পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার বার্ণপুরের নওজোয়ান ক্লাবের উদ্দ্যোগে রামচন্দ্রপুরের আই হাসপাতালের সহযোগিতায় ক্লাব পরিসরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। বার্ণপুরের নওজোয়ান ক্লাবের সম্পাদক উৎপল সেন জানান নেতাজী আই হাসপাতালের সহযোগিতায় প্রায়শই তারা গরীব এবং দুঃস্থ পরিবারদের চক্ষু পরীক্ষা করা হয় এখানে চক্ষু পরীক্ষার পাশাপাশি ছানি অপারেশন করা হয়। শিবিরে পরীক্ষার মাধ্যমে কারোর চোখের ছানি পাওয়া গেলে নেতাজী আই হাসপাতালের কর্মীরা রুগীদের গাড়ীতে করে হাসপাতালে নিয়ে গিয়ে ছানি অপারেশন করার পর পুনরায় পৌঁছে দিয়ে যায় সম্পূর্ণ বিনামূল্যে।