

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বৃহস্পতিবার সকালে আসানসোল পৌরনিগমের মেয়রের দপ্তরে মেয়র পরিষদের সদস্য, চেয়ারম্যান এবং ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা বৈঠক করা হয়। বৈঠক শেষে মেয়র বিধান উপাধ্যায় জানান আসানসোল পৌরনিগমের তিনটি জায়গায় জলাধার নির্মাণের কাজ চলছে সেইসব কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় এবং গরমের আগে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় অন্যদিকে ডিভিসি জল ঠীকমতো না ছাড়ার কারণে পৌরনিগমের বিভিন্ন জায়গায় জলের সমস্যা হয়েছে। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী জানান আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে তিনটা জায়গায় জল প্রকল্পের কাজ চলছে সেইসব কাজের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং ফেব্রুয়ারী মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।






Leave a Reply