

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার ইসিএল এবং কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যোগে হিন্দি ভাষা ও সাহিত্য নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ সহ ইসিএলের আধিকারিক এবং কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কাজি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপক বিজয় কুমার সাউ জানান হিন্দি ভাষার সাথে স্থানীয় লোক ভাষার যৌথ ভাবে সমাজে ও সাহিত্যে এর প্রভাব নিয়ে আলোচনা করা হবে সম্মেলনে।





