ভাইফোঁটা নিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– রবিবার ভাতৃদ্বিতীয়া বাঙালীদের কাছে এক আনন্দ মূখর দিন চলতি ভাষায় আমরা ভাইফোঁটা বলে থাকি, এই দিনটার জন্য সব বোনেরা অপেক্ষা করে থাকে প্রিয় ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দেবার জন্য অন্যদিকে ভাইয়েরা একত্রিত হয় দিদিদের কাছ থেকে ফোঁটা নেবার জন্য এবং তাদের স্নেহাশিস পেতে। সত ব্যাস্ততার মধ্যে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক তাদের পৈতৃক ভিটাতে সব ভাইদের সাথে একত্রিত হয়ে ছিলেন ভাই ফোঁটা নেবার জন্য। মলয় ঘটক তার দুই ভাই অরুন ঘটক এবং অভিজিৎ ঘটক চেলিডাঙ্গার পৈতৃক ভিটাতে একত্রিত হয়েছিলেন ফোঁটা নেবার জন্য এবং দিদি স্বাতী মুখার্জি, শ্রীমতী বন্দোপাধ্যায়, ব্রততী ব্যানার্জী ও মুনমুন চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন ভাইকে ফোঁটা দিতে। দিদি শ্রীমতী বন্দোপাধ্যায় জানান ভাইফোঁটা দিনটা তাদের খুব আনন্দের দিন এই দিনে ভাইরা শত ব্যাস্ততার মধ্যে ফোঁটা নেবার জন্য জড়ো হয় সব দিদিরা ভাইদের মঙ্গল কামনায় ভগবানের কাছে প্রার্থনা করেন এবং ভাইরা সুস্থ থাকার আশীর্বাদ করেন। অন্যদিকে আইন মন্ত্রী মলয় ঘটক জানান আজকের দিনটা বাঙ্গালীদের কাছে আনন্দের দিন ভাইরা ব্যাস্ততার মধ্যে ফোঁটা নেবার জন্য জড়ো হয়, বোনেরা ফোঁটা দেবার জন্য দূরদূরান্ত থেকে উপস্থিত হয়। মন্ত্রীভাই ফোঁটা নেবে আর ভূরিভোজন হবে না এটা ভাবা যায় না দিদি শ্রীমতী বন্দোপাধ্যায় জানান চিরাচরিত রীতি অনুযায়ী পায়েস খাইয়ে মিষ্টিমুখ করানো হয় তারপর বিভিন্ন ধরনের পদ রান্না করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts