
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– সাঁকতোড়িয়ায় ডিপিএস, দমকল,পুলিশ প্রশাসন এবং স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় বিদ্যুৎ টাওয়ার থেকে নামানো সম্বভব হলো ভরত নামে এক আদিবাসী যুবককে। স্থানীয় বাসিন্দা অপরাজিৎ ব্যানার্জী জানান তাদের এলাকার এক আদিবাসী যুবক ভরতকে ঘরে ঝামেলা হবার পর খুঁজে পাওয়া যাচ্ছিল না পরে সন্ধ্যার সময় খবর পাওয়া যায় সে টাওয়ারে চেপে বসে আছে সাথে সাথে পুলিশ প্রশাসন এবং দমকল দপ্তরে খবর পাঠানো হয় দীর্ঘ সময় পর তাকে বুঝিয়ে কোনরকমে টাওয়ার থেকে নামানো সম্বভব হয়।





Leave a Reply