









পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– ইন্দো ইউজি কমার্স এন্ড সোসাল কাউন্সিলের চেয়ারম্যান ফিরোজ খান এফ কে আগামী ৫ ও ৬ ই ফেব্রুয়ারী পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে কলকাতায় অষ্টম তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫ হতো চলেছে যেখানে দেশী-বিদেশী ব্যাবসায়ীরা, শিল্পপতিরা উদ্দ্যোগপতিরা অংশ গ্রহণ করবেন যা পশ্চিম বাংলার উন্নয়নের জন্য সুখবর। ফিরোজ খান জানান বিগত ৭ বছর ধরে পশ্চিম বাংলার মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্যোগে পশ্চিম বাংলা সরকারের ওয়েষ্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেড বিজনেস সামিটের আয়োজন করে আসছেন। তিনি মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং ওয়েষ্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আধিকারিকদের পত্র লিখে অষ্টম তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫ এ বিদেশি পুঁজি নিবেশ করার জন্য শিল্পপতি থেকে উদ্যোগপতিদের রাজ্যে নিবেশ করার জন্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছেন। বিদেশি পুঁজি নিবেশ হলে রাজ্যের উৎপাদন, উদ্যোগ, এমএসএমই, আই টি, সুপার মার্কেট ইন্ডাস্ট্রি এবং পর্যটন শিল্পের প্রভুত উন্নয়ন হবে। তিনি চিঠিতে আরো লিখেছেন আন্তর্জাতিক নেটওয়ার্ক, জ্ঞান এবং অনুভব দ্বারা বাংলায় বিদেশি পুঁজিপতিরা লাভ উঠাতে পারবেন এবং বাংলায় বিদেশি পুঁজি নিবেশ করার রাস্তা খোলা হয়েছে এবং তার ফলে স্থানীয় ব্যাবসায়ীরা লাভবান হবেন কেন না বিদেশি পুঁজি এমএসএমই র মাধ্যমে নিবেশ হবে। ফিরোজ খান জানান তার লক্ষ আমাদের উদ্দম, নীতি উদ্দ্যোগ জগতে সফলতার সাথে বিজনেস সামিটের সফলতা আসবে। তাঁর বিশ্বাস মমতা ব্যানার্জীর দূরদর্শিতা অষ্টম তম বিজিবিএস ২০২৫ সফলতার সাথে সারা ভারতে পশ্চিম বাংলার আর্থিক পরিস্থিতির উন্নয়ন হবে যা পূর্ব ভারতে একচ্ছত্র ক্ষমতা আনবে।

Leave a Reply