পাবলিক নিউজঃ আসানসোল :– আসানসোল পুরনিগমের ৪৩ নম্বর ওয়ার্ডে জিটি রোডের পুরনো রামকৃষ্ণ মিশন মোড় সংলগ্ন তৃনমুল কংগ্রেসের কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করা হয়। মুলতঃ তৃনমুল কংগ্রেসের উদ্যোগে ও আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলামের নেতৃত্বে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা ও কাউন্সিলর শ্রাবণী মন্ডল।

এই প্রসঙ্গে রবিউল ইসলাম বলেন, এদিন এই অনুষ্ঠান থেকে প্রায় ৩০০ দরিদ্র মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে তৃণমূলের প্রতিটি কর্মী সমাজের যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আসানসোলের কর্মীরাও তাই করেন। ডেপুটি মেয়র বলেন, এর আগে প্রায় ৬০০ জন মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এই ধরনের অনেক সামাজিক কাজ করা হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে, তৃণমূলের প্রতিটি কর্মী বিশ্বাস করে যে রাজনীতি শুধুমাত্র নির্বাচন বা ভোট দেওয়া নয়। তাহলো ৩৬৫ দিন মানুষের পাশে দাঁড়ানো। একেই বলে প্রকৃত রাজনীতি। রবিউল ইসলামের নেতৃত্বে এখানে যেভাবে কম্বল বিতরণের আয়োজন করা হয়েছে তা প্রশংসনীয় বলে জানান অভিজিৎ ঘটক। মেয়র পারিষদ বলেন, রবিউল ইসলাম সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। রবিউল ইসলাম এবং তার সকল কর্মীদের প্রশংসা করে তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে প্রতিটি তৃণমূল কর্মী একইভাবে ৩৬৫ দিন মানুষের পাশে দাঁড়াতে ও তাদের সেবা করতে চান।