পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক ঘটনা আসানসোলের কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত শীতল পুর চার নম্বর বালুব্যাংকার দামোদর নদীর ঘটনা। জানা গেছে ওরা দুই বন্ধু স্নান করতে নদীতে নাম ছিল সেই সময় এই ঘটনাটা ঘটেছে। এই বিষয়টা জানতে পারে এলাকার লোক ঘটনার খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ খবর পেয়ে আসে । পুলিশ খোঁজা খুঁজি চেষ্টা করে কিন্তু কোন খোঁজ পাই না তারপরে ঘটনাস্থলে ডুবুরি আসে ও তলিয়ে যাওয়া দুই যুবকের খোঁজে নদীতে তল্লাশি চালানো হয়।যদিও এখনো পর্যন্ত দুই যুবক কে উদ্ধার করা যায়নি।দুই যুবকের নাম কৃষ্ণা (২৪)রাঁচির বাসিন্দা, ভান্সকুমার (১৮)চীনাকুড়ির বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় ।