
পাবলিক নিউজঃ আসানসোল :– প্রতিনিয়ত বেড়েই চলেছে চোরের উপদ্রব।এবার বাদ পড়ছে না মন্দিরও।এমনি ঘটনা দেখা গেলো আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত সবনপুর সংলগ্ন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে পুরোনো কল্যানেশ্বরী মন্দিরে।এবার পুরোনো কল্যানেশ্বরী মন্দিরের দানপাত্র ভেঙে টাকা চুরির অভিযোগ।ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য।মন্দিরের সেবাইত দিলীপ দেওঘরিয়া জানিয়েছেন শনিবার সকালে মন্দিরে এসে মন্দিরে গেটের তালা ভাঙ্গা ও দানপত্র থেকে টাকা উধাও। তিনি জানান আনুমানিক প্রায় লক্ষাধিকের উপর টাকা ছিলো দানপাত্রে। ঘটনাস্থলে কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এই বিষয় নিয়ে খুবই চিন্তিত মন্দির কমিটির সদস্যরা যদি এইভাবে চুরি হয় মন্দিরে তাইলে মানুষের সুরক্ষা কোথায়? এই প্রশ্ন রয়ে গেল আসানসোল দুর্গাপুর পুলিশ এর কাছে। এবার দেখার পালা কত দিনের মধ্যে তারা চোরকে ধরতে পারে। এলাকার মানুষের মধ্যেও আতঙ্ক যদি এইভাবে মন্দিরে চুরি হয় তাহলে কোন জায়গায় সুরক্ষিত থাকবে এলাকাবাসীরা। পুলিশ এই বিষয় জানার পর ঘটনাস্থলে পৌঁছে যায় এবং জিজ্ঞাসা বাদ করে আশেপাশের লোককে এরপরে মন্দির কমিটির লোককে। সিসিটিভি বিষয় নিয়ে তারা জিজ্ঞাসা বাদ করে এবং খুঁটিয়ে চেষ্টা করে দেখা পুলিশ এখন চুরি হওয়া টাকা উদ্ধার এবং চোরকে ধরার চেষ্টা করছে।










Leave a Reply