পশ্চিম বর্ধমান জেলায় পালিত জাতীয় ভোটার দিবস / আসানসোলে দেওয়া হলো নতুন সচিত্র পরিচয়পত্র…

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল পশ্চিম বর্ধমান জেলায় শনিবার জেলা প্রশাসনের তরফে জাতীয় ভোটার দিবস পালিত হলো। এই উপলক্ষে এদিন আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা কনফারেন্স হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। সেই অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলাশাসক বা এডিএম ( জেনারেল) সুভাষিণী ই, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যা আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলায় ভোটার তালিকা তৈরিতে ভালো কাজ করার জন্য নয়টি বিধানসভার মধ্যে তিনটি বিধানসভার তিন সেরা ইআরওকে ( ইলেকট্রল রেজিষ্ট্রেশন অফিসার বা নির্বাচক নিবন্ধন আধিকারিক) ও নয়টি বিধান সভার সেরা নজন বিএলওকে ( বুথ লেভেল অফিসার) জেলা স্তরে পুরষ্কৃত করা হয়েছে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে নয়টি বিধান সভার নজন নতুন ভোটারকে প্রতীকী হিসেবে নতুন সচিত্র পরিচয় পত্র বা এপিক কার্ড দেওয়া হয়েছে। এছাড়াও ভোটার তালিকায় নাম তোলা সহ, সচেতনতা বৃদ্ধি সহ নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া সফল প্রতিযোগিদের এদিন পুরষ্কার দেওয়া হয়।
এই প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে এডিএম ( জেনারেেল) বলেন, এদিন জাতীয় ভোটার দিবস। এই উপলক্ষে ভোটদানের সাথে সম্পর্কিত ফিল্ড পর্যায়ে কাজ করা ইআরও ও বিএলওকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত করা হয়। তিনি আরো বলেন, এছাড়াও, ভোটারদের সচেতন করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এবং সেই প্রতিযোগিতায় ভালো ফলাফল করা পড়ুয়াদেরকে সম্মানিত করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে ৯ জন নতুন ভোটারকে তাদের ভোটার আইডি কার্ড দেওয়া হয়েছে।
এদিন পশ্চিম বর্ধমান জেলায় যে তিন ইআরওকে ‘সেরা নির্বাচনী কাজের পুরস্কার ২০২৫’ দেওয়া হয়েছে তারা হলেন ডঃ সৌরভ চট্টোপাধ্যায় ( দুর্গাপুর পশ্চিম বিধানসভা) বিশ্বজিৎ ভট্টাচার্য (আসানসোল উত্তর বিধান সভা) ও কৌশিক মুখোপাধ্যায় ( বারাবনি বিধানসভা)। এই তিনজনকে নির্বাচনে উদ্ভাবনী প্রচারাভিযান, ভোটার তালিকায় মহিলা অন্তর্ভুক্তি এবং যুবদের অংশগ্রহণ ও ভোটার তালিকার কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার জন্য এই সম্মান দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts