

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– আসানসোলে ব্যাটারী চালিত দু চাকার গাড়ীর শো-রুমের পর এবার আসানসোলে চারচাকার ব্যাটারী চালিত গাড়ীর শো-রুমের উদ্বোধন করলেন আসানসোল পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম। কোম্পানির পক্ষ গাড়ীর বৈশিষ্ট্য সম্পর্কে জানানো হয় পেট্রোল চালিত চারচাকা গাড়ীর কিলোমিটার প্রতি সাতটাকা খরচ হলে ব্যাটারী চালিত এই গাড়ীর খরচ হবে মাত্র সাড়ে তিনটাকা তাছাড়া ব্যাটারী পাল্টানোর কোন ঝামেলা নেই সারা জীবন ব্যাটারীর গ্যারান্টি থাকবে। ১৫ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ ২২ হাজার টাকা খরচ করে নতুন ব্যাটারী চালিত চারচাকা গাড়ী নিয়ে বেড়াতে বেরিয়ে যান সকাল বাড়ী থেকে বার হবার সময় ব্যাটার্রী চার্জ করে নিন




Leave a Reply