়ক কতৃপক্ষর কাছে গেছিলেন কিন্তু তারা সরকারি না করে দেওয়াতে শিপিং কর্পোরেশনর কাছে যাওয়াতে তারা প্রতিনিধি পাঠিয়েছিলেন তারা অপারগ বলে দিলেন। তিনি জানান রাজ্য সরকার কিছু সহযোগিতা করলে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্দ্যোগে সেতু তৈরী করা যায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার চাইছে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক রুদ্র পরিস্কার জানান বিধায়িকার চটকদারী রাজনীতি এবং জনগণকে বিভ্রান্ত করছেন, তৃণমূল কংগ্রেসের সরকার সবসময়ই উন্নয়নের কাজ করে থাকেন সেতু তৈরী হলে অন্যপারে বাঁকুড়া পুরুলিয়া জেলার অনেক শ্রমিক ব্যাবসায়ীদের সুবিধা হবে।