পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:-পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুরে হিরাপুর মানিকচাঁদ ঠাকুর গার্লস হাইস্কুলে শুক্রবার আসেন আসানসোলের মহকুমাশাসক ( সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি স্কুলের মিড ডে মিল ব্যবস্থা পরিদর্শন করেন। যারা এর দায়িত্বে আছেন, তাদের সঙ্গে মিড ডে মিল নিয়ে কথা বলেন। এছাড়াও তিনি ক্লাসরুমে গিয়ে স্কুলের পড়ুয়াদের সাথে কথা বলেন। স্কুলের পঠন -পাঠন  কি ভাবে চলছে সেগুলো খতিয়ে দেখেছে ছাত্রদের সাথে তিনি কথা বললেন তার সাথে সাথে স্কুলের শিক্ষকের সাথে সমস্ত বিষয় জানার চেষ্টা করলেন। ছাত্রদের স্কুলের সংখ্যা কত রয়েছে তাদের অ্যাটেন্ডেন্স কতটা রয়েছে এইসব বিষয়েও খতিয়ে দেখলেন। ছাত্ররা ঠিক সময় মতন আসছে কিনা এবং শিক্ষকরা নির্দিষ্ট সময় মতন ক্লাসরুমে ক্লাস নিচ্ছে কিনা এই বিষয়গুলো খুঁতিয়ে দেখলেন।