

পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার ২ রা অক্টোবর মহাত্মা মোহন দাস করমচাঁদের জন্মদিবস উপলক্ষে পূর্ব রেলওয়ের আসানসোল শাখার ডিআরএমের নেতৃত্বে ডিআরএম দপ্তর থেকে পদযাত্রা বার করা হয়। ডিআরএম দপ্তর থেকে আসানসোল স্টেশন হয়ে বিভিন্ন এলাকা হয়ে পুনরায় ডিআরএম দপ্তরে শেষ হয়। ডিআরএম চেতনা আনন্দ সিং জানান ১ লা অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত রেলওয়ে কতৃর্পক্ষ সারা ভারতে স্বচ্ছতা অভিযান চালাবেন। অভিযানের উদ্দেশ্য জনগণকে সচেতন করা তারা সামগ্রিক ভাবে পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে। রেলওয়ে স্টেশন সহ স্টেশনের বাইরে রেলের কম্পার্টমেন্টে বিভিন্ন বাথরুম অপরিস্কার থাকে সে সব বাথরুম অপরিস্কার দেখলে সাথে সাথে কতৃপক্ষকে খবর দিতে। কেন্দ্রীয় সরকার এক নতুন প্রকল্প এনেছেন বহু বছর ধরে স্টেশন এবং স্টেশন পরিসরে দীর্ঘদিনের জমা ময়লা পরিস্কার করতে হবে, স্টেশনের বাইরে অনেক জায়গায় ময়লা জমা থাকে সাধারণত পৌরনিগমের সাফাই কর্মীদের নিয়ে সাফাই করা হতো কিন্তু তাদের উপর ভরসা না করে নিজেদের সাফাই অভিযান চালানো করতে হবে।




Leave a Reply