
পাবলিক নিউজঃ দুর্গাপুর দুর্গাপুরে :–১৯ নম্বর জাতীয় সড়কের ওপর ওল্ড কোটমোড়ে একটি ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি।
টেলারের নিচে চাপা পড়ে একটি অটো গাড়ি ও একটি বাইক।ঘটনায় দুজন গুরুতর আহত পুলিশে তৎপরতায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্গাপুর থেকে আসানসোলগামী একটি টেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যারিকেটে ধাক্কা মারার পর তার নিচে একটি alto গাড়ি ঢুকে পড়ে বিপত্তি ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কের ওপর কোট মোড় এলাকায় পাশাপাশি সামনে এক বাইক আরোহী কেউ ফজরে ধাক্কা মারে বাইকে থাকা দুই বাইক আরোহী গুরুতর জখম হন ট্রেলার নিচে চাপা পড়ে যাওয়া alto গাড়ি চাপা পড়ে যায়, অলটো গাড়িতে দুজনকে উদ্ধার করে ট্রাফিক পুলিশ। বেশ কিছুক্ষন জাতীয় সড়ক যানজটের সৃষ্টি হলে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণে আনে।






Leave a Reply