
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার আসানসোল পৌরনিগমের বেলডাঙ্গার মিলন মেলা কমিউনিটি হলে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সম্মেলনে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী সহ বিশিষ্ট অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী শীতলাম রাম জানান বিজয়া সম্মেলনের সাথে সব অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের সমস্যা নিয়ে সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মলনে ৮০ বছরের উর্ধ্বে কর্মচারীদের সম্বর্ধনা জানান হয়েছে তাছাড়া অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়, রেলওয়ে হাসপাতালে চিকিৎসার সুবিধা এবং প্রয়োজনীয় ওষুধের সমস্যা নিয়ে আলোচনা করা হয় এবং সমস্যা সমাধান করার জন্য রেলওয়ে কতৃর্পক্ষর সাথে দেখা করে কথা বলার ব্যাপারে বলা হয়।





