

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– দীর্ঘদিন ধরে হীরাপুর থানার বার্ণপুরের মাদার টেরেসা রোডের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ইতিপূর্বে বিজেপির তরফ থেকে রাস্তা অবরোধ করে আসানসোল পৌরনিগমের কাছে রাস্তা মেরামত করার আবেদন করা হলেও কোন কাজ না হওয়াতে শণিবার সকালে পুনরায় রাস্তা অবরোধ করেন বিজেপির কর্মীরা। বিজেপি কর্মীরা অভিযোগ করেন বর্ষার সময় জল জমে গিয়ে এলাকাবাসীদের ঘরে জল ঢুকে গেছিল সেই সময় আসানসোল পৌরনিগমের দপ্তরে এবং বরো চেয়ারম্যানের কাছে রাস্তা মেরামত করার আবেদন করা হলেও দীর্ঘদিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা মেরামত করা হয় নি তাই তারা আজ রাস্তা অবরোধ করে জনগণের যাতায়াতের অসুবিধা হলেও এলাকার উনয়নের স্থায়ী সমাধানের জন্য তারা রাস্তা অবরোধ করেছে। খবর পেয়ে বরো চেয়ারম্যান শিবানন্দ বাউড়ী ঘটনাস্থলে পৌঁছে জানান আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় পৌরনিগমের সমস্ত রাস্তা মেরামত করার প্রতিশোধ দিয়েছেন, আসানসোলে সব ওয়ার্ড বিদ্যুৎ দপ্তরের কাজ চলছে খুব শীঘ্রই সব ওয়ার্ডের কাজ শুরু হবে। এলাকার বাসিন্দাদের বিজেপি মিথ্যা আশ্বাস দিচ্ছে





