আসানসোলে অগ্নিকাণ্ড / পুড়ে ছাই ফুটপাতের দুটি দোকান, এলাকায় আতঙ্ক

পাবলিক নিউজঃ আসানসোল:– আসানসোল উত্তর থানার রেলপারের ধাদকা স্কুলের সামনে রবিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঐ দুটি দোকান চা ও রুটি বিক্রি হতো। এই ঘটনায় দুটি দোকান একেবারে ভস্মীভূত হয়ে গেলেও, কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে এলাকায় পৌঁছায় আসানসোল উত্তর থানার পুলিশ। পরে আসানসোল দমকল বাহিনীর ইঞ্জিন এলাকায় আসে । কিন্তু দমকলের ইঞ্জিন পৌঁছোতে বেশ কিছুটা দেরি হওয়ায় দুটি দোকান পুরো পুড়ে যায় বলে, এলাকার বাসিন্দারা জানিয়েছেন। গভীর রাতে এই আগুন লাগার ঘটনা ঘটায় ঠিক কি কারণে অগ্নিকাণ্ড, তার কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তের পরে দমকলকর্মীদের অনুমান, দুটি দোকানের কোন একটিতে উনুন জ্বলে থাকায় বা শট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এই আগুন লাগার ঘটনায় এলাকার বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য লাগানো সিসি ক্যামেরা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, এই অগ্নিকাণ্ডে আশেপাশের এলাকার বিদ্যুৎ খুঁটিতে লাগানো বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম এবং বিদ্যুৎ সংযোগকারী বক্স নষ্ট হয়ে যায়। এর ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যহত হয়।  তবে এইসব জিনিস নষ্ট হয়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। দোকান দুটিতে অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা ও দাহ্য পদার্থের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
এদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তারা বলেন, এই আগুনে এলাকায় বড় ঘটনা ঘটতে পারতো। কপাল জোরে তা হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts