পুলিশের তৎপরতায় উদ্ধার সাড়ে চার বছরের ছেলে, অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল বুধবার সকালে আসানসোল দক্ষিণ থানার এল আই সি দপ্তরের পেছনে নেপালী পাড়ায় নিশীথ ঘোষ পরিবার নিয়ে বাস করেন বুধবার সকালে তার বাচ্চা নিঁখোজ হয়ে গেলে দক্ষিণ থানায় অভিযোগ জমা করা হয় অভিযোগ পাবার পর পুলিশ তৎপর হয়ে উঠে এবং কিছুক্ষণের মধ্যে বাচ্চা উদ্ধার করে অভিভাবকদের হাতে তুলে দিলেন। সাড়ে চার বছরের ছেলের বাবা নিশীথ ঘোষ জানান বুধবার তার স্ত্রী ডিআরএম দপ্তরে কাজ করেন তিনি সকাল ১১ টা নাগাদ দপ্তরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি ঘরে ছিলেন এবং সাথে তাদের দুটো বাচ্চা ছিল, কোনকারনে তিনি ঘরের ভেতর গেছিলেন ফিরে এসে দেখেন তার মেয়েটা ঘরে খেলছে কিন্তু সাড়ে চার বছরের ছেলে নাই তিনি আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞেস করার পর আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জমা করেন। কিছুক্ষণ পর আসানসোল দক্ষিণ থানার ট্রাফিক গার্ড দপ্তর থেকে নিঁখোজ বাচ্চা অনন্য ঘোষের মাকে ফোন করে জানা হয় তাদের বাচ্চা নিঁখোজ হয়েছে কিনা তখন বাচ্চার মা অরুন্ধতী ঘোষ জানান কথাটা সত্যি তখন ট্রাফিক গার্ড দপ্তর থেকে জানানো হয় তাদের বাচ্চা উদ্ধার হয়েছে তারা এসে সাউথ পুলিশ পোস্টে যোগাযোগ করতে। খবর শুনে অরুন্ধতী ঘোষ থানায় গিয়ে দেখেন তাদের ছেলে সুরক্ষা পুলিশের কাছে রয়েছে।। অরুন্ধতী ঘোষ এবং নিশীথ ঘোষ দক্ষিণ থানার পুলিশ ও ট্রাফিক গার্ড পুলিশদের ধন্যবাদ জানান তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে তাদের বাচ্চা উদ্ধার হয়েছে। আসানসোল দক্ষিণ থানার ট্রাফিক গার্ড আধিকারিক অযোধ্যা মিশ্র জানান নেপালী পাড়ার একটা বাচ্চা ঘর থেকে বার হয়ে ঘুরতে ঘুরতে ভগৎ সিং মোড়ে একটা মিষ্টির দোকানে এসে দাঁড়ায় সেই সময় এক সিভিক খেয়াল করেন কিছু অজ্ঞাত পরিচয় লোক বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে তার সন্দেহ হওয়াতে তিনি জিজ্ঞেস করাতে তারা জানায় সামনের বেসরকারি নার্সিং হোমের থেকে বাচ্চাটা চলে এসেছে তখন বাচ্চাটাকে পুলিশ নিজেদের দায়িত্বে নিয়ে বিভিন্ন নার্সিং হোমে জিজ্ঞেস করাতে কোন সদুত্তর না পেয়ে থানায় আসলে জানতে পান একটা বাচ্চা নিঁখোজ হবার অভিযোগ জমা পড়েছে তারা তখন বাচ্চাটাকে জিজ্ঞেস করে জানতে পারে বাচ্চা গোপালপুরে ফ্রী প্রাইমারি স্কুলে পড়ে পুলিশ স্কুলে গিয়ে তার মায়ের ফোন নম্বর নিয়ে মাকে ফোন করে প্রয়োজনীয় কাগজ নিয়ে দক্ষিণ থানায় দেখা করতে বলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts