
২৪ শে অক্টোবর সারা বিশ্বে পোলিও দিবস পালন করা হয়, বৃহস্পতিবার রোটারি ইন্টারন্যাশনালের আসানসোল শাখার পক্ষ থেকে পোলিও দিবস পালন করা হয়। রোটারিয়ান জানান সারা বিশ্বে ২৪ শে অক্টোবর পোলিও দিবস পালন করা হয়ে থাকে, একটা দেশে পোলিও আক্রান্ত কোন রুগী পাওয়া গেলে তিন বছর পর্যন্ত নজর রাখা হয় অন্য কোন পোলিও রুগী আক্রান্ত হয়েছে কি না যদি কোন পোলিও আক্রান্ত রুগী না পাওয়া যায় তখন সেই দেশকে পোলিও ফ্রী দেশ ঘোষণা হলেও নিয়মিত পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় যাতে নতুন করে কেউ আক্রান্ত না হয়। ভারতে বিগত দশ বছরে কোন পোলিও আক্রান্ত রুগী পাওয়া যায় নি, ২০১৩/১৪ সালে পশ্চিম বাংলার হাওড়াতে পোলিও আক্রান্ত রুগী পাওয়া গেছিল তারপর থেকে কোন রুগীর খবর না পাওয়া গেলেও নিয়মিত পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় এবং রোটারি ইনটারন্যাশনাল পোলিও ভ্যাকসিনের জন্য আর্থিক অনুদান দিয়ে থাকেন বিশেষত গ্রামবাংলার গরীব পরিবারের পক্ষে পোলিও ভ্যাকসিন নেবার প্রয়োজনীয়তার ব্যাপারে অজ্ঞ তাদের বুঝিয়ে ভ্যাকসিন নিতে রাজী করানো। উপস্থিত ছিলেন মানদিপ সিং লালি ছাত্রীক লাল জর্জ অস্ট এবং অভয় কুমার






Leave a Reply