

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার আসানসোল গার্লস কলেজে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, এই শিবিরে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস, বার্ণপুর ভলেন্টিয়ার ব্লাড ডোনারসের কর্ণধার প্রবীর ধর সহ বিশিষ্ট অতিথিরা। ডাঃ নিখিল চন্দ্র দাস জানান আসানসোল গার্লস কলেজে মহিলারা রক্তদান শিবিরে রক্তদান করা দেখে তিনি অভিভূত তাছাড়া বিভিন্ন সামাজিক কাজে কলেজের মেয়েরা এগিয়ে আসে এবং জেলা হাসপাতালে রক্তের সংকট হলেও কলেজের মেয়েরা এগিয়ে আসে। আশাকরি ৭০ এর বেশি মেয়েরা রক্ত দেবেন।





