

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– প্রতি বছরের মত এবারও মঙ্গলবার মকরসংক্রান্তিতে মাতলো গোটা আসানসোল শিল্পাঞ্চলের মানুষেরা। এদিন ভোর থেকেই অজয় এবং দামোদর নদীতে ভিড় জমালেন বহু মানুষ। অনেকেই ভোরে মকরসংক্রান্তি উপলক্ষে দুই নদীতে স্নানও করলেন। তারপর কাছেই কোন মন্দিরে গিয়ে দিলেন পূজোও। কেউ কেউ নিয়ম মেনে তিলকুট খেলেন। কল্যাণেশ্বরী শ্মশানের কাছে প্রায় কুড়ি হাজার মানুষের ভোগেরও ব্যবস্থা করা হয়েছিল এদিন।
এদিন এমনই সব খন্ড খন্ড ছবি ধরা পড়লো আসানসোলের পাশাপাশি কুলটির বরাকর, বার্নপুর, চিত্তরঞ্জনের হনুমান মন্দিরের কাছে অজয় নদী ঘাট রানিগঞ্জের দামোদর, বারাবনিতে এবং জামুরিয়ায় অজয় নদীর বিভিন্ন ঘাটে।










Leave a Reply