
পাবলিক নিউজঃ আসানসোল চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে দূর্নীতি ও রাজ্যে আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে সরকার ও শাসক দল তৃনমুল কংগ্রেসকে একযোগে আক্রমণ করলেন সিপিএমের যুব সংগঠনের নেতা শতরুপ ঘোষ।
সোমবার সন্ধ্যায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আসানসোল শহর এরিয়া কমিটি ১ র পক্ষ থেকে বিএনআর মোড়ে রবীন্দ্র ভবনের সামনে তৃতীয় সম্মেলন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়েছিল। সেই জনসভার তরুণ বামপন্থী নেতা শতরূপ ঘোষ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আরো বলেন, নারীদের রাত্রিকালীন কাজ করার ওপর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। কেন নারীরা অন্য কাজে বার হবেন না ? তারা কোথাও যেতে চাইলে বা বেড়াতে গেলেও রাতে বার হওয়ার অধিকার রয়েছে। তাদের সবক্ষেত্রেই সমান অধিকার রয়েছে। পুলিশ প্রশাসনকে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলে দাবি করেন এই সিপিএম নেতা। তিনি বলেন, আরজি করের ঘটনা কি ঘটেছে, তা সবার জানা। সেই ঘটনার বিচার চেয়ে, দোষীদের শাস্তি দাবি করে শুধু বাংলা নয়, গোটা দেশের পাশাপাশি বিশ্বের সর্বস্তরের মানুষেরা রাস্তায় নেমেছেন। বাংলায় মেধাবী শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি নেই। তারা রাস্তায় বসে আছেন, চাকরির দাবি করে। আর অন্যদিকে, কিছু লোক তৃনমুল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি নিয়েছে।
এদিনের জনসভায় অন্যদের মধ্যে ছিলেন পার্থ মুখোপাধ্যায়।







Leave a Reply