
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– বুধবার মহাত্মা মোহন দাস করমচাঁদের জন্মদিবস উপলক্ষে বারাবনিতে রক্তদান শিবির, কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত এবং এক নতুন প্রকল্পের উন্মোচন করলেন বারাবনির বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। অনুষ্ঠানে বিধান উপাধ্যায় উপস্থিত হয়ে রক্তদান শিবিরে রক্তদাতাদের শংসাপত্র দিলেন, এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কৃত করলেন। বিধান উপাধ্যায় মাননীয়া মমতা ব্যানার্জীর ঘোষিত নতুন প্রকল্পের উন্মোচন করলেন তিনি জানান দূয়ারে সরকারের মতো এবার বারাবনি পঞ্চায়েত সমিতি ও বারাবনি থানার যৌথ উদ্দ্যোগে দূয়ারে লাইসেন্স দেবেন গাড়ী চালকদের, তিনি জানান অনেকে গ্রাম গ্রামাঞ্চলে বসবাস করে তাদের পক্ষে বারাবনি থানায় এসে লাইসেন্স নিতে খুব অসুবিধা হচ্ছে তাই সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাড়ী মালিক ও চালকদের লাইসেন্সের জন্য লাইন দিতে হবে না তারা ঘরে বসে লাইসেন্সের জন্য আবেদন করলে ঘরে বসে লাইসেন্স পেয়ে যাবেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, বারাবনি থানার আধিকারিক সহ বারাবনির বিশিষ্ট অতিথিরা।



Leave a Reply