
পাবলিক নিউজঃ অলোক চক্রবর্তী আসানসোল:– শুক্রবার দুপুরে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে পূজোর ঠীক আগে বোর্ড মিটিং হয়, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান পূজোর সময় বেশীরভাগ চিকিৎসক ছুটিতে থাকার ফলে সাধারণ জনগণ প্রচন্ড অসুবিধার সম্মুখীন হয় সেই কারণে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য শিবির চালু করা হবে সেখানে জরুরী ভিত্তিতে চিকিৎসা করা হবে, আসানসোল পৌরনিগমের দপ্তরে জরুরী পরিষেবা চালু করা হয়েছে কোনরকম অসুবিধা হলে জনগণ অভিযোগ জানালে সেগুলো জরুরী ভিত্তিতে ঠীক করা হবে, দূর্গাপূজার ছুটির পর আসন্ন কালিপূজা, ছট পূজার জন্য এলাকা পরিস্কারের কাজ শুরু হবে, আসানসোল পৌরনিগমের সমস্ত কর্মীদের সরকারি নির্ধারিত বোনাস তাদের এ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।



Leave a Reply