



পাবলিক নিউজঃ আসানসোল:– বাংলা ঐতিহ্যশালী একাধিক শিল্প সংস্কৃতির মেলবন্ধনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার বিকেলে শুরু হলো দ্বিতীয় বর্ষের আসানসোল ” পুজোর কার্নিভাল ২০২৪ “। বার্নপুর রোডে এই বছরের পুজোর কার্নিভালের আয়োজন করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে। সূচনায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তার মধ্যে ছিলো শঙ্খ বাজানো, শ্রী খোল, ঢাক, আদিবাসী নৃত্য, ছৌ নৃত্য। মুল মঞ্চে ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের মেন্টর বা পরামর্শদাতা ভি শিবদাসন তরফে দাসু, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, আসানসোল রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ স্বামী সৌমাত্বানন্দজী, বিধায়ক হরেরাম সিং, পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে হবে পুজোর কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা। যাতে আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের ১৫ টির মতো পুজো কমিটির অংশ নেওয়ার কথা।
সেই শোভাযাত্রা শুরু হবে চিত্রা মোড় থেকে। বার্নপুর রোড হয়ে তা শেষ হবে ভগৎ সিং মোড়ে।
প্রসঙ্গতঃ, এদিন দুপুরে হয় পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুরে ” পুজোর কার্নিভাল ২০২৪ “।





Leave a Reply