সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা / বৃষ্টিতে ভিজলো মহা পঞ্চমীর সন্ধ্যা

পাবলিক নিউজ আসানসোল :–সকাল থেকেই আসানসোল শহর তথা গোটা আসানসোল শিল্পাঞ্চলের আকাশের মুখ ছিলো ভার। ছিলো মেঘের ঘনঘটা।
আর মঙ্গলবার মহা পঞ্চমীর সন্ধ্যা ভিজলো কখনো পশলা ও কখনো ঝিরিঝিরি বৃষ্টিতে। তবে, তার মধ্যেই পুজোর আসল দিনগুলোর ভিড় এড়াতে অনেকেই ছাতা নিয়ে বাড়ি থেকে ঠাকুর দেখতে বেরিয়েছেন। মাথায় ছাতা ও পায়ের তলায় কাদাজল নিয়ে তারা মন্ডপে মন্ডপে ঘুরছেন।
বুধবার ষষ্ঠীতে হবে এবছরে মায়ের পুজো শুরুর বোধন।
আসানসোল শহর তথা শিল্পাঞ্চলের বিগ বাজেটের সব পুজোর উদ্বোধন বলতে গেলে সোমবার চতুর্থীর সন্ধ্যা ও রাতে হয়ে গেছে। মঙ্গলবার পঞ্চমীর সন্ধ্যায় বেশকিছু পুজোর উদ্বোধন হয়। কিন্তু এদিন সকাল থেকে বৃষ্টির জন্য পুজো উদ্যোক্তাদের শেষ প্রস্তুতি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে। তবে তার মধ্যেই কর্মীরা কাজ করেন।
অন্যদিকে, বিরুপ আবহাওয়াকে তোয়াক্কা না করেই এদিন সকাল থেকে আসানসোলের বড় বাজারে ছিলো লাগামছাড়া ভিড়। কেনাকাটা করতে আসা মানুষদের বাজারের ফুটপাতের ভিড় বলতে উঠে এসেছে একেবারে জিটি রোডের উপরে। এরফলে জিটি রোডের যান চলাচল বলতে গেলে মাঝেমধ্যেই থমকে যাচ্ছিলো। আর এই ভিড় সামলাতে আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ডের পুলিশদের নাজেহাল অবস্থা হতে হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts