
পাবলিক নিউজঃ কাঁকসা:-কাঁকসায় চুরির ঘটনায় গ্রেফতার হলো দুজন।যার মধ্যে রয়েছে এক নাবালক।ও অপর জন কলকাতার চাঁদনী চকের বাসিন্দা সাকির জাফর।ধৃত দুই জনের মধ্যে নাবালককে আসানসোলের জুবিনাইল কোর্টে ও ধৃত কলকাতার বাসিন্দা সাকির জাফর কে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গেছে গত ৮তারিখে কাঁকসার হাজরা বেরা এলাকায় এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনা ঘটে।অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে কাঁকসা থানার পুলিশ এক নাবালককে জিজ্ঞাসাবাদের জন্য কাঁকসা থেকে আটক করে গতকাল।তাকে জিজ্ঞাসাবাদের পরই সাকির জাফর নামের ব্যক্তির সন্ধ্যান পায় পুলিশ।এর পরই রাতেই কোলকাতা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কাঁকসা থানায় নিয়ে আসে পুলিশ।ওই নাবালককেও গ্রেফতার করে দুই জনকে আদালতে পাঠায় পুলিশ।পুলিশ জানিয়েছেন গৃহস্থের বাড়ি থেকে ওই নাবালক সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি করে তা কলকাতায় চাঁদনি চকে বিক্রির উদ্যেশ্যে নিয়ে যায়।সেখানেই সারিক জাফরের সাথে যোগাযোগ করে।সেই সূত্র ধরেই দুই জনকে গ্রেফতার করে পুলিশ।






Leave a Reply