পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শ্বশুরবাড়ির অদূরে রেল ব্রিজের কাছে রেললাইনের পাশ থেকে ” ঘরজামাই”র রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো। শনিবার সকালে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরের হারমাডি রেলব্রিজ সামনে রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত যুবকের মাথা সহ গোটা শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃত যুবকের নাম ধামু ওরফে ধর্মদাস বাউরি (২৯)। তার বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার সানরা গ্রামে। মৃত যুবকের দাদা গোপাল বাউরি সহ পরিবারের সদস্যদের অভিযোগ, ধর্মদাস বাউরিকে খুন করা হয়েছে। তবে, কারা এই কাজ করতে পারে, তা নিয়ে তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি। হিরাপুর থানার পুলিশ মৃত যুবকের স্ত্রী ও শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে যুবকের মৃতদেহর ময়নাতদন্ত হয়। পুলিশের তরফে আপাততঃ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু করা হয়েছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়ার যুবক ধামু ওরফে ধর্মদাস বাউরি গত দুবছর ধরে স্ত্রী ও সন্তানকে নিয়ে আসানসোলের হিরাপুর থানার বার্নপুরে রাঙ্গাপাড়ার ধরমপুরে শ্বশুরবাড়িতে ” ঘরজামাই ” হয়ে থাকতো। মাঝেমধ্যে সে পুরুলিয়ায় নিজের বাড়িতে যেতো। কালি পুজোর সে শেষবার পুরুলিয়ার বাড়িতে গেছিলো। শনিবার সকালে ধরমপুরের অদূরে হারমাডি রেল ব্রিজের কাছে রেললাইনের পাশে ঐ যুবকের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৃত যুবকের দাদা গোপাল বাউরি সহ পরিবারের সদস্যরা আসেন। হিরাপুর থানার পুলিশ এলাকায় আসে। পরে তদন্তে আসেন আসানসোল দূর্গাপুর পুলিশের এসিপি ( হিরাপুর) ঈপ্সিতা দত্ত সহ অন্য পুলিশ আধিকারিকরা। তারা মৃতদেহ উদ্ধার হওয়া জায়গা ও তার আশপাশ ঘুরে দেখেন।
এই প্রসঙ্গে মৃত যুবকের দাদা ও পরিবারের সদস্যরা বলেন, শ্বশুরবাড়িতে ধামুর পারিবারিক কারণে অশান্তি হয়েছিলো। তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয় রেললাইনের পাশ থেকে। তাদের দাবি, তাকে খুন করা হয়েছে।
গোটা ঘটনা নিয়ে পুলিশের এক আধিকারিক বলেন, মৃত যুবকের স্ত্রী ও শাশুড়িকে জেরা করা হচ্ছে। মৃতদেহর ময়নাতদন্ত করা হয়েছে। মৃত যুবকের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ঠিক কি কারনে যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।